মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন আপনার Android মোবাইলে

0 মন্তব্য(গুলি)
প্রথমেই বলে রাখি, এর জন্য একটি গ্রামীণ সিম এবং Android মোবাইল আবস্যক। এখানে আমি দুইটি ট্রিক বলব। একটি শুধু মাত্র Rooted মোবাইলের জন্য, আরেকটি Rooted/Unrooted সবার জন্য... তো শুরু করা যাকঃ


২. Unrooted/Rooted সবার জন্যঃ
প্রথমে একটা Access Point খুলুন নিচের মত করেঃ
Name: Free (ইচ্ছা মত দিতে পারেন)
Apn: gpmms
Proxy: 10.128.1.2
Port: 8080
এরপর নিচের লিস্ট থেকে যেকোন ওয়েবসাইটে ঢুকেনঃ
https://zacebook.com
https://unblocker.me
https://pxvpn.com
আরো অনেক ওয়েবসাইট আছে। তবে আশা করি, এতেই আপনাদের কাজ চলবে। উপরের দেয়া ওয়েবসাটগুলার যেকোন একটাতে ঢুকার পর দেখবেন, পেইজে একটা বক্স আছে। সেখানে আপনি যেই ওয়েবসাইটের নাম দিবেন, সেই ওয়েবসাইটেই আপনাকে নিয়ে যাবে ফ্রী ঃ-)
বিস্তারিত পড়ুন »

আসুন ইন্টারনেট এর দাম কমানোর প্রতিবাদ আরো জোরদার করি।

0 মন্তব্য(গুলি)

একটি জরুরি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতেই আমার এই টিউন। এক হিসেবে দেখা যায় GP এবং অন্যান্য মোবাইল অপারেটররা প্রতি জিবি ডাটা সরকারে কাছ থেকে ক্রয় করে মাত্র ৫ থেকে ১৫ টাকার মধ্যে.. কিন্তু গ্রাহকরা পাচ্ছি সেটি ৩০০টাকায়!! এ ব্যাপারটি যদি মিডিয়া ফলাও করে প্রচার করেন তবে নিশ্চিত ভাবে এটি আমাদের জন্য ভাল ফলাফল বয়ে আনবে। এটা মিডিয়ার দায়িত্বও বটে। ১৫
মেগাবাইট ইন্টারনেট এখনো আমাদের কিনতে হয় ৩৫ টাকা দিয়ে, বাংলালিংকে ২০ মেগা ২৩ টাকা, রবিতে ১ জিবি ২৭৫ টাকা! অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি জিবির দাম খুবই কম। আমাদের অত সুবিধা দরকার নেই কিন্তু আমরা এত অভাগা যে আমরা সামান্য সুবিধা টুকুও পাচ্ছিনা। বতর্মান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কিন্তু তারা শুধু ব্যন্ডউইথ এর দাম কমিয়েই পগারপার হয়ে যাচ্ছে, একটু দেখছেও না যে এদিকে অপারেটররা জনগনের উপর কিভাবে চড়াও!! জিপি সবসময় আনলিমিটেডের নামে ফেয়ার ইউজেস পলিসি লাগায় দিয়ে বেরাচ্ছে সেই জন্মসূত্রে ! ৯৭৭ টাকার একটি আনলিমিটেড মাসিক প্যকেজ আছে এদের। শর্ত হচ্ছে ৫ জিবি ইউজেসের পর স্পিড পাবেন দুই কেবিপিএস!! এতগুলা টাকা দিয়ে কিনছি অথচ ব্যবহার করতে দিচ্ছে ৫জিবি। এগুলা দেখার মত কি কেউ নেই?
আপনার কাছে আমার বিশেষ অনুরোধ এই যে, মোবাইল অপারেটরদের চাপ দিয়ে ইন্টারনেটের দাম কমিয়ে এই প্রযুক্তিটি আমাদের কাছে সহজলভ্য করতে সহায়তা করুন।
_______________________________________
___
____
বিস্তারিত পড়ুন »

ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেট খরচ এত কম!!!

0 মন্তব্য(গুলি)

Robi ঘ্যাচাং প্যাকেজে ২৩ টাকা দিয়ে কিনতে হয় ২০MB.
তাহলে ১ GB এর দাম পড়ে ১১৭৭.৬০ টাকা।
GP-র একটা প্যাকেজে ৩৫ (প্রায়) টাকা দিয়েকিনতে হয় ১৫MB.
তাহলে ১GB এর দাম পড়ে ২৩৮৯.৩৩ টাকা।
B'Link -র একটা প্যাকেজে ২৩ টাকা দিয়ে কিনতে হয় ২০MB. তাহলে ১GB
এর দাম পড়ে ১১৭৭.৬০ টাকা।

আর এই হারামজাদারা ৮,০০০ টাকায় ৮ মেগাবাইট স্পীড এর আনলিমিটেড ব্যান্ডউইথ কিনে।
চিন্তা করুন আমরা কিভাবে ঠকছি।

এই হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ ...।

হারামীফোন গ্রামীণফোন হারামীফোন গ্রামীণফোন হারামীফোন গ্রামীণফোন হারামীফোন গ্রামীণফোন হারামীফোন গ্রামীণফোন হারামীফোন গ্রামীণফোন
বাংলালিংক ভাঙ্গালিংক বাংলালিংক ভাঙ্গালিংক বাংলালিংক ভাঙ্গালিংক বাংলালিংক ভাঙ্গালিংক বাংলালিংক ভাঙ্গালিংক বাংলালিংক ভাঙ্গালিংক
বিস্তারিত পড়ুন »

নতুন দুইটি tablet নিয়ে আসার ঘোষনা দিল Symphony

0 মন্তব্য(গুলি)
কিছুখন আগে Symphony তাদের facebook page a নতুন দুইটি tablet নিয়ে আসার ঘোষনা দিল
tabtel দুইটি হল Symphony Tab T8i এবং Symphony T7i tab
যদি price এখনো ঠিক হয় নাই
Symphony Xplorer Tab T8i Specification

1. Operating System: Android 4.0 Ice Cream Sandwich
2. 8” IPS XGA Capacitive Touch
3. XGA Display
4. Camera:5MP+2MP
5. 1 GHz Processor (Duad Core)
6. RAM 1 GB & ROM 4 GB
7. Battery 4700 mAh
8. 3G Network,EDGE,WiFi,GPS
9. Audio Video & call recorder
10.Bluetooth: v3.0
9. Angry Birds, Highway rider, Facebook, Youtube, Android Market(Play Store),
Temple Run, Nimbuzz, Gmail, Skype, Office suite, Dictionary
10. GPS, G-Sensor
11. 2G Network: GSM 900/1800/1900MHz
12. 3G Network: WCDMA 850/2100MHz
Symphony Xplorer Tab T7i Specification

