মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ | ভর্তি পদ্ধতি

0 মন্তব্য(গুলি)
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আসলে নিয়মিত পোস্ট লেখা হয় না কিন্তু নিয়মিত ভিজিট করা হয় টিউনারপেজে। আজকে আপনাদের জন্য একটি ভিন্ন রকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। কেউ করেছে কিনা ইতিমধ্যে আমি আসলে জানি না। তবুও আপনাদের জন্য লিখতে বসলাম।
২০১২-২০১৩ইং সেশানের শিক্ষার্থীদের জন্য গত বারের মতো এবারও অনলাইন মানে টেলিটকের মাধ্যমে ইন্টারমিডিয়েট / উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে। আর এই ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৮ই মে, ২০১৩ইং তারিখ থেকে। আর এটা সম্পূর্ণ রূপে চলবে SMS পক্রিয়ার মাধ্যমে। ১৮ই মে, ২০১৩ইং থেকে শুরু হয়ে আগামী ৬ই জুন, ২০১৩ইং তারিখ পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলতে থাকবে। এই তারিখের মধ্যে সকল ছাত্র-ছাত্রীকে টেলিটকের মাধ্যমে SMS করে ভর্তির জন্য আবেদন করে হবে।

নিয়মিত স্কুলে যাই icon biggrin উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ | ভর্তি পদ্ধতি
ভর্তির ফলাফল প্রকাশিত হবে আগামী ১৬ই জুন, ২০১৩ইং তারিখে এবং একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১লা জুলাই, ২০১৩ইং তারিখ থেকে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ৯০% সিট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর জেলা শহর গুলোর ছাত্র-ছাত্রীদের জন্য। ৩% সিট রাখা হয়েছে জেলা শহর গুলোর বাহিরে থেকে আসা ছাত্র-ছাত্রীদের জন্য। এছাড়াও ৫% সিট মুক্তিযোদ্ধা কৌটা এবং ২% কর্মকর্তা, কর্মচারী, গর্ভনিং বডির সন্তানদের জন্য।

এবার আসুন কীভাবে আপনি টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন করবেন


  • প্রথমে আপনার টেলিটক সিম মোবাইলে লাগিয়ে Massage অপশনে যান।
  • এবার লিখুনঃ CAD <স্পেস> EIIN <স্পেস> গ্রুপের প্রথম অক্ষর (বিজ্ঞান S, মানবিক H, ব্যবসায় শিক্ষা B) <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা DHA, কুমিল্লা COM) <স্পেস> রোল নং <স্পেস> পাশের সাল <স্পেস> শিফটের নাম (প্রভাতি হলে M, দিবা হলে D, কোন কিছু না হলে N) <স্পেস> ভার্সন <বাংলা ভার্সনের B, ইংরেজি ভার্সনের E) <স্পেস> কোটার নাম (মুক্তিযোদ্ধা FQ, কর্মকর্তা, কর্মচারী, গর্ভনিং বডির সন্তান হলে EQ, অন্যকিছু হলে লেখা দরকার নাই)।
  • এবার SMS করুন 16222.
  • উদাহরণ দেখুনঃ CAD 108573 S COM 123456 2012 M B FQ
ভর্তি পদ্ধতি | অনির্বাচিত টিউনার

 EIIN কোথায় পাবেন


আপনি যে জেলায় থাকেন বা যে জেলার কলেজের EIIN প্রয়োজন সেই জেলার নামের উপর ক্লিক করুন ও ডাউনলোড করে নিন আপনার EIIN টি।
BAGERHAT
BANDARBAN
BARGUNA
BARISAL
BHOLA
BOGRA
BRAHAMANBARIA
CHANDPUR
CHITTAGONG
CHUADANGA
COMILLA
COX’S BAZAR
DHAKA
DINAJPUR
FARIDPUR
FENI
GAIBANDHA
GAZIPUR
GOPALGANJ
HABIGANJ
JAMALPUR
JESSORE
JHALOKATI
JHENAIDAH
JOYPURHAT
KHAGRACHHARI
KHULNA
KISHOREGANJ
KURIGRAM
KUSHTIA
LAKSHMIPUR
LALMONIRHAT
MADARIPUR
MAGURA
MANIKGANJ
MAULVIBAZAR
MEHERPUR
MUNSHIGANJ
MYMENSINGH
NAOGAON
NARAYANGANJ
NARSINGDI
NATORE
NAWABGANJ
NETRAKONA
NILPHAMARI
NOAKHALI
NORAIL
PABNA
PANCHAGARH
PATUAKHALI
PIROJPUR
RAJBARI
RAJSHAHI
RANGAMATI
RANGPUR
SATKHIRA
SHARIATPUR
SHERPUR
SIRAJGANJ
SUNAMGANJ
SYLHET
TANGAIL
THAKURGAON
আশা করি আর কারও সমস্যা হবে না ভর্তির আবেদন করা নিয়ে। সবাইকে ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আ্পনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ। icon biggrin উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ | ভর্তি পদ্ধতি
বিস্তারিত পড়ুন »

সাহায্য চাই – নিজের তৈরিকৃত ব্লগ সাইটে বাংলা সার্পোট করাতে পারছিনা!

1 মন্তব্য(গুলি)
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভাল আছেন। আমি আই মাগাযিনের অনেক পূরাতন একজন পাঠক। প্রতিনিয়তই এই সাইটে ভিজিট করে থাকি। এবং অজানা বিষয়গুলো জেনে থাকি ও সংগ্রহতে রাখি। টিটি থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি ও পারছি।সেই জন্য টিটির সকল লেখদের কাছে আমি কৃতজ্ঞ।
বর্তমানে টিটিতে বিভিন্ন লেখকদের টপিকস পড়ে ব্লগিং সাইট কাজ করছি ও নিজের জন্য একটি ব্লগ বানিয়েছি। কিন্তু ব্লগের বেশ কিছু সমস্যাতে পড়েছি তার মধ্য অন্যতম হল-
১। এখানে (আমার তৈরি কৃত ব্লগে)পোস্ট করলে থাম্বনেইল দেখাচ্ছে কিন্তু ফন্টগুলো সঠিকভাবে পড়া যাচ্ছেনা।যদি পোস্টটি বিস্তারিত পড়ুন (Read More) অংশে ক্লিক করা হয় তাহলে তা সঠিকভাবে দেখা যায় না। কিন্তু থাম্বনেইল অংশটি ঠিক করতে পারছিনা।
 পরীক্ষাটি দেখতে আমার ব্লগে ভিজিট করে দেখতে পারেন-






