সবাইকে সালাম ও শুভেচ্ছা।এটা আমার 3rd
টিউন.আজ আমি ছোটদের নিয়ে কিছু লিখতে চাই।আজ শেয়ার করতে এসেছি ”Learn
English For children ” সফটওয়্যারটি।শিশুদের জন্য এই পর্যন্ত যতগুলো
Learning সফটওয়্যার বাহির হইছে এটা সবচেয়ে সেরা সফটওয়্যার। আমি চাই
আমার প্রদত্ত এই সফটওয়্যার দিয়ে যদি একটি বাচ্চাও তার জ্ঞানের আলোকে
বিকশীত করতে পারে তবে আমার শিশুদের নিয়ে টিউন করা স্বার্থক হবে।
আমি আশা করছি ছোট্ট বাবুদের খেলার ছলে ইংরেজী শিখতে সফটওয়্যারটি অবদান রাখবে।সফটওয়্যারটি ফ্রী নয়,কিনতে হয়।ছোটদের ক্ষেত্রে আমাকে বিকল্প পথ বেছে নিতে হলো তাই আমি আপনাদের কে ফ্রি দিচ্ছি ।
আমি আশা করছি ছোট্ট বাবুদের খেলার ছলে ইংরেজী শিখতে সফটওয়্যারটি অবদান রাখবে।সফটওয়্যারটি ফ্রী নয়,কিনতে হয়।ছোটদের ক্ষেত্রে আমাকে বিকল্প পথ বেছে নিতে হলো তাই আমি আপনাদের কে ফ্রি দিচ্ছি ।
আপনার শিশুরা খুব সহজেই এতে ছবি দেখে ইংরেজী শিখতে পারবে।
এবার ডাউনলোড করার পালা।মাত্র 456 মেগাবাইটের এই সফটওয়্যারটি আমি আপলোড করে দিয়েছি ।সেই সঙ্গে দিয়ে দিয়েছি কী ‘তাই ডাউনলোড করুন নিশ্চিন্তে।
এবার আপনার শিশুকে
ছেড়ে দিন কম্পিউটারে।দেখুন কি করে।খুব দ্রুত অগ্রসর হবে।সে খুব দ্রুত
অ্যালফাবেট গুলোয় ক্লিক করবে এবং দ্রুত ছবিতে দেখে নতুন নতুন শব্দ আয়ত্ব
করবে।যারা খেলার ছলে বাচ্চাকে abcd,1234 কিংবা পরিপূর্ণ সেন্টেন্স শিখাতে
চান তারা ডাউনলোড করতে পারেন এই সফটটি।খেলার ছলে ছোট্ট মনিরা শিখলো abcd
কিংবা 1234 আর সেই সাথে হাতে খড়ি হলো কি’বোর্ড চালানোয়।এই সোনার ছোট্ট
মনিরাই তো একদিন আমাদের বাংলাদেশকে পৌছে দেবে সেখানে,যেখানে আমরা পারিনি
পৌছাতে।আর তাই কম্পিউটার ছেড়ে দিন তাদের হাতে
অনেক কিছু আছে দয়া করে ধৈর্য্য ধরে খুঁজে খুঁজে বের করুন।ছোট্ট মনিদের জন্য এইটুকু পারবেন না?
।টিউনটি আপনাদের ভালো লাগলে পরবর্তিতে শিশুতোষ বিষয় নিয়ে আরও লিখার ইচ্ছে রইলো।