1. Operating System: Android 4.0 Ice Cream Sandwich
2. 7” TFT WVGA Capacitive Touch
3. WVGA Display
4. Camera:2 MP+0.3 MP
5. 1 GHz Processor (Duad Core)
6. RAM 512 MB & ROM 4 GB
7. Battery 3000 mAh
8. 3G Network,EDGE,WiFi,GPS
9. Audio Video & call recorder
10.Bluetooth: v3.0
9. Angry Birds, Highway rider, Facebook, Youtube, Android Market(Play Store)
Temple Run, Nimbuzz, Gmail, Skype, Office suite, Dictionary
10. GPS, G-Sensor
11. 2G Network: GSM 900/1800/1900MHz
12. 3G Network: WCDMA 850/2100MHz
বিস্তারিত পড়ুন »

মোবাইল ফোনের ক্যামেরা কোনো খাদ্যের উপর ধরলেই তার গুণাগুণ বলে দিতে পারবে

0 মন্তব্য(গুলি)
মোবাইল ফোনের ক্যামেরা কোনো খাদ্যের উপর ধরলেই হলো।অ্যাপ তার গুণাগুণ, খাদ্য কতটা তর-তাজা তা বলে দিতে পারবে।
খাদ্যের বিশ্বায়ন
বিশ্বায়নের এ যুগে চাইলে পাওয়া যায় না এমন জিনিস বোধ হয় নেই৷ রকমারি শাক-সবজি, ফল থেকে শুরু করে বাঘের দুধ – হালের সুপারমার্কেটগুলিতে স্থানীয় খাবার-দাবারের পাশে খুব হেলার ছলেই জায়গা করে নিচ্ছে দেশ-বিদেশের খাদ্য সামগ্রী। হল্যান্ডের টোমেটো, স্পেনের সসেজ, ফ্রান্সের চিজ, ভারতীয় আম অথবা বাংলাদেশি ইলিশ মাছ – চাইলেই এগুলো সুদূর ইউরোপে বসেও হাতের মুঠোয় উঠে আসতে পারে৷ কিন্তু জিনিসগুলোর মান? সেটা কি নিশ্চিত করা সম্ভব? হ্যাঁ, সম্ভব৷ তাও আবার সাধারণ মুঠোফোনের মাধ্যমেই।
খাদ্যের মান
জার্মানির ড্রেসডেন শহরে ফ্রাউনহোফার-ইনস্টিটিউট এবার এমন একটা অ্যাপ বা মোবাইল-অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যা দিয়ে খুব সহজেই খাদ্যের পচন সনাক্ত করা সম্ভব৷ সম্ভব তার গুণাগুণ বিচার করাও। মুঠোফোনের মধ্যে যে জিনিস এই কাজটা করে থাকে, সেটা আর কিছুই নয়, একটা ‘স্পেক্ট্রোমিটার’ । এটা অনেকটা ‘ডিজিটাল ক্যামেরা’-র মতো৷ ক্যামেরা যেমন আলোর প্রতিফলনকে তিনভাগে ভাগ করে একটা অবয়ব তৈরি করে, তেমনই স্পেক্ট্রোমিটারও নিমেষের মধ্যে তুলে ফেলে সামনে রাখা জিনিসের ছবি।
বিশ্লেষণের পদ্ধতি
অবশ্য ফ্রাউনহোফার-ইনস্টিটিউটের তৈরি করা এই স্পেক্ট্রোমিটার-অ্যাপ আরো অনেক কাজ করে থাকে৷ বিজ্ঞানী ড. মিশায়েল শলেস এ প্রসঙ্গে বললেন, ‘‘সাধারণ ক্যামেরার মতো আমরা তিনটি মাত্র চ্যানেল দিয়ে আলোকরশ্মিকে বিভক্ত করি না। আমরা আরো স্পষ্ট ছবি তোলার জন্য সূক্ষ্মতর প্রতিফলন সৃষ্টি করে থাকি৷ এটা অনেকটা ডিজিটাল প্রক্রিয়ায় আঙুলের ছাপ নেয়ার মতো। এতে করে খাদ্যের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে তাৎক্ষণিক একটা আন্দাজ পাওয়া যায়৷”
অবশ্য শুধু কাঁচা শাক-সবজি বা ফলই নয়, যে কোনো শুকনো খাবারের ক্ষেত্রেও এই পরীক্ষা করা যায়। মজার বিষয় হলো, আর চার-পাঁচটা অ্যাপের মতো এটার ব্যবহারও খুব সহজ। কোনো খাদ্য সামগ্রির গুণাগুণ জানতে চান? জানতে চান কোনো একটি বিশেষ খাবারে কতটা পানি, কতটা লবণ বা কতটা চর্বি আছে? অথবা ওষুধে কোনো বিশেষ কেমিক্যালের পরিমাণ কতটা? সমস্যা নেই৷ হাতের মুঠোফোনটিতে স্পেক্ট্রোমিটার-অ্যাপ ‘ইন্সটল’ করুন৷ তারপর খাদ্য সামগ্রির তুলে নিন একটা ছবি৷ ব্যাস্!
সেই তোলা ছবির মধ্যে দু’ধরণের আলোকরশ্মি শনাক্ত করে জিনিসটা টেকসই কিনা, তাজা কিনা অথবা তাতে কোন উপাদান কতটা পরিমাণ আছে – সেটাই ২০০৩ সাল থেকে নির্ধারণ করার চেষ্টা করছেন ড. হাইনরিশ গ্র্যুগার এবং তাঁর দল৷ ড. গ্র্যুগার বললেন, ‘‘ভবিষ্যতে স্পেক্ট্রোমিটার-অ্যাপ সরাসরি খাদ্য সামগ্রীর ওপর ধরে ছবি তোলা যাবে৷ খুব সহজেই যে কোনো খাবারের গুণাগুণ বিশ্লেষণ করে ফেলতে পারবে এটি৷ এই ধরুন এই আপেলটা…এই অ্যাপের সাহায্যে আপেলটার ছবি তুললেই মোবাইলে বসানো স্পেক্ট্রোমিটারটি বলে দেবে এটা মিষ্টি বা টক কিনা৷ অথবা জানিয়ে দেবে এটা আদৌ এখনও খাওয়ার যোগ্য কিনা…৷”
ড. গ্র্যুগার আরও বললেন, ‘‘এবার একটা ক্রিমটা নেয়া যাক৷ ধরুন ক্রিমটার ‘এক্সপায়েরি ডেট’ পার হয়ে গেছে৷ এরপরেও স্পেক্ট্রোমিটার-অ্যাপের মাধ্যমে তোলা ছবিতে হয়ত দেখা যাবে যে, এটা আরো কিছুদিন ব্যবহার করা যাবে৷”  ড. গ্র্যুগার জানান, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যেই মুঠোফোনে এই স্পেক্ট্রোমিটার-অ্যাপ ‘ইন্সটল’ করে রোজকার বাজার করা সম্ভব হবে৷ ওষুধ দিয়ে নয়, শুধুমাত্র এই অ্যাপের কল্যাণেই তখন পচন থেকে বাঁচবে জীবন, সহজ হবে টাটকা শাক-সবজি আর ফল কেনা৷
বিস্তারিত পড়ুন »