২। ব্লগার টেমপ্লেটের স্লাইডার অংশের দৈর্ঘ্য ও প্রস্থ কিভাবে কম-বেশী করব। এএইচ.টিএম এল জানালে ভাল হয়।
৩। আমার পিসিতে অভ্র ইনস্টল করা অআছে কিন্তু তবুও ফন্ট ব্লগে সার্পোট করছেনা।
৪। আমার ব্লগের টেমপ্লেট হিসাবে ফ্রি ব্লগ টেমপ্লেট ডাউনলোড করে কাজ চালাচ্ছি। মূল কথা ফ্রি থিম হিসাবে যেটিই ইনস্টল করে কাজ করছি সেখানে থাম্বনেইল হিসাবে বাংলা সাপোর্ট করাতে পারছিনা।
৫। এই বিষয়ে টিটিতে সার্চ করেছি কিন্তু এরুপ সমাধানের কোন টিউন খুজে পাইনি। সুতরাং যারা অভিজ্ঞ ব্লগার তাদের কাছে বিনীত অনুরোধ একজন ভিজিটর হিসাবে অআকুতি জানাচ্ছি আমাকে সাহায্য করেন বিশেষ করে আমার মত তৈরিকৃত ব্লগিং সাইটে বাংলা ফন্ট সাপোর্ট করাতে।
৬। বাংলা ব্লগিং টেমপ্লেট কোথাও পাওয়া যাবে কি? জানালে বা সাইট লিংক দিলে ভাল হয়।
যদি কেউ সমাধান জানেন তাহলে আমাকে মেইল করতে পারেন এই ঠিকানাতে – volaaddanet@gmail.com
 বি:দ্র- আমি মূলত পোস্ট করতে জানিনা  এবং ব্লগারও নই। তাই টিটিতে পোস্ট করতে পারিনা। সমস্যা হিসাবে টিটিতে এটি আমার আব্দার হিসাবে প্রথম পোস্ট ও সমস্যা চিহৃ। আশা করি অ্যাডমিন বিষয়টি একটু গুরুত্বভাবে নিবেন ও পোস্টটি ডিলেট করবেন না। এমনিতে জানিযে এরুপ পোস্ট করা ঠিক নই, তবুও দিলাম। তবে নিশ্চিত থাকুন প্রায় ৭ দিন পর এই পোস্টটি আমি মুছে দিব। এখানে যদি সমাধান পাই তাহলে অআমায় সহ অনেকের উপকারে অআসবে বৈকি। পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভাল থাকুন, টিটির সাথে থাকুন।


লিখেছেন: পথহারা পথিক   বিভাগ: সাহায্য/জিজ্ঞাসা
বিস্তারিত পড়ুন »

গিটার পরিচিতি ও টিউনিং (প্রাথমিক) |

0 মন্তব্য(গুলি)
গিটারের প্রাথমিক পরিচিতি:
আমরা যে গিটার শিখতে চাই তা হলো অ্যাকুস্টিক স্প্যানিশ গিটার। আমাদের দেশে অনেকে হাওয়াইয়ান গিটারও শেখে তবে তা মূলত কেবল একক যন্ত্র হিসাবে ব্যবহৃত হয়; গান গাওয়ার সময় অনুষঙ্গ হিসাবে নয়। অ্যাকুস্টিক গিটারে তারের কম্পন গিটারের কাঠের বডিতে অনুরণন হয়ে শব্দের সৃষ্টি করে। অপর দিকে ইলেকট্রিক গিটারে (ব্যান্ডগুলো যা নিয়ত ব্যবহার করে) তারের কম্পন সরাসরি সেন্সরের মাধ্যমে প্রিঅ্যাম্প হয়ে অ্যাম্পলিফায়ারে যায়। এ ক্ষেত্রে গিটারের বডি কেবল সৌন্দর্যের জন্য।  গিটার শেখার জন্য অ্যাকুস্টিক বেশী উপযোগী বলে আমরা ইলেকট্রিক গিটার নিয়ে কোন আলোচনা করব না এখানে।
যাই হোক, অ্যাকুস্টিক গিটারে যে অংশগুলো থাকে তা চিত্রে দেখানো হলো।
গিটার কেনা:
আমাদের দেশে গিটার কেনা নবীনদের জন্য ভীতিকর।  তার প্রথম কারণ দোকানীরা গিটার একেবারে জানে না এমন খদ্দেরদের পাত্তা দিতে চায় না। দ্বিতীয়ত কিছুই না জানার কারনে, যেন তেন একটা গছিয়ে দেয় বা বেশী দাম রাখে। সে কারণে, প্রথম গিটার কেনার সময় গিটার কেউ ভাল জানে এমন কাউকে সাথে নেয়া জরুরী। ঢাকায় নিউমার্কেটে মেলোডি ও সুরমেলা ছাড়াও উত্তরার দিকে দুএকটি দোকান আছে। আমি প্রবাসী বলে সর্বশেষ খবর জানি না। বিদেশে যে কোন দোকানে একটু খোঁজ নিয়ে কিনলে ভাল গিটার কেনা যায়। ঢাকায় সবচেয়ে বেশী চলে মনে হয় গিভসান, তার পর সিগনেচার। একটু দামী কিনলে ফেন্ডার, ইয়ামাহা কেনা যেতে পারে। এসব ব্র্যান্ডের মধ্যেও আবার কম দামী বেশী দামী মডেল আছে।
ব্যাগ, পিক ও ক্যাপো:
গিটার কেনার সাথে সাথে তা বহন করা বা নিরাপদে রাখার জন্য একটা ব্যাগ খুব জরুরী। ব্যাগ শক্ত কাঠামো ও মোটা কাপড়ের হয়। শক্তগুলোর দাম বেশ বেশী হতে পারে, আর কাপড়ের ব্যাগ ২/৩শ টাকার মধ্যে পেয়ে যাওয়ার কথা। গিটার বাজানোর জন্য আমাদের কিছু পিক লাগবে। পিক আকারে ছোট বলে মাঝে মধ্যে হারায়, তাই একসাথে ৫/৬টা কিনে রাথা ভাল।
এত কিছু কেনার পর আমি সুপারিশ করব একটা ক্যাপো কিনতে। একটা ক্যাপো থাকলে গান গাওয়া অনেক সহজ হয়ে যায়। গিটার টিউন করার জন্য অনেকে টিউনার ব্যবহার করে। ডিজিটাল টিউনারের দাম সম্পর্কে আমার ধারণা নেই। তবে আমরা টিউন নিজে নিজে করব বলে কোন টিউনারের দরকার নেই। খুব প্রয়োজন হলে বিশেষ সফটওয়ার নামাতে পারেন যা দিয়ে কম্পিউটারের সাহায্যে গিটার টিউন করা যায় (মাইক্রোফোন থাকতে হবে)। পিক ও ক্যাপোর ছবি দেয়া হলো।
গিটার টিউনিং:
গিটার বাজানোর আগে আমাদের টিউন করে নিতে হবে। প্রথম পাঠ বলে আমরা টিউন করাটা খুব সহজ করে শিখতে চাই। মোটামুটি টিউন করতে পারলে, পরের পাঠগুলো বুঝা সহজ হবে। যখন নোট ও স্কেল সম্পর্কে ভাল ধারণা হবে তখন আবার আমরা টিউনিংএর বিশদ জানব।
টিউন করা জন্য সবচেয়ে চিকন (১নং) তারকে মোটামুটিভাবে টান টান করুন। গিটারের মাথায় প্রতিটি তারকে টান দেবার বা ঢিল করার জন্য একটি করে টিউনিং কি আছে। একটা কিকে এদিক ওদিক ঘুরিয়ে দেখুন তার কি টান হচ্ছে না ঢিলা হচ্ছে। (সঠিকভাবে তার প্যাঁচানো থাকলে ঘড়ির কাটার দিকে ঘুরালে ১, ২, ও ৩ নং তার টান হবে। ৪, ৫ ও ৬নং এর বেলায় উল্টো।) তার খুব বেশী টান হলে বাজাতে কষ্ট হবে, অতিরিক্ত টান হলে তা ছিঁড়ে যাবে। আর খুব ঢিলা হলে বাজানোই যাবে না। কতটা টান হলে তা চলনসই হবে তা বোঝার জন্য তারটিকে ফ্রেটবোর্ডের মাঝ বরাবর উপরের ২নং তারের দিকে ঠেলা দিন। আধা সেন্টিমিটারের মত সরাতে পারলে ধরে নেয়া হবে তারে টান ঠিক আছে। ১নং তার এখন টিউন হয়ে গেছে।
এবার দুনং তারের ৫নং ফ্রেটে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে পিক দিয়ে একই সাথে ১নং ও ২নং তার বাজান। দুটো তারের শব্দ কি আলাদা করে শোনা যায়? সঠিক টিউন হলে দুতারে একই শব্দ শোনা যাবে। ঠিক না হলে একটা ঢেউয়ের মতো শব্দ শোনা যাবে। ২নং তারটিকে টান করে বা ঢিল করে দুটি তারের শব্দ এক করুন। এটি করার জন্য ৮/১০ বার বা তারও বেশী সংখ্যক বার চেষ্টা করতে হতে পারে। ১নং ও ২নং তার সমমেল হলে আমরা ৩নং তারে যাব।
৩নং তারের ৪নং ফ্রেটে আঙুল চেপে আগের মতো ২নং ৩নং তার একসাথে বাজাতে হবে। সমমেল না হওয়া পর্যন্ত ৩নং তারকে টান বা ঢিল করতে হবে।
৪নং তার টিউন করার জন্য, এর ৫নং ফ্রেটে আঙুল চেপে ৪নং ও ৩ নং তার একসাথে বাজাতে হবে। দুটি সমমেল হওয়া না পর্যন্ত ৪নং তারকে টান দিতে বা ঢিল করতে হবে।
একইভাবে ৫ নং ও ৬ নং তার টিউন করতে হবে। ৫নং তারের সময় ৫নং ফ্রেটে ধরে ৫ ও ৪নং তার বাজাতে হবে। ৬নং তারের সময় এর ৫নং ফ্রেটে আঙুল চেপে ৫নং তারের সাথে বাজাতে হবে।
একবার সব তার টিউন হয়ে গেলে আবার সবগুলো তারকে দেখে নিন ঠিক শোনাচ্ছে কি না। অর্থাৎ, ২ নং তারের ৫নং ফ্রেটে আঙুল চেপে ১নং তারের সাথে বাজান। ঠিক আছে মনে হলে, ৩নং তারের ৪নং ফ্রেটে আঙুল রেখে ২নং তারের সাথে বাজান; এভাবে সবগুলো দেখে নিন।
বিস্তারিত পড়ুন »

Windows 8 (সব ভার্সন) Activate করুন (Only 2 Click)

0 মন্তব্য(গুলি)
আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা?আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
বর্তমানে চারেদিকে Window 8 এর জয়জয়কার।
গ্রাহকের কথা মাথায় রেখে Microsoft Corporation Window 8 এর সব ভার্সন ভার্সন বাজারে ছেড়েছে।উইন্ডোজ ৮ যেখানে বাংলাদেশের অনেকেই এখনো ব্যবহার ই করেনি সেখনে উইন্ডোজ ৮ এর নতুন ভার্শন অ বেড় হতে চলেছে।  চলতি বছরেই উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটির উন্নততর একটি সংস্করণ উন্মুক্ত করতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট
Windows 8 Permanently Activate করতে প্রথমে নিচে দেখানো লিঙ্ক থেকে
Windows 8 Activator ফাইল পাস – tunesblog
সফটওয়্যার টা ডাওনলড করার পর Winrar বা 7zip দিয়া Extract করুন।
তার পর সফটওয়্যার টি ওপেন করুন,
প্রসেস শেষ হলে রিস্টার্ট হবে ।
বিস্তারিত পড়ুন »

ঘরে বসে আয় করতে পারবেন খুব সহজে আমাদের সাইটের সাথে

0 মন্তব্য(গুলি)
ঘরে বসে আছেন কাজ পাচ্ছেন না। আর নয় বসে থাকা । আসুন আমাদের সাথে যোগ দিন এবং হয়ে উথুন একজন শফল টিউনার। আমদের সাথে কাজ করতে পারবে যে কেও যেকোনো বয়সী।এই সাইট স পোস্ট করা খুব সহজ শুধু একজন সদস্য হোন। বদলে আপনার সকল লেখা প্রকাশিত হবে আমাদের সাইটে শুধু তাই নয় আমাদের সাথে কাজ করার সুবিধা অনেক। ঘরে বসে আয় করতে পারবেন খুব সহজে আর দেরি না করে এখনই সদস্য হইয়ে যান বিনামুল্যে। কতৃপক্ষ (আই ম্যাগাজিন বিডি)দ্বারা আয়োজিত। ধন্যবাদ। বিস্তারিত জানতে মোবাইল করুন ০১৭২১০৩৩৩০৭ এই নাম্বারে
বিস্তারিত পড়ুন »

ভাল ব্লগার হওয়ার উপায়সমূহ

0 মন্তব্য(গুলি)
বর্তমান সময়ে অনলাইন এ ইনকাম করার একটি বড় সোর্স হচ্ছে ব্লগিং । ফ্রিল্যান্স এ অনেক ব্লগার আছেন যারা ঘণ্টায় ২০-৩০ ডলার ইনকাম করেন । এছাড়া, ব্লগিং একটি সম্মানজনক পেশা । ব্লগার কে সাংবাদিক এর সাথে তুলনা করা হয় । একজন ভালো ব্লগার হতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়;
  1. আপনার যে বিষয়ে বেশী জ্ঞান আছে সেই বিষয় নিয়ে লিখুন । যে বিষয় তেমন জানেন না সে বিষয় নিয়ে লিখতে যাবেন না । কোন বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য সে বিষয় সম্পর্কে আরও জানুন ।
  2. এমন কিছু লিখুন যার মাধ্যমে আপনার লেখা থেকে কেউ কিছু শিখতে পাড়েন । কারণ, মানুষ আপনার লেখাটি পড়বে কোনকিছু শেখার জন্য ।
  3. প্রত্যেকটি আর্টিকেল লিখুন ছোট কিন্তু তথ্যবহুল । যেন পাঠকগণ অল্প পড়ে-ই অনেক জ্ঞান অর্জন করতে পারে
  4. একটি বিষয় নিয়ে যত বেশী রিসার্চ করবেন আপনার ততবেশি সেই বিষয়ের উপর দক্ষতা বাড়বে । এজন্য, নিয়মিত কমিউনিটি ব্লগের সাথে যুক্ত থাকুন ।
  5. আর্টিকেল লেখার সময় অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করবেন না । সঠিক বানান এ লিখবেন এবং আঞ্চলিক ভাষা ব্যবহার করতে যাবেন না ।
  6. আপনার প্রতিটি বাক্য যেন যুক্তিযুক্ত হয় সেদিকে খেয়াল রাখুন ।
  7. আর্টিকেল লেখার পর সেটি বার বার মনোযোগ দিয়ে পড়ুন । এতে, কোন ভুলত্রুটি হলে ধরা পড়বে ।
আজ আর নয় । ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্য ।
উপকৃত হলে মন্তব্য করতে ভুলবেন না ।
পোস্ট লিখেছেন জিহাদুর রহমান।
বিস্তারিত পড়ুন »

হতাশ একজন ভবঘুরে বেকার থেকে সফল একজন ফ্রীল্যান্সার হওয়ার ঘটনা। সফলতা অত সোজা নয়।

0 মন্তব্য(গুলি)
হ্যাঁ গল্পটা আমারই। প্রতিজ্ঞা করেছিলাম যেদিন সফল হব সেদিনই এইটা শেয়ার করবো। একদিন এই গল্প লেখার মত সাহস ছিলনা আমার কিন্তু স্বপ্ন ছিল। আসলে এইটাকে গল্প বলা ভুল হবে, এটাতো বাস্তব। এটার প্রত্যেকটি ঘটনা বাস্তব এবং আমার নিজের জীবনেরই একটা অংশ। তো যাই হোক এবার শুরু করা যাক।
(আপনারা যারা এই টিউনটি পড়ছেন তারা জেনে রাখুন এটা আমার নিজের ইতিহাস না। আমি আমার নিজের ফ্রীল্যান্সার হওয়ার ঘটনা আগেই বলেছি, এটা আমার এক টিউনার ভাইয়ের ঘটনা। শুধুমাত্র আপনাদের অনুপ্রেরণা দেয়ার জন্যই এটা শেয়ার করলাম।)
শুরুর কথাঃ
আমার শুরুটা হয়েছিল ভুল পথে। প্রথম আমার ব্যাক্তিগত কম্পিউটার কিনি ২০০৯ এর সেপ্টেম্বরে। তার আগে শুধু পত্রিকায় পড়তাম অনলাইনে কাজ করে নাকি টাকা পাওয়া যায়। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহ ছিল। তাই ভাবলাম আমিও অনলাইনে কাজ করব আর টাকা কামাবো।
২০১১ সালের নভেম্বর। কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে ভাল ধারনা ছিল না। তারপরেও বিশাল একটা সুযোগ পেলাম টাকা ইনকাম করার। আর তা হল ক্লিক করে টাকা আয় করার। বহু কষ্টে ৫০,০০০ টাকা যোগার করে নেমে পরলাম ক্লিক মারতে। মনে মনে ভাবলাম আমারে আর ঠেকাই কে? খালি টাকা আর টাকা। বাবা মার অমতে আমার প্রেমিকাকে বিয়েও করে ফেললাম।
কিন্তু আমার ভুল ভাঙতে সময় লাগেনি। ৩-৪ মাস পরে ক্লিক কোম্পানি উধাও। নেমে এলাম বাস্তবের জমিনে।
হতাশাঃ
শুরু হল জীবন সংগ্রাম। জীবনটা দুর্বিষহ হয়ে উঠল। আগে কোচিং করাতাম। বিয়ের পর সেটা বন্ধ করে দিয়েছিলাম। পালিয়ে বিয়ে করেছিলাম বলে লোকলজ্জার ভয়ে সেটা আর ব্যক্তিগতভাবে চালু করতে পারিনি। কয়েকটা বড় ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল ক্লিক বাহিনীতে যোগ দেওয়ার পর। তারা শুধু বলত ভাই কাজ দিব তোমাকে। এভাবে কেটে গেল ৩-৪ মাস। কিন্তু কাজ আর পেলাম না। প্রচন্ড টাকার অভাব দেখা দিল। সেই দিন গুলো বর্ণনা করার ভাষা আমার নাই। শুধু একটা উদাহরন দেয় তাহলে বুঝতে পারবেন। আমার স্ত্রী কলেজে পড়ে। একদিন ১০ টা মাত্র টাকার জন্য আমার স্ত্রী কলেজে যেতে পারেনি।
সংগ্রামঃ
লোকলজ্জার ভয় ফেলে আমার এক ছোট ভাইয়ের কোচিং এ আবার পড়ানো শুরু করলাম। এত হতাশার মাঝেও আমি কিন্তু হাল ছারিনি। একদিন এক ভাইয়ের কাছে থেকে টেক-ইনফো বিডি নামের একটা ওয়েব সাইটের কথা শুনলাম। সেখান থেকে পেলাম টেকটিউনসের সন্ধান। এখানে এসে আমার উপলব্ধি হল যে আমি একজন মূর্খ। আমি আসলে কিছুই জানি না। তারপর বিভিন্ন ব্লগ পড়ে, গুগলে খুঁজে অনেক কিছু শিখতে লাগলাম। কিন্তু শিখতে গেলে তো মডেমে টাকা তুলতে হবে। সেই টাকা যোগাড় করাও আমার কাছে ছিলো কষ্টসাধ্য। এরপর ক্যাপচা২ক্যাশ নামক একটা ওয়েব সাইটে ক্যাপচা এন্ট্রির কাজ শুরু করলাম। ১০০০ ক্যাপচার জন্য $১। কিন্তু আসলে তারা ২০০০ ক্যাপচা এন্ট্রি করলে $১ দিত যা করতে আমার প্রায় ৬-৭ ঘণ্টা সময় লাগত। ও হ্যাঁ এর মধ্যে ওডেস্কে একটা অ্যাকাউন্টও করেছিলাম। কিন্তু প্রোফাইলটা ছিল হ-য-ব-র-ল। পরে টেকটিউনসে বিভিন্ন লেখা পড়ে আমার প্রোফাইলটাকে মোটামোটি একটা লুক দিলাম। শুরু করলাম বিড আর বিড। এক সময় বিড করতে করতে যখন আমার পীঠ বাঁকা হয়ে যাওয়ার উপক্রম হল তখন আশা ছেড়ে দিয়ে ভাবলাম ব্লগিং শুরু করব। অন্তত বিড করার ঝামেলা নাই।
ঠিক তখনি আমার পরিচিত এক ছোট ভাই(ওডেস্কে আমার সিনিয়র) একটা মারাত্মক সাজেশন দিল। ও আমাকে বলেছিল ভাই জীবনে যাই করেন, সেইটা প্রফেশনাল ভাবে করেন। ব্যাস! এই একটা কথায় আমাকে বদলে দিল। এরপর শুধু একটা কথায় মাথায় রেখেছি। ফ্রিল্যান্সিংই হবে আমার ক্যারিয়ার। যে করেই হোক আমি একদিন সফল হবই ইনশাল্লাহ।
সফলতার শুরু যেখানেঃ
আমি আমার প্রোফাইলটা আরেকটু ঘষামাজা করে আবার নতুন টেকনিকে বিড করা শুরু করলাম। আল্লাহর রহমতে এক সপ্তাহের মধ্যেই আমার প্রথম কাজটা পেয়ে গেলাম।
কাজটা হল eBay Australia এর প্রোডাক্ট অ্যানালাইসিস এবং রিসার্চ করা। প্রথম ২ দিন কাজটা বুঝতে পারিনি। তাছাড়া প্রথম কাজ বলে আমি একটু উত্তেজিতও ছিলাম। কিন্তু আমার ভাগ্য ভাল ছিল। কারন আমার বায়ার অসাধারন ভাল ছিল। সে আমাকে কাজের সব কিছুই ২-৩ বার ভাল করে বুঝিয়ে দিল। এবং আমি কাজটা করতে সমর্থ হলাম। সে ৪ জনকে হায়ার করেছিল। তার মধ্যে আমিই সবচাইতে বেশী কাজ করি। কাজটা ছিল $১/ঘণ্টা। আমি ৭০ ঘন্টা কাজ করেছিলাম। বায়ার আমার কাজে খুশি হয়ে আমাকে ৫ * ফিডব্যাক দিল এবং খুব ভাল একটা কমেন্ট করল।
এবার ভাবলাম আরতো চিন্তা নাই। আমার আর কাজের অভাব হবেনা। কিন্তু না অভিজ্ঞতা কম বলে পরবর্তী ২ মাসে আর কাজ পেলাম না ওডেস্কে। এদিকে fiverr.com একটা অ্যাকাউন্ট করে কয়েক দিনের মধ্যে ১০ টা কাজ পেলাম। এরপর ওডেস্কে আবার শুরু করলাম তুমুল প্রফেশনালভাবে। এইবার শুধু কাজ করা নয়, কাজ পাওয়ার এবং কাজ ধরে রাখারও কিছু টেকনিক শিখলাম।
বর্তমানঃ
এখন আল্লাহর রহমতে কাজ সব সময় থাকে। আমি মুলত ওয়েব রিসার্চ এবং ডাটা এন্ট্রির কাজ করি। মাঝে মাঝে কাজের চাপ খুব বেড়ে যায়। মাসে ২০০ ঘন্টার বেশি কাজ করিনা। কারন আমার একটা ব্লগ আছে। ওইটাতে একটু সময় দেই। কোন এস,ই,ও না করেও শুধুমাত্র কনটেন্টের জোরে সেদিনের সেই মূর্খ লোকটার ব্লগ এখন গুগলের প্রথম পাতায় ২য় অবস্থানে আছে কয়েকটা কিওয়ার্ডের জন্য।
আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন।
উপসংহারঃ
আমি কোন প্রতিষ্ঠান বা বড় ভাইয়ের থেকে ট্রেনিং নিয়ে কাজ শিখিনি। যা শিখেছি তা সবই ইন্টারনেট থেকে। টেকটিউনসেরও বড় অবদান আছে এতে। ধন্যবাদ টেকটিউনস পরিবারের সকল ব্লগারদের যারা বিনা স্বার্থে মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। বিশেষ ধন্যবাদ জানাই আমার ছোট ভাই মাহবুব আর ফিহাদকে যারা আমার বিপদে সাহায্য করেছে।
পরিশেষে একটা কথায় বলবো পরিশ্রম করুন সফলতা আসবেই। কারন আল্লাহ কেবল পরিশ্রমী ব্যাক্তিদেরই ভাগ্য পরিবর্তন করে।
উপরের এই ঘটনাটি একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ থেকে নেয়া।
এভাবে প্রত্যেকটা মানুষের বড় হওয়ার পেছনে থাকে এক একটা করুন আর কষ্টসাধ্য কাহিনী। কষ্ট ছাড়া কেউই বড় হতে পারে না। বড় হওয়ার জন্য দরকার কঠিন সাধনা এবং মনোবল।
আমার একটা ব্লগ আছে, এটা মূলত ফ্রীল্যান্সিং সম্পর্কিত। এখানে আমি চেস্টা করি কিভাবে লোকদের কাছে আরও সহজে এবং স্বল্প খরচে কিভাবে ফ্রীল্যান্সিং এর দিকে এগিয়ে নেয়া যায়। অনেক চেস্টা করছি এটাকে আরও ডেভলপ করার। সবাই দোয়া করবেন। সবাই ভাল থাকবেন আর কেউ হতাশ হবেন না এই প্রত্যাশায় শেষ করলাম আজকের টিউন।
বিস্তারিত পড়ুন »

পাসপোর্ট নবায়ন/সংযোজন/সংশোধন সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন উত্তর

0 মন্তব্য(গুলি)
সালাম সবাইকে। কিছু জিনিশ আছে যেগুলো প্রযুক্তি সম্পর্কিত না হলেও আমাদের নিত্য দিনের খুব প্রয়োজনীয় এবং জেনে রাখা প্রয়োজন। যেমন একটি বিষয় হতে পারে পাসপোর্ট। এটি নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে কিন্তু আমরা সঠিক উত্তর খুজে পাইনা। তাই আজকে পাসপোর্ট নিয়ে চমৎকার কিছু তথ্য সংগ্রহ করেছি যেখনাএ আপনি জেনে নিতে পারবেন কিভাবে পাসপোর্ট নবায়ন/সংযোজন/সংশোধন করতে পারবেন।
২) ডাকযোগে পাসপোর্ট নবায়ন/সংযোজন/সংশোধন এর কোনো ব্যবস্থা কি আছে?
উঃ ডাকযোগে পাসপোর্ট নবায়ন ও সংশোধন এর সুবিধা আছে কিন্তু সংযোজন এর ক্ষেত্রে পাসপোর্ট-ধারীকে অবশ্যই বেইজিং এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উপস্থিত থাকতে হবে।
৩) পাসপোর্ট নবায়ন/সংযোজন/সংশোধন এর জন্য কি কি নিয়মাবলী অনুসরণ করতে হবে?
উঃ নবায়ন- পাসপোর্ট নবায়ন এর জন্য পাসপোর্ট-ধারী বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে আবেদনপত্র দূতাবাসের ঠিকানায় পাঠিয়ে নবায়ন এর কাজ সম্পন্ন করতে পারবেন।
সংযোজন-সংযোজন এর জন্য পাসপোর্ট-ধারীকে অবশ্যই বেইজিং এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
সংশোধন- পাসপোর্টে কোন ভুল থাকলে সেটা পরিবর্তনের জন্য পাসপোর্ট-ধারীকে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (ফার্স্ট সেক্রেটারি) বরাবর একটি দরখাস্ত লিখতে হবে এবং সংশোধনের জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।
৪) সর্বোচ্চ কত বছর এবং সর্বনিম্ন কত বছরের জন্যে পাসপোর্ট নবায়ন করা যাবে?
উঃ সর্বোচ্চ ৫ বছর এবং সর্বনিম্ন ১ বছরের জন্যে পাসপোর্ট নবায়ন করা যাবে তবে পাসপোর্ট ইস্যুর তারিখ হতে পাসপোর্টের মেয়াদ সর্বমোট ১০ বছর অতিবাহিত হলে পাসপোর্ট-ধারীকে অবশ্যই নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
৫) আমার পরিচিত কেউ কি আমার প্রতিনিধি হয়ে আমার পাসপোর্ট  নবায়ন/সংযোজন/সংশোধন করতে পারবে?
উঃ হ্যাঁ,  অন্য কেউ প্রতিনিধি হয়ে আপনার পাসপোর্ট  নবায়ন ও সংশোধন করতে পারবে কিন্তু সংযোজন এর ক্ষেত্রে পাসপোর্ট-ধারীকে অবশ্যই বেইজিং এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উপস্থিত থাকতে হবে।
৬) চীনে অবস্থানরত অবস্থায় পাসপোর্ট এর পাতা শেষ হয়ে গেলে নতুন পাসপোর্ট এর জন্যে কি কি তথ্যাদি/ডকুমেন্ট এবং কয় কপি ছবি দিতে হবে?
উঃ এক্ষেত্রে ৬ কপি ছবি এবং পাতা শেষ হয়ে যাওয়া পাসপোর্ট এর ফটোকপি বাংলাদেশ দূতাবাসে জমা দিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। ডাকযোগেও আবেদন করা যাবে।
৭) চীনে এসে পাসপোর্ট হারিয়ে গেলে প্রয়োজনীয় কি কি পদক্ষেপ নিতে হবে এবং নতুন পাসপোর্ট এর জন্যে কি কি কাগজপত্র/ডকুমেন্ট লাগবে?
উঃ পাসপোর্ট হারিয়ে গেলে সর্বপ্রথমে নিকটস্থ পুলিশকে অবহিত করতে হবে এবং সেখান থেকে একটি পুলিশ রিপোর্ট সংগ্রহ করতে হবে। এরপর পুলিশ রিপোর্ট, হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি ও ৬ কপি ছবি বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে।
৮) সপ্তাহে কয়দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত পাসপোর্ট নবায়ন/সংযোজন/পরিবর্তন এর জন্যে আবেদন করা যাবে?
উঃ সপ্তাহে ৫ দিন সোম থেকে শুক্র সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট নবায়ন/সংযোজন/পরিবর্তন এর জন্যে আবেদন করা যাবে।
৯) Machine Readable Passport পাসপোর্ট এর জন্যে কিভাবে আবেদন করতে হবে?
উঃ Machine Readable Passport এর জন্য আবেদনের ক্ষেত্রে, আবেদনকারীকে আবেদনপত্রের সাথে ১ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম-নিবন্ধন পত্রের ফটোকপি সহ বেইজিং এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। এর জন্য সময় লাগবে ২১-২৮ দিন। উল্লেখ্য যে, মেশিন রিডেবল পাসপোর্টের পাতায় যে ছবি থাকবে সেটি দূতাবাসে আবেদনের সময় তোলা হবে। পূর্বে তোলা কোন ছবি গ্রহণযোগ্য হবেনা।
২০১৪ সাল থেকে হস্তলিখিত পাসপোর্ট আর গ্রহণযোগ্য হবে না। তাই ২০১৪ সালের মধ্যে সকলের  Machine Readable Passport সংগ্রহ করা বাধ্যতামূলক।
১০) পাসপোর্ট নবায়ন/সংযোজন/সংশোধন এর জন্য নির্ধারিত ফি সমূহ:
 নবায়ন:  ৫ বছরের জন্য- 
সাধারণ ফি- ৮৮০ ইউয়ান   সময়- ৭ দিন
জরুরী ফি- ১৩২০ ইউয়ান   সময়- ১ দিন (হস্তলিখিত পাসপোর্টের ক্ষেত্রে)
সংযোজন:
সাধারণ ফি- ৮৮০ ইউয়ান  সময়-  ৭ দিন
জরুরী ফি-  ১৩২০ ইউয়ান  সময়- ১ দিন (হস্তলিখিত পাসপোর্টের ক্ষেত্রে)
সাধারণ ফি- ৮৮০ ইউয়ান  সময়- ২১-২৮ দিন (Machine Readable Passport এর ক্ষেত্রে)
সংশোধন/পরিবর্তন:
সাধারণ ফি- ১০০ ইউয়ান  সময়- ২১-২৮ দিন (Machine Readable Passport এর ক্ষেত্রে)
বিস্তারিত পড়ুন »

BBC থেকে জেনে নিন আপনি পৃথিবীর কততম মানুষ!

0 মন্তব্য(গুলি)
সালাম সবাইকে আসা করি ভালো আছেন। আজকে খুব মজার একটি বিষয় নিয়ে এসেছি সকলের সামনে। বিষয়টি যদিও আমাদের কোন উপকারে আসে না শুধু একটি জেনে রাখা আরকি। বিশ্বের সব মানুষই যেন জনসংখ্যায় নিজের অবস্থান জানতে পারেন সে জন্য  পরিসংখ্যানবিদ আর গবেষকেরা  আবিষ্কার করেছেন এক বিস্ময়কর অনলাইন ক্যালকুলেটর! আজ আপনাদের মাঝে শেয়ার করার জন্য এলাম কিভাবে আপনি এই অনলাইন ক্যালকুলেটর ব্যাবহার করে আপনি পৃথিবীর কত তম মানব তা বের করতে পারবেন।
প্রথমে এখানে,   ক্লিক করুন  । 

2
ক্লিক করার পর উপরের উল্লেখিত ছবির মত দেখতে পারবেন। উল্লেখিত ছবির একদম নিচের দিকে চোখ রাখলে দেখতে পারবেন “Enter your date of birth to find outনামক অপশান দেখতে পারবেন। এই অপশানের নিচে নির্দেশনা মতো আপনার জন্মতারিখ অর্থাৎ তারিখ, মাস, বছরের ঘর পূরণ করে ‘গো’ অর্থাৎ সার্চে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার অবস্থান!

উল্লেখ্য, আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে এই বিস্ময়কর অনলাইন ক্যালকুলেটর কাজ করে? সেই প্রশ্নের উত্তর নিচের ছবিতে পাবেন। :D
3

ফ্রেন্ডস আপনি পৃথিবীর কততম মানব বের করতে পেরেছেন তো ? আজ আর নয়, অন্য কোন দিন, অন্য কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।


বিস্তারিত পড়ুন »

স্টুডেন্টরা অবশ্যই দেখুন পরীক্ষার হলে করণীয় কিছু টিপস

0 মন্তব্য(গুলি)
আসা করি সবাই ভালো আছেন সালাম জানিয়ে শুরু করছি আজকের লিখা। প্রতিটা পরিবারে একজন করে শিক্ষার্থী আছে আমরা জানি। তাই শিক্ষার্থীদের কিছু টিপস শেয়ারিং নিয়ে একটি ধারাবাহিক পোস্ট শুরু করেছি। ইন্টারনেট থেকে সংগ্রহ করে নানান সহ টিপস আমি শেয়ার করব সাথে অবশ্যই আমি নিজে কিছু যুক্ত করব।

স্টুডেন্টরা অবশ্যই দেখুন পর্ব ৩, পরীক্ষার হলে করণীয় কিছু টিপস

১. পরীক্ষার খাতায় সব তথ্য ঠান্ডা মাথায় পূরণ করবে। তাড়াহুড়ো করবে না। সঠিকভাবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোডসহ প্রয়োজনীয় সব তথ্য যথাযথভাবে পূরণ করবে। মনে রাখবে, এসব তথ্য ভুল হলে রেজাল্ট স্থগিত হয়ে যাবে। তারপরও যদি কোনোরকম ভুল হয়ে যায় তাহলে সাথে সাথে হল পরিদর্শকের অথবা গার্ডের সহায়তা নেবে।
২. উপস্থিতির খাতায় স্বাক্ষর দিতে ভুল করবে না।
৩. উত্তর লেখা শুরু করার আগে সম্পূর্ণ প্রশ্নটি অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। ভালো ও আকর্ষণীয় প্রশ্নের উত্তর প্রথমে দেয়া উচিত। প্রশ্নোত্তরের ধারাবাহিকতা বজায় রাখবে।
৪. হাতের লেখা সুন্দর ও স্পষ্ট হওয়া উচিত। তবে সেই সাথে দ্রুত লেখার অভ্যাস করতে হবে। হাতের লেখা সুন্দর না হলেও তা যেন স্পষ্ট আর পরিচ্ছন্ন হয় সেদিকে খেয়াল রাখবে। লেখার সময় অযথা কাটাকাটি বা ঘষামাজা করবে না। কোনো শব্দ বা লাইন কাটতে হলে এক লাইনে এক টানে কেটে দেবে।
৫. প্রতিটি বিষয়ে প্রতিটি প্রশ্নের পেছনে কতটুকু সময় ব্যয় করবে তা আগেই হিসাব করে নেবে। বড় ও ছোট প্রশ্নের জন্য কমবেশি সময় হিসাব করে রাখবে। একই প্রশ্নের উত্তর অনেক বেশি লিখলে তাতে নাম্বার বেশি পাওয়া যায় না। শুধু শুধু সময় বেশি খরচ হয়ে যায়। তখন দেখা যাবে সময়ের অভাবে দুএকটি প্রশ্নের উত্তর দিতে পারছ না।
৬. উত্তরপত্র জমা দেয়ার অন্তত দশ মিনিট আগে লেখা শেষ করবে। তারপর রোল রেজিস্ট্রেশন নাম্বারসহ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেবে।
৭. সম্পূর্ণ খাতাটি একবার রিভিশন দেবে।
৮. পরীক্ষার হলে কোনোভাবেই টেনশন করা যাবে না। অত্যন্ত ধৈর্য ধরে শান্তভাবে পরীক্ষা দিতে হবে। তা না হলে ভালোভাবে জানা প্রশ্নের উত্তরও এলোমেলো হয়ে যাবে।
৯. পরীক্ষার হলে নকল করা সবচেয়ে গুরুতর অপরাধ। নিজে নকল না করেও অনেক সময় নকলের শিকার হতে হয়। সে কারণে পরীক্ষা শুরু হওয়ার আগে বেঞ্চের নিচে বা আশপাশে কোনো কাগজ পড়ে আছে কিনা দেখে নেবে। থাকলে তা সঙ্গে সঙ্গে পরিদর্শকের নজরে আনবে।
১০. পরীক্ষা চলাকালে পাশের পরীক্ষার্থীর সাথে কথা বলা থেকে বিরত থাকবে।
বিস্তারিত পড়ুন »

আসুন ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করি।।সাথে প্রিমিয়াম একাউন্ট করার পদ্ধতি (বিস্তারিত)

0 মন্তব্য(গুলি)

আসসালামুআলাইকুম! এটি আমার প্রথম টিউন তাই ভুলত্রুটি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আসাকরি।
ও হ্যা আরেকটি কথা টিউনটি তাদের জন্য যারা বিষয়টি এখনও জানেন না।
PD Proxy হল একটি VPN(ভার্চুয়াল প্রইভেট নেটওয়ার্ক) যার মাধ্যমে আপনারা কম্পিউটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার ও ডাউনলোড করতে পারবেন। এজন্য প্রথমে আপনার যা যা দরকার।
১. Internet সহ একটি কম্পিউটার
২. একটি PD Proxy সফট্ওয়্যার
৩. একটি PD Proxy একাউন্ট
এবার নিচের পদ্ধতি গুলো অনুসরন করুন
প্রথমেই [PD-Proxy VPN Service] এই ঠিকানায় চলে যান


এবারে প্রথমেই ‍Signup For Free তে ক্লিক করুন আপনার ইমেইল, ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করুন (প্রয়োজনে নিচের চিত্র দেখুন)
এবার ইমেইল ভেরিফাই করুন
এরপর  Downlod বাটনে ক্লিক করে PD Proxy সফট্ওয়্যার
ডাউনলোড করে নিন।
এরপর ডাউনলোড করা ফাইল আনজিপ করলে নিচের চিত্রের ন্যায় ফাইল পাবেন।
 এরপর Install TAP Drivers এ ক্লিক করে TAP Drivers ইনস্টল করুন। এবার
PD-launcher টি Run As Administrator করুন নিচের চিত্রের ন্যায় ওপেন হবে।

এখানে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে কানেক্ট বাটনে ক্লিক করুন।
সব ঠিক থাকলে আপনি ফ্রিতে নেট ব্যবহার করতে পারবেন।
  • UDP সার্ভার বিজি থাকলে ICMP ব্যবহার করুন (তবে UDP সার্ভারএ স্পিড ভালো)
Notes:
1. Make sure the program has administrative privileges when using Vista/7
2. Make sure the TAP-Win32 Driver is enabled.
একাউন্ট তো হল আসুন এবার জেনেনিই কি ভাবে প্রিমিয়াম একাউন্ট পাওয়াযায়।
১. প্রথমে গুগল পেজ র‌্যংক ১ বা তার অধিক থাকা কোন ব্লগ বা ওয়েবে PD Proxy নিয়ে একটি অর্টিকেল লিখুন কমপক্ষে ১৫০ শব্দে (যে কোন ভাষায় লিখতে পারেন)।
লেখার মাঝে অবস্যই PD-Proxy এর সরাসরি লিন্ক থাকবে যার শিরোনাম হবে [PD-Proxy VPN Service]।

*P1 প্যাকেজে স্পিড কম পাবেন তাই P1 বাদে অন্য যেকোন প্যাকেজ যেমন জিপিতে  P9 ব্যবহার করতে পারেন এতে আপনি মাত্র৯.২০ টাকায় ৭ দিন আনলিমিটেড+ ফুল স্পিড নেট ব্যবহার করতে পারবেন।
কোন সমস্য হলে কমেন্টে জানান
সবাই ভালো থাকবেন।
বিস্তারিত পড়ুন »

গোয়েন্দা নজরদারিতে রয়েছে সন্দেহবাজন অসংখ্য ব্লগার

0 মন্তব্য(গুলি)
সরকারের একটি গোয়েন্দা সংস্থা এসব ব্লগার ও ব্লগ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। যেকোনো সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারেও বলে জানা গেছে। গোয়েন্দা নজরদারিতে থাকা ব্লগগুলো হচ্ছে- স্যামহোয়ার, আমার ব্লগ, মুক্তমনা, নাগরিক, ধর্মকারী, নবযুগ, সচলায়তন, চুতরাপাতা ও মতিকণ্ঠ ব্লগসহ ১০টি।তবে তদন্ত কাজ বাধাগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা থেকে গোয়েন্দা নজরদারিতে থাকা ব্লগারদের নাম প্রকাশ করা হয়নি।
সম্প্রতি একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে বেশ কয়েকটি ব্লগ ও ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ব্যঙ্গাত্মক লেখালেখির কারণে দেশের ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেছে। কোনো ধর্ম নিয়ে কটূক্তি করা সাংবিধানিকভাবে নিষিদ্ধ থাকার পরও এসব ব্লগার ও ব্লগ এ ধরনের অপতৎপরতা অব্যাহত রেখেছে। এখনই এসব রুখতে না পারলে দেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হতে পারে বলে উল্লিখিত প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


এমন গোয়েন্দা প্রতিবেদনের পরই সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এসব ব্লগার ও ব্লগের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। বিভিন্ন ব্লগে ও ফেসবুকে ধর্ম নিয়ে উস্কানিমূলক লেখালেখির কারণে রাজধানীতে গত তিনদিনে চার ব্লগারকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে সাতদিন করে রিমান্ডে নেয়া হয়েছে। এদিকে হেফাজতে ইসলামের দাবিকৃত সবচেয়ে বড় নাস্তিক ব্লগার আসিফ মহিউদ্দিনকেও ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেকোনো সময় তাকে রিমান্ডে নিয়ে আনা হবে বলে জানা গেছে।
চার ব্লগারকে গ্রেফতার করায় আতঙ্ক বিরাজ করছে নাস্তিকতায় অভিযুক্ত ব্লগারদের মধ্যে। ইতোমধ্যে অধিকাংশ ব্লগার তাদের ব্লগ এবং ফেসবুক থেকে বিতর্কিত লেখা ও মন্তব্য মুছে ফেলতে শুরু করেছে। একজন গোয়েন্দা কর্মকর্তা  জানান, যেসব ব্লগার ও ব্লগ নজরদারিতে রয়েছে সেসব ব্লগার ও ব্লগে ইসলাম ধর্ম নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ লেখা ও মন্তব্যের প্রমাণ পাওয়া গেছে। কিছু কিছু ক্ষেত্রে শ্রীকৃষ্ণকে নিয়েও বাজে মন্তব্য করা হয়েছে।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন লেখালেখির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যারা ধর্ম নিয়ে কটূক্তি করে লিখবে তাদের বিরুদ্ধে আমরা প্রচলিত আইনে ব্যবস্থা নেবো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, অভিযোগ জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ই-মেইল (complainmoha@gmail.com) একাউন্ট খুলেছে।

বিস্তারিত পড়ুন »

সদস্য হতে ছবির ধাপ গুল অনুসরণ করুন (যারা জানে না তাদের জন্য)

0 মন্তব্য(গুলি)
বিস্তারিত পড়ুন »

আমাদের ফোরাম

0 মন্তব্য(গুলি)
ফরম পুরন করুন
আপনার ছবি দিন এখানে
আপনার নাম *
Prefix
First *
Last *
Suffix
ই-মেইল *
পাসওয়ার্ড
কমপক্ষে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিন
মোবাইল *
আপনার লিঙ্গ
 পুরুষ 
 মহিলা 
 অন্য 
আপনার ঠিকানা
Street Address
Address Line 2
City
State / Province / Region
Postal / Zip Code
Country
পছন্দ করুন
আপনার কথা এখানে লিখুন
যদি আমাদের সাইটে নিয়মিত পোস্ট করতে চান তবে আপনার সম্পর্কে তথ্য দিন উপরে

Powered byiMagazinebd.tk

Report Abus

 বিঃ দ্রঃ যারা  আমদের সাইটে সরাসরি পোস্ট করতে চান তারা জিমেইল এর অ্যাকাউনট দিন
অথবা Yahoo , Hotmail , Gmail
অ্যাকাউনট দিয়ে
আপনার পোস্ট বা লেখা গুলো আমাদের ই-মেইলে (imagazine0@gmail.com) পাঠান


বিস্তারিত পড়ুন »

বাংলা লেখা ভুল দেখাচ্ছে?

0 মন্তব্য(গুলি)

IF BANGLA FONT NOT SUPPORT



DOWNLOAD THIS SOFTWARE
CLICK HERE
(709 kB) for PC



DOWNLOAD THIS SOFTWARE
CLICK HERE
for Android




DOWNLOAD THIS SOFTWARE
CLICK HERE
for Nokia

বিস্তারিত পড়ুন »

আমাদের সাইটে বিজ্ঞাপন দিন খুব সহজে

0 মন্তব্য(গুলি)

বিজ্ঞাপনের মাপ
বিজ্ঞাপনের মূল্য
160x600 স্থির ছবি
২০০৳/মাসিক
300x250 স্থির ছবি
১৫০৳/মাসিক
468x60 স্থির ছবি
২৫০৳/মাসিক
728x90 স্থির ছবি
৩০০৳/মাসিক
300x250 ফ্ল্যাশ ছবি
২৫০৳/মাসিক
468x60 ফ্ল্যাশ ছবি
০০৳/মাসিক
728x90 ফ্ল্যাশ ছবি
৪০০৳/মাসিক











আমাদের সাইটে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন মোবাইলঃ ০১৭২১০৩৩৩০৭ অথবা,
ই-মেইল করুনঃ shuvonrk@gmail.com বিশেষ অফার প্রথম
সপ্তাহে বিজ্ঞাপন দিন বিনামুল্যে। বিঃ দ্রঃ ই-মেইলে সাবক্রাইব করতে ভুলবেন না। আর বিস্তারিত জানতে মোবাইল করুনঃ ০১৭২১০৩৩৩০৭

বিস্তারিত পড়ুন »
 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার