জেমস বন্ডের সর্বশেষ মুভি স্কাইফল ছিল জেমস বন্ড সিরিজের মধ্যে প্রথম
মুভি যার আয় ১ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। স্কাইফলের এই সাফল্যের জন্য
জেমস বন্ড সিরিজের অন্ধকার ভবিৎষত আলোর মুখ দেখেছে। স্কাইফল সিরিজের
মাধ্যমে এ সিরিজের ইতি টানার কথা থাকলেও এ সিরিজের নতুন মুভি বের করার
ঘোষণা দেওয়া হয়েছে। এ সিরিজ বন্ধ হয়ে যাওয়ার পিছনে কারণ ছিল অর্থ সংকট।
স্কাইফলের শুটিং মাঝে আটকে গিয়েছিল এই অর্থের কারণে।
সম্প্রতি এক প্রেস কনফারেন্সের মাধ্যমে MGM এবং Eon আগামী তিন বছরের
মধ্যে নতুন বন্ড মুভি আনার ঘোষণা দিয়েছে। এখনো এ সিরিজের পরিচালক নির্ধারণ
হয়নি। নতুন মুভির গল্প এবং স্ক্রিপ্ট লেখা প্রায় শেষের দিকে বলে জানা গেছে।
পরপর দুইটি বন্ড মুভি Bond 24 এবং Bond 25 এর কথা শোনা যাচ্ছে। তবে
প্রযোজক প্রতিষ্ঠান এ বিষয়ে কোন মন্তব্য করেনি। এ সিরিজের বর্তমান জেমস
বন্ড ড্যানিয়াল ক্রেগ পরবর্তী দুইটি বন্ড মুভিতে কাজ করবেন বলে প্রযোজনা
প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।
বিস্তারিত পড়ুন »