অবশেষে এলো কাঙ্খিত Walton Primo X1, মূল্য ধরা হয়েছে ১৮৬৯০ টাকা

0 মন্তব্য(গুলি)

Walton Primo X1


Basic information
Operating System: Android 4.1.2 (jelly bean)
Processor: 28nm Quad-Core 1.2GHz
GPU: PowerVR SGX 544
Memory: 1GB
Storage space: 4GB
Call mode: Dual card dual mode dual standby
Network parameters
Network type: UMTS + GSM
Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSDPA / HSPA+
Screen
Screen size: 4.65-inch HD
Resolution: 1280 × 720
Screen type: Capacitive touch screen with 2nd generation gorilla glass
Screen material: HD Super AMOLED screen
External Memory: Support Micro SD card, up to 32GB
Camera
Sensor: CMOS
Rear camera: BSI 8.0 Mega pixels
Front camera: BSI 2.0 Mega pixels
Video recording: Full HD (1080p) (1920x1080)
Flash: Support
Multimedia
Radio: Support with recorder
Battery Capacity: 2100mAh
Type: Lithium battery
Connectivity
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2
Sensor: Gyro/Accelerometer (3D), Light sensor, Gravity sensor, Proximity sensor, Compass
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function
Color: Noble black
Dimensions: 135.5 × 70 × 8.6mm
Weight: 132g
Price: 18,690 BDT
Specifications are subject to change without any prior notice.
বিস্তারিত দেখুন- http://waltonbd.com/products/mobile/walton-primo-x1
বিস্তারিত পড়ুন »

থ্রিজি নিলামের সময় পেছালো বিটিআরসি

0 মন্তব্য(গুলি)
তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রিজি) তরঙ্গ নিলামের সময় পেছালো  বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আগামী ২৪ জুন থ্রিজি নিলামের কথা থাকলেও এক মাসের বেশি সময় পিছিয়ে নতুন সময় আগামী ৩১ জুলাই করা হয়েছে। বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।নতুন এ সিদ্ধান্তে নিলামের অন্যান্য প্রক্রিয়ার সময়ও এক মাস করে পিছিয়ে যাচ্ছে।থ্রিজি নিলামের আগেই লাইসেন্সের উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট কমানো, টু-জি লাইসেন্স ভ্যাট ইস্যু নিয়ে আদালতের সমস্যা সমাধানে মোবাইল ফোন অপারেটরা বেশ কিছু দিন ধরেই দাবি জানিয়ে আসছিল।থ্রিজি নিলামের আগে অপারেটরদের এসব দাবি পুরণে বিটিআরসির আশ্বাসের পরপরই নিলামের সময় পেছানো হলো।নতুন সময়সূচি অনুযায়ী আগ্রহী অপারেটরদের আগামী ১২ জুনের মধ্যে আবেদন করতে হবে। আবেদন বাছাই এর শেষে যোগ্য অপারেটরদের নাম ঘোষণা করা হবে ২০ জুন। ২৪ জুন অপারেটরদের সাথে আলোচনা হবে। ৪ জুলাইয়ের মধ্যে নিলামের 'আর্নেস্ট মানি' জমা নেয়া হবে এবং ১১ জুলাই যোগ্য অপারেটরদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।গত ১২ ফেব্রুয়ারি প্রতি মেগাহার্টজ তরঙ্গমূল্য ২ কোটি ডলার নির্ধারণ করে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার (থ্রিজি) লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়।চূড়ান্ত নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটিকে এবং নতুন একটি অপারেটরকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশে ৬টি মোবাইল অপারেটরের মধ্যে টেলিটক পরীক্ষামুলক থ্রিজি সেবা দিচ্ছে। খসড়া নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।
নীতিমালা অনুযায়ী ১৫ বছরের জন্য থ্রিজি লাইসেন্স পাবে অপারেটররা।
সুত্রঃ বিডি নিউজ ২৪
বিস্তারিত পড়ুন »

ছোট ট্যাবলেট বাজারে আনবে মাইক্রোসফট……………

0 মন্তব্য(গুলি)
শিগগিরই নতুন সংস্করণের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর সাড়ে সাত ইঞ্চি মাপের ট্যাবলেট বাজারে আনবে মাইক্রোসফট।২০১৪ সালের প্রথম দিকে এই  ট্যাবটী বাজারে আনবে মাইক্রোসফট।  বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এই চিন্তা করতেচে এবং তা সাস্রই মুল্লে বাজারে আনার চিন্তা করতেচে মাইক্রোসফট।৭ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি মাপের ট্যাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাইক্রোসফট নতুন ট্যাবলেট বাজারে আনবে। সাত ইঞ্চি মাপের ট্যাবলেট তৈরির কাজ শুরু তরেছে মাইক্রোসফট। আগামী বছরের প্রথম দিকে  আসবে এই ট্যাবলেট।
বিস্তারিত পড়ুন »

অ্যান্টার্কটিকার পেঙ্গুইন গণনা

0 মন্তব্য(গুলি)
অ্যান্টার্কটিকা! বরফাবৃত এক মহাদেশ। যাকে বলা হয় পৃথিবীর দক্ষিণ ঝড়ঁঃয চড়ষব বা কুমেরু। এর আয়তন ১ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৯৪৭ বর্গ কিলোমিটার। এর মাঝে মালভূমি ও পর্বতশৃঙ্গ দেখা যায়। এখানকার মাউন্ট ইরেবাস একটি সক্রিয় আগ্নেয়গিরি। বরফের নিচে বিশাল বিশাল হ্রদও আছে। গ্রীষ্মকালে এখানকার উপকূলীয় অঞ্চলে সিল, তিমি ও পেঙ্গুইনসহ বিভিন্ন প্রকার পাখি দেখা যায়। পৃথিবীর বুকে এই প্রথম একটা পুরো প্রজাতিকে শনাক্ত করা গেছে সুদূর মহাকাশ থেকে। এ প্রজাতির নাম অ্যান্টার্কটিকার পেঙ্গুইন। উপগ্রহ থেকে হাইরেজুলেশন ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, দক্ষিণ মেরুতে পেঙ্গুইনের সংখ্যা হবে প্রায় ৬ লাখ। তবে আগে যা ধারণা করা হয়েছিল, এ সংখ্যা তার দ্বিগুণ। এ গবেষণাটি করেছে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে। মেরু অঞ্চলে বিশাল এলাকা জুড়ে সমুদ্রের ভাসমান বরফের ওপরে উপনিবেশ করে থাকে পেঙ্গুইনরা। এ সার্ভের প্রধান পিটার প্যাট্টের বলেছেন, নতুন এ প্রযুক্তি ব্যবহার করে সারা বিশ্বের বিভিন্ন প্রজাতির প্রাণীর গতিবিধি ও তাদের সংখ্যা গণনা করা সম্ভব হবে। বিশেষ করে বড় আকারের তৃণভোজী প্রাণী। আশপাশের পরিবেশের তুলনায় যাদের গায়ের রঙ আলাদা করা সহজ, তাদের ক্ষেত্রে এ প্রযুক্তি বেশি প্রযোজ্য। পেঙ্গুইনের চলাফেরা ও গতিবিধির নিখুঁত হিসাব দিতে পারবে মহাকাশে উপগ্রহ থেকে তোলা এসব অত্যাধুনিক প্রযুক্তির ছবি। এখানে একটানা ছয় মাস দিন ও ছয় মাস রাত। আর এ ছয় মাস দিনের সময়ই এখানে গ্রীষ্মকাল। এ সময় তাপমাত্রা কখনো কখনো হিমাঙ্কের ওপরে ওঠে। অন্য সময় ছয় মাস রাতে শীতকাল। এ সময় তাপমাত্রা সব সময়ই ০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে।

বিস্তারিত পড়ুন »

বন্যায় ভাসিয়ে দিন আপনার স্ক্রীন। (না দেখলে চরম মিস)

0 মন্তব্য(গুলি)
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টেউনস। আজকে আপনাদের জন্য চরম এক 3D Animated Wallpaper and Screensaver নিয়ে এসেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি বিশ্বাস করি, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তাহলে আর দেরি কেন ?
Watery Desktop 3D Animated Wallpaper and Screensaver টি Download করে Install করে নিন। তারপর দেখেন কি যে মজা লাগবে!!!!!!!!!!!!!!!!
ধন্যবাদ সবাইকে। কমেন্ট দিতে ভুলে যাবেনা কারন আপনাদের উৎসাহে আগামীতে ভালো কিছু দেয়ার অনুপ্রেরণা পাব।
বিস্তারিত পড়ুন »

অ্যাপল নতুন প্রজন্মের মোবাইল আইওএস ৭ আনছে

0 মন্তব্য(গুলি)


আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ নিয়ে কাজ করছে অ্যাপল। নতুন এই অপারেটিং সিস্টেম হবে আইওএসের সপ্তম সংস্করণ।ইনসবার্ক’ কোড নাম দিয়ে তৈরি হচ্ছে আইওএস৭। অ্যাপলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেমটিতে থাকবে ‘ফ্ল্যাট’ বা সাধারণ ইউজার ইন্টারফেস।এটি হবে অনেকটাই মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম মেট্রো বা মডার্ন ইউজার ইন্টারফেসের মতো। এই বছরের জুন মাসের ১০ তারিখে  ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে নতুন প্রজন্মের আইওএসের ঘোষণা দিতে পারেন অ্যাপলের ডিজাইন গুরু হিসেবে খ্যাত জনি আইভ।
বিস্তারিত পড়ুন »

পানিতেই মোবাইল চার্জ!!

0 মন্তব্য(গুলি)
 
হাতের কাছের নল-ডোবা-পুকুর কিংবা নদীর পানি ব্যবহার করতে পারবেন মোবাইল চার্জ করার জন্য, সেদিন আর খুব বেশি দূরে নয়।
সুইডেনের স্টকহোমে কেটিএইচ রয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা এমন চার্জার তৈরি করেছেন,যেটিতে পানি দিলেই কাজ করবে।
সে পানি সামান্য ময়লাযুক্ত হলেও সমস্যা নেই। মাইক্রোফয়েল সেল প্রযুক্তিতে তৈরি চার্জার ‘এমওয়াইএফসি পাওয়ারট্রেক’ পানি পেলে ৩ ওয়াট ব্যাটারি রিচার্জ করতে পারবে।
গবেষক অ্যান্ডারস লুনডব্ল্যাড বলেন,চার্জারের অভ্যন্তরে ধাতব ডিস্কে পানি পড়লেই হাইড্রোজেন গ্যাস বের হবে। অক্সিজেনের সঙ্গে তা মিশে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করবে। এতেই চার্জ হবে ব্যাটারি।
 এ প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে ল্যাপটপ চালানো নিয়ে সমস্যাও দূর করা যাবে।
বিস্তারিত পড়ুন »

বহুল আলোচিত মোজিলা ফায়ারফক্স স্মার্টফোন আসছে জুনে !!

0 মন্তব্য(গুলি)
বহুল আলোচিত মজিলা এ বছরের জুন মাসে তাদের ফায়ারফক্স অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনগুলো বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। নয়টি দেশে ছাড়া হবে এই স্মার্টফোন। দেশগুলো হলো ব্রাজিল, কলাম্বিয়া, হাঙ্গেরি, মেক্সিকো, মন্টেনিগ্রো, পোল্যান্ড, সার্বিয়া, স্পেন ও ভেনেজুয়েলা। সম্প্রতি অল থিংস ডির একটি মোবাইল সম্মেলন অনুষ্ঠানে মজিলার প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি কোভাকস জানিয়েছেন, জুনে প্রথমে পাঁচটি দেশে স্মার্টফোনগুলো ছাড়া হবে। পরবর্তীকালে এ বছরের মধ্যে অবশ্যই সেগুলো নয়টি দেশে পাওয়া যাবে।
অবশ্য এখন পর্যন্ত এদের কোনোটিই বাজারে আসেনি। মজিলা ওএস চালিত স্মার্টফোন বাজারে আনার জন্য জেডটিই ও অ্যালকাটেলের সঙ্গে চুক্তি করেছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে জেডটিই অবমুক্ত করে ‘জেডটিই ওপেন’ এবং অ্যালকাটেল অবমুক্ত করে তাদের এন্ট্রি-লেভেল স্মার্টফোন ‘অ্যালকাটেল ওয়ান টাচ ফায়ার’। সনিও আগামী বছর তাদের ফায়ারফক্স চালিত স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই তাদের বাজেট হ্যান্ডসেট ‘এক্সপেরিয়া ই’-এর জন্য ফায়ারফক্স ওএস অবমুক্ত করেছে।
ফায়ারফক্স ওএস হচ্ছে এইচটিএমএল ৫ নির্ভর এবং পুরোপুরি মুক্ত সফটওয়্যার।তাই জেডটিই ব্যবহারকারীরা তাদের যন্ত্রে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন চালাতে পারবে। শুধু তা-ই নয়, ডেভেলপাররা ওপেন সোর্সটি ইচ্ছামতো পরিবর্তন এবং পরিবর্ধনও করতে পারবে। তা ছাড়া এতে নতুন নতুন সুবিধা ও কনটেন্টও থাকবে। তবে স্মার্টফোনগুলোর দামের ব্যাপারে কোনো কিছু জানা যায়নি।
বিস্তারিত পড়ুন »

‘টাইম মেশিন’ উদ্ভাবন ও নিবন্ধনের দাবি করেলেন ইরানের এক তরুণ বিজ্ঞানী

0 মন্তব্য(গুলি)
সম্প্রতি ২৭ বছর বয়সী ইরানের তরুণ বিজ্ঞানী আলী রাজেকি ‘টাইম মেশিন’ উদ্ভাবন ও নিবন্ধনের দাবি করেছেন। তিনি এমন একটি যন্ত্র উদ্ভাবনের দাবি করেছেন, যা ব্যবহার করে কোনো ব্যক্তি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে।
কমপক্ষে পাঁচ বছর এবং সর্বোচ্চ আট বছর পরে কী হবে, সে সম্পর্কে যন্ত্রটি প্রায় নির্ভুল তথ্য দেবে বলে আলী রাজেকি দাবি করেছেন। তার দাবি, অনেকগুলো জটিল গণনাপ্রণালীর মাধ্যমে যন্ত্রটি ৯৮ শতাংশ সঠিক তথ্য দিতে সক্ষম। যন্ত্রটি স্পর্শ করার সাথে সাথে যন্ত্রটি স্পর্শকারীর ভবিষ্যত তথ্য সম্বলিত একটি প্রিন্টেড কপি দেয়।
আলী রাজেকির দাবি। “এ মেশিনটি কোন দেশের ভবিষ্যতের কোন অপ্রাত্যাশিত ঘটনার বছরও অবলিলায় বলে দিবে “।

তবে বর্তমানে কথিত এই টাইম মেশিনের বাণিজ্যিক উৎপাদন না করার কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ” আমরা এখনই এটির প্রটোটাইপ চালু করছি না, এতে চিন এ যন্ত্রের আইডিয়া চুরি করতে পারে। দেখা যাবে, এক রাতেই তারা কয়েক কটি যন্ত্র তৈরি করে ফেলেছে!”
তবে কথিত এই টাইম মেশিনের জন্য আমাদের আরও পাঁচ থেকে আট বছর অপেক্ষা করতে হবে, যাতে মেশিনটির বর্তমানের ভিবিষ্যত বাণী সত্য হচ্ছে কি না তা নিরূপণ করা যায়। যেমনটা আগে বলা হয়েছে, এই মেশিনটি সর্বোচ্চ আট বছর পরে কী হবে তা বলে দিতে সক্ষম।
তবে ইরানের বিজ্ঞান,গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী মুহাম্মদ মেহদিনেজাদ নুরি রাষ্ট্রীয় উদ্ভাবন কেন্দ্রে ‘টাইম মেশিন’ নিবন্ধনের খবর নাকচ করেছেন। তিনি বলেন, “যে কেউ বৈজ্ঞানিক উদ্ভাবনের দাবি করতে পারেন। কিন্তু দেশে এ ধরনের উদ্ভাবন নিবন্ধনের জন্য সুস্পষ্ট আইনি প্রক্রিয়া আছে এবং নিবন্ধনের জন্য বৈজ্ঞানিক প্রমাণপত্র প্রয়োজন হয়”।
বিস্তারিত পড়ুন »

মৃত্যুর পরও অনলাইন তথ্য হারাবে না। পাবে উত্তরাধিকারী !!!!!

0 মন্তব্য(গুলি)
কেউ মারা গেলে তার রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আরেকজন পান। কিন্তু ডিজিটাল এই যুগে মানুষ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, নথি, ছবি, অ্যাকাউন্ট নাম্বারসহ নান গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখেন ইয়াহু, জিমেইল, টুইটার, মাইস্পেস, গুগল প্লাস, ফেইসবুকসহ নানা সামাজিক যোগাযোগ সাইটে। কিন্তু মারা গেলে কিংবা কোন কারণে অ্যাকাউন্টটি ব্যবহার না করলে তখন তার মূল্যবান তথ্যাদির কি হবে?এই ভাবনা থেকেই গুগল অ্যাকাউন্ট খোলার সময় ব্যক্তির অনুপস্থিতিতে কাউকে নির্বাচিত (উত্তরাধিকারী) করার সুযোগ করে দিয়েছে।

গুগল কর্তৃপক্ষ ব্যক্তির অনুপস্থিতিতে বিশ্বস্ত কোনো বন্ধু অথবা পারিবারিক সদস্যকে তার সংরক্ষিত তথ্যের উত্তরাধিকারী নির্ধারণের পরামর্শ দেয়। ব্যক্তি চাইলে একটি নির্দিষ্ট সময় পর তার ডকুমেন্ট  চিরতরে মুছে ফেলতেও পারেন- এ সুযোগও দেওয়া হয়েছে।
অ্যাকাউন্ট ব্যবহার না করার কারণ যাই হোক, গুগল বলছে, “আমরা আপনার তথ্যের ভাগ্য নির্ধারণে আপনাকে সুযোগ করে দিচ্ছি।”
এজন্য গুগল চালু করেছে ‘ইন্যাক্টিভ অ্যাকাউন্ট ম্যানেজার’ টুল। গুগল অ্যাকাউন্টে এ টুলটি রয়েছে।
গুগল ঠিক কতো দিন পর ব্যক্তির রেখে যাওয়া তথ্য ‘ব্যবস্থাপনা’ করবে তা ব্যবহারকারীকে জানানোর নির্দেশ দেয়। ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি ইন্টারনেট জায়ান্ট অ্যাকাউন্ট খোলার সময় ব্যক্তির উল্লেখিত ওই নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে ই-মেইল করে মনে করিয়ে দেবে।
ব্যবহারকারীর মৃত্যুর পর তার ডিজিটাল অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রে তেমন কোনো আইন নেই। বরং কেউ মৃত ব্যক্তির রেখে যাওয়া সংরক্ষিত তথ্য চাইলে তাকে আইনি ঝামেলায় পড়তে হয়।
মানুষ দিন দিন ইন্টারনেট নির্ভর হয়ে পড়ছে। সেজন্যই গুগলের এমন অভিনব উদ্যোগ।

তথ্যটি নেওয়া  একটি আনলাইন নিউজ পেপার থেকে.

বিস্তারিত পড়ুন »

পৃথিবীর সবচেয়ে ছোট অ্যান্টেনা

0 মন্তব্য(গুলি)
আরো একবার স্বাগতম আজব টেকনোলজি এর খবর নিয়ে আমি আজব টেক। আজকে একটি আজব তথ্য নিয়ে এসেছি যা হচ্ছে ভারতীয় বিজ্ঞানীরা ক্ষুদ্রাকৃতির অ্যান্টেনা উদ্ভাবন করেছে। প্রযুক্তিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির এমন দাবি করছে এর উদ্ভাবকরা।
ভারতের মেসরার বিড়লা ইন্সটিটিউট অব টেকনোলোজি’র শিক্ষাব্যবস্থাপনা সদস্য প্রফেসর শ্রীকান্ত পাল এবং তার গবেষণাকর্মের সহযোগী স্কলার ম্রিনময় চক্রবর্তী মিলে অ্যান্টেনাটি ‌উদ্ভাবন করেছে। প্রযুক্তিটির বিশেষত্ব সম্পর্কে তারা বলেন এটি পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ, শক্তিক্ষম অধিক-সম্প্রসারিত ব্যান্ড পরিকল্পক যা বিভিন্ন ডোমেইনের মধ্যে থেকে আবাসস্থল এবং মেলেটারি ‍অ্যাপলিকেশন খুঁজতে সক্ষম।
এই(ইউডব্লিউবি) প্রযুক্তি সুবিশাল ডাটা নিয়ে ওয়্যারলেস কমিউনিকেশনের গতিশীল অবস্থা নিয়ে আসছে। আরও বলা হয় ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কস (ডব্লিউপেনস) পরিকল্পনায় নিয়ে স্বল্প বিস্তারণের পরিকল্পনা হয়েছে। বিআইটি-মেসরার পিএইচডি শিক্ষার্থী বলেন আমাদের এ উদ্ভাবনার উচ্চতা ১১ মিমি. এবং চওড়া ১৪ মিমি. যা বিশ্বের সবচেয়ে নুন্যতম আকার এবং সীমাতিরিক্ত ব্যান্ডউইথ মাত্রা ১০:১ এর চেয়ে বেশি।
মূলত তার থেকে মানুষকে মুক্ত করা এবং আকৃতি হ্রাস করা এ পরিকল্পনার অভীষ্ট লক্ষ্য যাতে যেকোনো বক্র পৃষ্ঠে ছড়িয়ে যেতে পারে। এছাড়া দামেও এটি স্বস্তা। এতে ব্যবহৃত উপাদানের মধ্যে আছে কমদামি উন্নয়নকৃত ফাইবার প্লাস্টিক।
প্রসঙ্গত, পল যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটিতে ২০১০ থেকে ২০১৪ সালের জন্য রেডিও জ্যোতিবিজ্ঞানী বিষয়ক গবেষণাকর্মের সঙ্গে আছেন।
বিস্তারিত পড়ুন »

এবার রাস্তাঘাটে চলাফেরায় নিরাপত্তা দিবে ফাইবার অপ্টিক ভেস্ট

0 মন্তব্য(গুলি)
অন্ধকারে রাস্তাঘাটে চলাফেরায় নিরাপত্তা দিবে ফাইবার অপ্টিক ভেস্ট। অন্ধকারে যখন ব্যস্ত রাস্তায় সাইকেল আরোহীরা এবং সাধারণ পথচারীরা চলাচল করে তখন তারা যাতে গাড়ী চালকদের চোখে পড়ে বা দৌড়বিদরা যখন রাস্তায় আনুশীলন করে তখন তারা দৃশ্যমান হয়ে থাকতে পারাটা তাদের সচেতনতা। এসব অবস্থায় গাড়ী চালকদের সতর্ক করতে আমেরিকান কিকস্টারটার নামক একটি কোম্পানি নিয়ে এলো ফাইবার অপটিক সেফটি ভেস্ট।

The Noxgear Tracer360 নামের পোশাকটি শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুর উপযোগী করে বানানো হয়েছে। অনেক ভোরে কুয়াশাচ্ছন্ন সকালে বা রাতের অন্ধকারে কিংবা বৃষ্টিতে কিংবা বরফের মধ্যে এটি আলো বিচ্চুরন করবে । বিভ্রান্ত চালকদের সতর্ক সংকেত দিতে ৩৬০ ডিগ্রী আলোকোজ্জ্বল পপ, ব্লিঙ্ক এবং বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এটিতে। এটি পথচারীর সর্বোচ্চ নিরাপত্তা বাহন।
গাড়ীর হেডলাইট যখন এটার উপর পতিত হবে তখন ও এটি বিভিন্ন রঙের আলো বিচ্চুরণ করবে।
ক্লিপ বগলস বেল্ট ব্যবহার করে বেস্টটি বানানো হয়েছে ফলে চলন্ত অবস্থায় এটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে। night ultimate Frisbee গেম দেখে অনুপ্রাণিত হয়ে অপটিক ভেস্টটি বানিয়েছে কোম্পানিটি। নক্সগিয়ার টীমটি একটি আলোকিত টর্চ ও বানিয়েছেন, সেটাও গেম এ দেখে অনুপ্রাণিত হয়ে!
এই সেফটি ভেস্টটি পেতে হলে কিকস্টারটার এ অগ্রিম অর্ডার দিয়ে রাখতে হবে। $৫৭ডলারে পাওয়া যাবে এই সেফটি ভেস্টটি। আর টর্চটি পাওয়া যাবে $৪৫ ডলারে।
বিস্তারিত পড়ুন »

সূর্যের সবচেয়ে বড় সৌর আকস্মিক বিস্ফোরণ ঘটে গেল!

0 মন্তব্য(গুলি)
এই বছরের সবচেয়ে শক্তিশালী সৌর আকস্মিক বিস্ফোরণ এপ্রিলের ১১ তারিখ ঘটে গেল। এটি পৃথিবীতে অস্থায়ী রশ্নি বিচ্ছুরণ করেছে । নাসার অফিস থেকে জানানো হয়- “সৌর আকস্মিক বিস্ফোরণটি ঘটেছে এপ্রিলের ১১ তারিখের ৩:১৬AM এ (পশ্চিম ইউএস এর সময় অনুযায়ী )। M6.5 ক্লাস নাম দিয়ে সূর্য ঝটিকা হিসেবে এটিকে নিবন্ধন করা হয়েছে। এটি CME (coronal mass ejection) হিসেবে অধিক গরম সৌর প্লাজমার সাথে মিশে গেছে ।
” নাসা মুখপাত্র কারেন ফক্স বিবৃতিতে বলেন-”২০১৩ সালের এটি সবচেয়ে শক্তিশালী সৌর আকস্মিক বিস্ফোরণ”। তিনি আরও বলেন- “সৌর আকস্মিক বিস্ফোরণের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক ব্যাপার এই সময়ের জন্য। ” নাসার সূর্য পর্যবেক্ষনকারী Solar Dynamics Observatory দৃশ্যটি ধারণ করেন। নিচে দেখুন-
অথবা নিচের লিঙ্কে দেখুন-
http://www.space.com/20613-strong-solar-flare-erupts-towards-earth-video.html
এই এম ক্লাস সৌর আকস্মিক বিস্ফোরণটি এক্স-ক্লাস আকস্মিক বিস্ফোরণ এর চেয়ে ১০ মিনিট কম শক্তিশালী। এখনো পর্যন্ত বিস্ফোরিত রশ্নির মধ্যে এম ক্লাস ই সবচেয়ে শক্তিশালী। ফক্স বলেন- মহাকাশ আবহাওয়া মাপার যন্ত্র NOAA এর মতে- সৌর আকস্মিক বিস্ফোরণটি একটি ছোট রশ্নি ছোড়ে পৃথিবীর সাথে যোগাযোগ করে যা আর২(R2) (স্কেল আর২-আর৫ এর মধে) ইভেন্ট নামে নিবন্ধিত হয়। ছবিতে ১৩১ থেকে ১৭১ Angstrom তরঙ্গদৈর্ঘ্যের আলোর সংমিশ্রণ
দেখা যাচ্ছে-  এই সৌর আকস্মিক বিস্ফোরণটি আলোড়ন তৈরি করেছে । পৃথিবীকে যখন সরাসরি টার্গেট করে তখন, প্রধান সৌর আকস্মিক বিস্ফোরণ এবং CME কিছুটা আতঙ্কে রাখতে পারে নভোচারী আর উপগ্রহের কক্ষপথকে। এগুলো GPS (Global Positioning System) ন্যাভিগেশন এবং যোগাযোগ স্যাটেলাটের সংকেত, কিছু বিমান সংকেত , জাহাজের সংকেত এবং রেডিও সংকেতে হস্তক্ষেপ করতে পারে। এমনকি পৃথিবীর শক্তি কেন্দ্রকেও বিকল করে দিতে পারে।
“এর অসংখ্য আলোর ফ্লাস যা রেডিও তরঙ্গ থেকে গামা রশ্নি সবকিছুকেই ঢেকে দেয়। এক বিলিয়ন এটোম বোমা সমান হবে এদের শক্তি।”- নাসার হেলিপিজিক্স বিভাগের পরিচালক এলেক্স ইয়ং এর মতে। ফক্স এর মতে- নাসার এই CME টি পৃথিবীর জন্য একটি সতর্ক সংকেত বলে মনে করেন পর্যবেক্ষকগন। অন্যান্য সৌর পর্যবেক্ষন দলগুলো সূর্যকে প্রতিনিয়ত পর্যবেক্ষন করে যাচ্ছে।
বিস্তারিত পড়ুন »

‘ওয়ার্ল্ড মিশন ২১’ এর ৭” ট্যাবলেট মাত্র ১২,৫০০ টাকায় !!!

0 মন্তব্য(গুলি)
দেশীয় ব্র্যান্ড ‘ওয়ার্ল্ড মিশন ২১’ সম্প্রতি বাজারে এনেছে অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসিএস চালিত ‘ট্যাব ২১’। প্রাপ্ত তথ্যমতে খুব দ্রুতই নাকি তাদের প্রথম লট শেষ হয়ে গেছে।
‘ট্যাব ২১’ ট্যাবটিতে রয়েছে ৭” (৬০০*১০২৪ পিক্সেল) ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে এবং ১.৫ গিগাহার্টজ কর্টেক্স এ১০ প্রসেসর। ডিভাইসটিতে র‍্যাম আছে ৫১২ মেগাবাইট এবং রম ৪ গিগাবাইট। স্টোরেজ বৃদ্ধি করার জন্য আছে মাইক্রোএসডি মেমোরি কার্ড স্লট। ডুয়েল ক্যামেরা সুবিধার ডিভাইসটিতে রেয়ার ক্যামেরা আছে ৩ মেগাপিক্সেল। আর ব্যটারি আছে ৪,০০০ এমএএইচ ক্ষমতার।
ডিভাইসটিতে একটি সিম কার্ড স্লটও আছে যার মাধ্যমে GSM সুবিধার সংযোগ ব্যাবহার করা যাবে। সাথে সাথে কথা বলা বা মেসেজ আদান প্রদান করার সুবিধাও পাওয়া যাবে ডিভাইসটি দিয়ে। কথা বলার জন্য এতে আছে বিল্ট ইন মাইক এবং লাউডস্পিকার। আরো আছে ওয়াইফাই এবং ব্লুটুথ। ‘ওয়ার্ল্ড মিশন ২১’ এই ট্যাবটি বিক্রি করছে মাত্র ১২,৫০০ টাকায়।
বিস্তারিত পড়ুন »

বৈশাখের এই উপহার : দেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা

0 মন্তব্য(গুলি)
বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হয়েছে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কাজ করতে সক্ষম সার্চ ইঞ্জিন। ‘পিপীলিকা’ নামে সার্চ ইঞ্জিনটি তৈরি করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী।
পিপীলিকার প্রকল্প পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল এবং মুখ্য গবেষক ও টিম লিডার হিসেবে কাজ করেছেন মো. রুহুল আমীন সজিব। সহযোগিতায় ছিল বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন আইটি বিভাগ।
এটি আসন্ন বাংলা নববর্ষের জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলা জাতির জন্য উপহার বলে উল্লেখ করেছেন প্রকল্পের সংশ্লিষ্টরা।
বুধবার টিম লিডার মো. রুহুল আমীন সজিব বাংলানিউজকে বলেন, “আপাতত এটি বেটা ভার্সন আকারে ছাড়া হয়েছে। এতে যে কেউ পরামর্শ দিতে পারেন। প্রতিনিয়ত এর বৈশিষ্ট্য ও ফাংশন আপডেটের কাজ চলছে।”
তিনি জানান, ১৩ এপ্রিল পিপীলিকা উদ্বোধন করা হবে। শাবিপ্রবির ১১ জন ডেভেলপার মিলে এটি তৈরি করেছেন। তারা হলেন- মিশু, তালহা, তালহা ইবনে ইমাম, তৌহিদ সাজ্জাদ, আসিফ, বাকের, অপু, ফরহাদ আশিষ এবং মাকসুদ। এছাড়াও ৩০ জন শিক্ষার্থীর থিসিসের ওপর ভিত্তি করে এর প্রজেক্ট তৈরি করা হয়েছে।
পিপীলিকার বেটা ভার্সন অনুসন্ধান করে জানা গেছে, এই উন্মুক্ত ওয়েব সার্ভিসটি সারাদেশের সাম্প্রতিক গ্রহণসাধ্য তথ্য অনুসন্ধান করতে সহায়তা করে। এটি দেশের প্রধান বাংলা ও ইংরেজি পত্রিকাগুলোর সংবাদ, বাংলা ব্লগ, বাংলা উইকিপিডিয়া ও সরকারি তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ ও সংরক্ষণ করে।
সজিব আরও জানান, ইতোপূর্বে জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর কোনোটিতেই বাংলা ভাষার উপর তেমন গুরুত্বারোপ করা হয়নি। তাই পিপীলিকায় বাংলা তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানের উপর গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে।
পিপীলিকায় তথ্য অনুসন্ধানের ৪টি ভিন্ন ধরনের সার্চ সুবিধাগুলো হলো- সংবাদ অনুসন্ধান, ব্লগ অনুসন্ধান, বাংলা উইকিপিডিয়া অনুসন্ধান ও জাতীয় ই-তথ্যকোষ। এর সংবাদ অনুসন্ধানও কয়েকটি ভাগে বিভক্ত- সাধারণ সার্চ, স্থানভিত্তিক সার্চ ও শ্রেণীভিত্তিক (ক্যাটাগরি) সার্চ। তবে স্থানভিত্তিক ও ক্যাটাগরি সার্চ এখন শুধু বাংলার জন্য উন্মুক্ত।
টিম লিডার সজিব বলেন, “পিপীলিকার বাংলা সার্চের জন্য আমাদের নিজস্ব একটি বাংলা অভিধান ব্যবহার করা হয়েছে। যদি ব্যবহারকারী কোনো শব্দের ভুল বানান দেন, তাহলে পিপীলিকা স্বয়ংক্রিয়ভাবে সঠিক বানান খুঁজে নিয়ে সেই নতুন শব্দ দিয়ে অনুসন্ধান চালায়, ফলাফল দেয় এবং সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানিয়ে দেয় তার কোন শব্দের বানান ভুল ছিল, সঠিক কোন শব্দ দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে।”
ব্যবহারকারী চাইলে পরে সেই ভুল শব্দ দিয়েই আবার অনুসন্ধান চালাতে পারেন। ইংরেজি সার্চের ক্ষেত্রে অভিধানটি ব্যবহার করা হয়নি বলে জানান তিনি।
স্থানভিত্তিক সার্চের ক্ষেত্রে কোনো ব্যবহারকারী যদি সার্চবক্সে কোনো জেলার নাম ইংরেজিতে লেখার চেষ্টা করেন, তাহলে পিপীলিকা তাকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় ওই স্থানের নাম সাজেশন হিসেবে দেয়ার চেষ্টা করবে। ব্যবহারকারী যদি শুধু স্থানটির নাম দিয়ে অনুসন্ধান করেন, তাহলে পিপীলিকা তার ফলাফল প্রকাশের সাধারণ পদ্ধতিটি পরিবর্তন করে একটি বিশেষ পদ্ধতিতে ফলাফল প্রকাশ করবে। তখন সেই জেলার সাম্প্রতিক তথ্যগুলো বিশ্লেষণ করে কয়েকটি ক্যাটাগরিতে দেখানো হবে, যেমন- অপরাধ, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা, কৃষি,সাস্হ্য তথ্য ইত্যাদি।
তবে এর বর্তমান সংস্করণটি একটি বেটা সংস্করণ, তাই কিছু সমস্যা দেখা যেতে পারে। আমরা মূলত মূল ওয়েবলিংকের ভিত্তিতে ক্যাটাগরি করায় অনেকসময় একই শিরোনামের সংবাদ অনেকবার, অনেকভাবে আসতে পারে। কিন্তু একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে প্রতিটি সংবাদের ওয়েব লিঙ্ক ভিন্ন ভিন্ন।”
আর ক্যাটাগরিভিত্তিক সার্চের ক্ষেত্রে পিপীলিকায় দেশের খবর,আন্তর্জাতিক, ব্যবসা ও বাণিজ্য, তথ্য ও প্রযুক্তি, বিনোদন ও খেলাধুলা নামে ছয়টি ক্যাটাগরি রয়েছে। রয়েছে।পয়লা বৈশাখের এই উপহার চাইলে ঘুরে আসতে পারেন পিপীলিকার দেশ থেকে- http://pipilika.com/
বিস্তারিত পড়ুন »
 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার