মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



নতুন পদ্ধতিতে ফ্রী নেট চালান । কোন সার্ভার ছাড়াই

0 মন্তব্য(গুলি)
আসসালামু আলাইকুম , আশা করি আপনারা সবাই ভাল আছেন । এটা আমার প্রথম টিউন । বেশি কথা না বলে কাজের কথাই বলি।
আপনারা অনেকে GPMMS দিয়ে ফ্রী নেট চালাছেন । আর সেটা Mozilla firefox এ proxy sitting দিয়ে । কিন্তু  আমি আজকে আপনাদেরকে একটি সফটওয়্যার দিব , যেটা দিয়ে নেট চালাবেন সব browser এ । কোন proxy sitting ছাড়াই । এছারা সব ওয়েবসাইট এ আপনি ঢুকতে পারবেন । শুধু Youtube ছাড়া । এই সফটওয়্যারের নাম অনেকে হইত শুনেছেন । আমি যেই সফটওয়্যারের কথা বলছি সেটা হচ্ছে Proxifier । সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে । ইন্সটল করে যখন ওপেন করবেন তখন এই serial key : 2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D দিয়ে অ্যাক্টিভ করে নিবেন । এখন আপনাকে যা করতে হবে   :

    ১.  new profile এ যাবেন
২.  Add এ ক্লিক করুন
৩.  Server address 10.128.1.2 এবং Port 8080 দিবেন ।  Protocol  https দিবেন । এবার  ok করুন । বেস হয়ে গেল ।
এখন ফ্রী নেট ইউস করুন যেকোন browser এ  Full speed এ ।
আমার টিউনটি ভাললে comment করবেন ।  আর সমস্যা হলে জানাবেন ।
আরেকটা কথা , আমি এবার কলেজে উঠব । তাই আমার জন্য দোয়া করবেন যেন ভাল কলেজে ভর্তি হতে পারি ।
বিস্তারিত পড়ুন »

ইন্টারনেট এ অটো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে??? সমাধান নিয়ে নিন!!!

0 মন্তব্য(গুলি)
আমরা অনেকেই ইন্টারনেট ব্যাবহারের সময় তা ডিসকানেক্ট হয়ে যাবার সমস্যায় পরি। দেখা গেল বড় কোন একটা ফাইল ডাউনলোড দিলাম কিন্তু হঠাত করেই নেট ডিসকানেক্ট হয়ে গেল। ফলে আবার আমাদের কানেক্ট করতে হয়। বিরক্তিকর একটা কাজ।
তাই এই কাজটা আপনাকে আর করতে হবে না। আজ আপনাদের এমন একটা সফটওয়্যার দেব যা একা একাই নেট ডিসকানেক্ট হলে কয়েক সেকেন্ডের মাঝে কানেক্ট করে নেবে।
ফলে আপনি ডাউনলোড দিয়ে নিশ্চিন্তে অন্য যে কোন কাজ করতে পারবেন। বারবার নেটওয়ার্ক চেক করতে হবে না। সফটওয়্যারটি মাত্র ২২০ কেবি। এর নাম রিকানেক্ট।
নামাতে পারবেন নিচের লিঙ্ক হতে...
http://www.sendspace.com/file/r9h3ln


উপকৃত হলে আশা করি কমেন্ট করবেন।
বিস্তারিত পড়ুন »

ফেসবুক লাইক বা ওয়েবপেজ/ব্লগ ভিজিটর নিন দ্রুত !!!

0 মন্তব্য(গুলি)
আশা করি সবাই ভাল আছেন । আজকের এই পোস্টটি তাদের জন্য যারা ফেসবুকে লাইক পাচ্ছেন না ।
আপনাদের অনেকেরই ফেসবুকে  ফ্যন পেইজ আছে কিন্তু লাইকের সংখ্যা খুবই কম বা ফেসবুকে পোস্ট করেছেন কিন্তু লাইক পাছেন না তারা এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর Earn Coin এ গিয়ে Coin Earn করুন তারপর Add Websiteআ গিয়ে আপনার ফ্যন পেইজ এর Link দিন । দেখবেন ১ - ২ ঘন্টার মধ্যে লাইক পেয়ে গেছেন ।
এখানে আপনি পাবেন ফ্রি ফেসবুক লাইক , গুগল+, টুইটার follower, ইউটিউব views , ওয়েবসাইট ভিজিট ।
আর এই ওয়েবসাইট টা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য । যার ফলে আপনি পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশি ফ্যান বা follower। আপনার ওয়েবপেজ বা ব্লগ ও পপুলার হয়ে যাচ্ছে বাংলাদেশিদের কাছে । আর সাইট টি ব্যবহার করা সহজ ।
আমরা যারা facebook পেজ বা কোনো সাইট এর admin তাদের জন্য খুবই প্রয়োজনীয় ও ১০০% কার্যকর এই সাইটটি।

ধন্যবাদ ।
বিস্তারিত পড়ুন »

জিপি ফ্রি নেট বন্ধ করে দিয়েছে । এখন কয়েকটা বিকল্প পদ্ধতি দেখে নেয়া যাক । ১০০% কাজ করবেই করবে । ৷

0 মন্তব্য(গুলি)
জিপি ফ্রি নেট বন্ধ করে দিয়েছে । এখন কয়েকটা বিকল্প পদ্ধতি দেখে নেয়া যাক
-----------
1 » আপাতত ব্রাউজ এর জন্য প্রথমে p1 একটিভ করুন ।
তারপর T567321 লিখে 9999 এ SMS দেন ।
তাহলে আপনি ৫ টাকায় 15MB পাবেন যার মেয়াদ ১৫ দিন ।
*অবশ্যই P1 একটিভ করার পর ম্যাসেজটা পাঠাবেন ।
2» GP-Internet এবং Opera mini দিয়ে ফেসবুক ফ্রী চালান ।
মনে রাখবেন মোড করা ওপেরাতে নয় ।
Opera এর Adress এ http://0. facebook.com/ লিখে ফ্রী ফেসবুক ব্যবহার করুন ।
আপনি চাইলে ছবিসহ ব্যবহার করতে পারবেন ।
শুধু Photo link copy করে 0 এর আগে WWW বসান ।
এভাবে , http:// www. 0.facebook.com/­home.php যাদের টাকা বা মেগাবাইট কাটছে তারা অপেরার সেটিংস এ যান ।
(opera mini 5.0 to 7.1) Menu>settings>>­advanced settings. উপরে 'connection type'/­'protocol' নামে একটা মেনু আছে ।
ওখান 'HTTP' এবং 'SOCKET' Or 'SOCKET/HTTP' নামের অপশন আছে ।
আপনারা 'HTTP' সিলেক্ট করে 0. facebook.com চালান , তাহলে Tk বা Mb কাটবে না ।
আর কাটলেও মাঝে মাঝে 2/1KB or, 2/1 paisa কেটে নিতে পারে ।
ওপেরা 4.0 to 4.4 এ Menu>setting>pr­otocol type এ যেতে হবে ।
3 » P1 একটিভ করুন ।
তারপর প্রতিদিন রাত ১১.৩০ খেকে ১২.১৫ পর্যন্ত continue একটা File download করুন ।
23tk যাবে প্রথমদিন , তারপর থেকে ফ্রি ব্রাউজ করতে থাকুন প্রতিদিন ।
4 »আনলিমিটেড ফাইল ডাউনলোডের জন্য P 4(150MB@60tk pack) নিন রাত 12.05am এ , 130 মেগাবাইট ডাটা শেষ হবার পর 30 Megabyte এর একটা বড় ফাইল একটানা একবারে ডাউনলোড দিন ।
এরপর প্যাকটা আনলিমিটেড হয়ে যাবে । আপনি ওইদিন 1.7GB+ ডাটা ডাউনলোড দিতে পারবেন ।
আর ওইদিন 11.30pm থেকে 12.45am পর্যন্ত ডাটা ইউজ টানা করলে কথনো কথনো পরের দিনেও আনলিমিটেড ডাউনলোড দিতে পারবেন ।
আর নতুন কার্যকর ট্রিক পেলে জানানো হবে ।
বিস্তারিত পড়ুন »

আপনার ওয়াইম্যাক্স মডেমটিতে ফ্রী নেট চালান

0 মন্তব্য(গুলি)
আসসালামুয়ালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করলাম।
পোস্ট দেখে নিশ্চয় বুজে গেছেন এটি BANGLALION QUBEE WIMAX HACK TRICKS. আপনি সকল WIMAX MODEM দিয়ে এই নিয়মে ফ্রী নেট ব্রাউজ করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করা যাক।
বুজতে না পারলে নিছের স্ক্রীনশট গুলা ভাল করে দেখুন।
*১ম আপনার ওয়িমাক্স মডেম তা কানেক্ট করে নিন।
* এখানে ক্লিক করে ফ্রী রেজিস্ট্রেশন করেন এবং User Name And Password টি সংরক্ষন করে রেখে দিন।
* এরপর এখানে ক্লিক করে এখানে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
* এরপর সফটওয়্যার টি ইন্সটল করে ওপেন করেন। নিচের স্ক্রীনশট দেখুন একটি উইন্ডো আসবে।
*এবার NEXT বাটনে ক্লিক করেন নিচের স্ক্রীনশটএর মত দেখতে পাবেন।
* এবার Arab Emmirate IT সিলেক্ট করে Next করুন নিচের স্ক্রীনশটএর মত দেখতে পাবেন।
*কোনকিছু পরিবর্তন করবেন না। Next ক্লিক করুন নিচের স্ক্রীনশটএর মত দেখতে পাবেন। এখানে ১০ মিনিট অপেক্ষা করুন নতুন server খুজে পাওয়ার জন্য।
* এবার নিচের স্ক্রীনশটএর মত Found Fredom Server উইন্ডো আসবে, Next করুন ।
*তাহলে নিচের স্ক্রীনশটটি দেখুন, এখানে USER NAME AND PASSWORD দিয়ে Next করুন।
* এবার নিচের স্ক্রীনশটএর মত Congratulation উইন্ডো আসবে, Save and exit বাটনে ক্লিক করুন ।
* এবার নিচের স্ক্রীনশটএর মত Configuration উইন্ডো দেখতে পারবেন।
* এখন STAR CONNECTION বাটনে ক্লিক করেন একটু পর আপনার ওয়িমাক্স মডেম অ্যান্ড সফটওয়্যার টি কানেক্ট হয়ে যাবে, নিচের স্ক্রীনশটএর মত
STEP2:
*এবার এই লিঙ্ক থেকে ব্রাউজার টি downlaod করে ইন্সটল করে ওপেন করুন।
* Tools>Porxy>Configuration ক্লিক করুন, নিচের স্ক্রীনশটএর মত ।
[fimg=1021]

এবার proxy setting এ
New configuration tap: ITtrickBD.Com
Name: 127.0.0.1
HTTP: 127.0.0.1 PORT: 8080
এবার Save এ ক্লিক করুন


তারপর Apply এ ক্লিক করুন ।

* এবার নিচের স্ক্রীনশট টি ভাল করে দেখুন, লাল দাগ দেয়া অপশন গুলতে থিক চিহ্ন দিন। ছবির মত করে করুন।

*NOW ENJOY WIMAX FREE NET
বিস্তারিত পড়ুন »

নিজেই তৈরি করুন ঘড়ি ও ক্যালকুলেটর মাত্র ১৫+১৫=৩০ সেকেন্ডে!!! নিজের তৈরি জিনিস ব্যবহার করার মজাই আলাদা।

0 মন্তব্য(গুলি)

আসসালামু-আলাইকুম,
যেহেতু ৩০ সেকেন্ডেই কাজ শেষ করতে হবে, সেহেতু কথা না বাড়িয়ে চলুন ঝটপট কাজে লেগে পড়ি।

ঘড়ি তৈরিঃ

প্রথমে Notepad খুলুন (তাড়াতাড়ি)
এবার নিচের দেওয়া কোডটি কপি-পেস্ট করুন,
@echo off
title DOS-Based Clock
color 0a
cls
: CLOCK
cls
echo The current time is: %time%
goto CLOCK (91)
ব্যস, এবার এটা Save করুন clock.bat নাম দিয়ে।
আপনার ঘড়ি ready!!!!

ক্যালকুলেটর তৈরিঃ

আবার একটু কষ্ট করে Notepad খুলুন।
আগের মতই নিচের কোডটা কপি-পেস্ট করুন।
@echo off
title Batch Calculator by (your name)
color 0c
:top
echo --------------------------------------
echo -Welcome to Batch Calculator by *(your name)!-
echo --------------------------------------
echo Enter your operand
echo.
set /p sum=
set /a ans=%sum%
echo.
echo = %ans%
echo --------------------------------------------------------------
pause
cls
echo Previous Answer: %ans%
goto top
pause
exit
এবার এটা save করুন calculator.bat নাম দিয়ে।
আপনি এবার হিসাব শুরু করতে পারেন :lol: :lol: :lol:
কি ৩০ সেকেন্ডে পারলেন ??? হ্যাঁ, আমি জানতাম আপনারা পারবেন। কিন্তু জানেন এটা আমার নিজের করতে কতক্ষন লেগেছিল ? থাক আপনাদের হাসাতে চাই না :roll: :roll:
বিস্তারিত পড়ুন »

Facebook চ্যাটে পাঠিয়ে দিন Color টেক্সট!

0 মন্তব্য(গুলি)
[[ আমরা যারা facebook ব্যবহার করি তারা প্রায় সবাই হয়তো চ্যাট করি। কেমন হয় যদি প্রতিদিনের রুটিন চ্যাটে একটুখানি নতুনত্ব যোগ করা যায়! হুম, আজ যেটা শেখাবো সেটা আপনার জন্য লোভনীয় কিন্তু আপনার বন্ধুর জন্য ব্যাপক বিস্ময়ের! কেমন হবে যদি আপনার বন্ধুকে চ্যাটে পাঠাতে পারেন রঙ্গীন লেখা! চলুন, শিখে নেই এখুনি। ]] 

Facebook Chat Box এ সহজে চ্যাঁট করার জন্য টেক্সট এর কালার Black হিসেবে Default রাখা হয়, দূরতChat এবং Overloading এর কথা চিন্তা করে। এখন আপনি এই Black Text এর সিমিত না থেকে আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে নিচের Color Code গুলো ব্যবহার করতে পারেন। আপনি ইচ্ছা করলে এই কালার কোড গুলো মাধ্যমে আপনার Facebook বন্ধুদেরকে Message Send করতে পারবেন।
কিন্তু এই Color Code গুলো States Update এবং Mobile এ Support করে করবে না।
এখানে কোডগুলোর তাদের alphabets সাথে তালিকা দেওয়া দেওয়া হল।:–
[[107015582669715]] = A
[[116067591741123]] = B
[[115602405121532]] = C
[[112542438763744]] = D
[[115430438474268]] = E
[[109225112442557]] = F
[[111532845537326]] = G
[[111356865552629]] = H
[[109294689102123]] = I
[[126362660720793]] = J
[[116651741681944]] = K
[[115807951764667]] = L
[[106596672714242]] = M
[[108634132504932]] = N
[[116564658357124]] = O
[[111669128857397]] = P
[[107061805996548]] = Q
[[106699962703083]] = R
[[115927268419031]] = S
[[112669162092780]] = T
[[108983579135532]] = U
[[107023745999320]] = V
[[106678406038354]] = W
[[116740548336581]] = X
[[112416755444217]] = Y
[[165724910215]] = Z
আপনি যদি ফেসবুক চ্যাঁট বক্সে mehedi লিখতে চান তাহলে Color Code গুলো হবে এইভাবেঃ-[[106596672714242]] [[115430438474268]] [[111356865552629]] [[115430438474268]] [[112542438763744]] [[109294689102123]]
( প্রতিটা Color Code এর পর একটা Space হবে।)
এখানে ফেসবুক চ্যাট রঙিন টেক্সট পাঠানোর স্ক্রিনশটদেওয়া হলোঃ
বিস্তারিত পড়ুন »

বদলে ফেলুন facebook ডিফল্ট থিম

0 মন্তব্য(গুলি)
শিরোনাম দেখে আশা করে বুঝতে পারছেন যে আজ কি নিয়ে লিখতেছি। প্রথমে বলে রাখি কেউ যদি এর আগে এই পোস্ট করে থাকে তাহলে আমি
আন্তরিক ভাবে দুঃখিত। নিত্যদিন আমরা আমাদের default করা facebook থিম দেখতে দেখতে এখন আর ভাল লাগেনা, তাই আজ আমরা
নিজেই নিজেই তা change করে ফেলব। কোন সফটওয়্যার দিয়ে নয়, মাত্র একটি “ফায়ারফক্স” add ons দিয়ে। এবার শুরু করা যাক,
এখান থেকে add ons টি সেট করে নিন, নিচে দেখুন………
এবার add to firefox এ ক্লিক করুন, এবং ২ থেকে ৩ সেকেন্ড অপেক্ষা করুন, নিচের মত একটি ছবি দেখবেন………

এবার আপনি install now তে ক্লিক করুন, তারপর আপনার “ফায়ারফক্স” restart করুন।
এবার আপনি এখানে ক্লিক করুন, নিচের মত দেখবেন…………………

এখান থেক আপনার যে থিমটি পছন্দ হয় তার উপর ক্লিক করুন, তারপর ডান পাশের install with stylish এ ক্লিক করুন……
এরপর যে window টি আসবে সেখান থেকে install এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ, এবার আপনার ফায়ারফক্স আবার restart করুন। তারপর facebook এ ডুকে দেখুন, এবং মজা দেখুন।
বিস্তারিত পড়ুন »

ইন্টারনেট স্পিড নিয়ে পরে রয়েছেন সেই আদিম যুগে? :D

0 মন্তব্য(গুলি)
বুস্টার নামে একটা সফটওয়্যার ডাউনলোড তারপর ইনষ্টল করুন। বুষ্ট করুন।……. WORKING 1000%
যে সব মডেমে এই বুষ্টের সুবিধা পাবেনঃ-
×গ্রামীন ফোন মডেম
×বাংলালিংক মডেম
×রবি মডেম
×এয়ারটেল মডেম
×সকল চাইনিজ মডেম (ডাটা এজ/সেন্টার/মবিডাটা ইত্যাদি)
×আপনার মোবাইল ফোন (বিল্ট ইন মডেম)
×সকল ওয়াইম্যাক্স মডেম
প্রথমে,
নিচের লিংক থেকে মডেম বুষ্টার ডাউনলোড করুন
Download Modem Booster

দ্বিতীয়ত,
ডাউনলোডের পর সেটআপ দিন। তারপর ওপেন করুন। নিচের মতো ছবি আসবে। সেখানে Start এ ক্লিক করুন।
তৃতীয়ত,
বুস্ট চলার সময় দয়া করে ইন্টারনেটে কোন ধরনের ডাউনলোড কিংবা ব্রাউজিং করবেন না। ওখানে সময় দেখাতে পারে ৫ মিনিট থেকে ২ ঘন্টা। কিন্তু আমার মাত্র ১০ মিনিটেই হয়ে গেছে। এটা নির্ভর করবে আপনার মডেমে পাওয়া (বর্তমান) স্পিডের উপর।











সর্বশেষ,
আপনার মডেমের স্পিড আগের থেকে অ-নে-ক বেড়ে যাবে। :)

আমি বাস্তবে অনেক কথা বলি কিন্তু লিখার সময় বেশি short-sut মারতে গিয়া ভাল ভাবে বুঝায়  লিখতে পারি না। আমার জন্য সবাই দোয়া কইরেন :/
বিস্তারিত পড়ুন »

Windows 8 (সব ভার্সন) Activate করুন (Only 2 Click)

0 মন্তব্য(গুলি)
আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা?আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
বর্তমানে চারেদিকে Window 8 এর জয়জয়কার।
গ্রাহকের কথা মাথায় রেখে Microsoft Corporation Window 8 এর সব ভার্সন ভার্সন বাজারে ছেড়েছে।উইন্ডোজ ৮ যেখানে বাংলাদেশের অনেকেই এখনো ব্যবহার ই করেনি সেখনে উইন্ডোজ ৮ এর নতুন ভার্শন অ বেড় হতে চলেছে।  চলতি বছরেই উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটির উন্নততর একটি সংস্করণ উন্মুক্ত করতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট
Windows 8 Permanently Activate করতে প্রথমে নিচে দেখানো লিঙ্ক থেকে
Windows 8 Activator ফাইল পাস – tunesblog
সফটওয়্যার টা ডাওনলড করার পর Winrar বা 7zip দিয়া Extract করুন।
তার পর সফটওয়্যার টি ওপেন করুন,
প্রসেস শেষ হলে রিস্টার্ট হবে ।
বিস্তারিত পড়ুন »

SpeedyFox– Boost Firefox Speed Up To 3 Times

0 মন্তব্য(গুলি)
আবারো আসলাম...নতুন এবং কাজের কিছু কথা মানুষের সাথে শেয়ার করতে ভালই লাগে...আমরা সবাই firefox ব্রাউজারের কথা জানি...এটাও জানি firefox অনেক দ্রুতগতির ১টি ব্রাউজার...কিন্তু সময়ের সাথে সাথে আপনার ব্রাউজারটি অনেক ধীরগতির হয়ে যায়...এটা মূলত profile databases এর খণ্ডনের কারনে হয়...এধরনের সমস্যা দূর করতে এসেছে একটি freeware টুল SpeedyFox...এটির কার্যপদ্ধতি ১০০% নিরাপদ...অর্থাৎ আপনার বুকমার্ক এবং পাসওয়ার্ডে কোন এফেক্ট করবেনা...আপনার firefox ব্রাউজারটি হয়ে যাবে অনেক দ্রুত গতির.


এক নজরে দেখে নিই SpeedyFox এর ফিচারগুলো
Features:
  • Boost Firefox startup in up to 3 times!
  • Speed-up browsing history
  • Quicker operation with cookies
Download SpeedyFox
আশা করি আপনাদের কাজে আসবে...
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পোস্ট দেয়ার জন্য উৎসাহ প্রদান করুন।
বিস্তারিত পড়ুন »

সম্পূর্ণ বাংলায় ব্যবহার করুন মোজিলা ফায়ারফক্স ২০।

0 মন্তব্য(গুলি)
আসসালামু আলাইকুম।
সবাই কেমন আসেন আসা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।যাই হোক কাজের কথায় আছি।
“”"মোজিলা”"”
মোজিলা ফায়ারফক্স সম্বন্ধে বলার কিছু নাই।যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা ভাল করেই মোজিলাকে চিনেন।মোজিলার আমরা যারা মোজিলা ব্যবহার করি সবই কিন্তু ইংলিশ এ।একবার ভাবুন তো এই মোজিলাকে যদি আমরা সম্পূর্ণ আমাদের মাতৃভাষা বাংলায় ব্যবহার করতে পারতাম তাহলে কেমন হত?একটু চিন্তা করে দেখুনতো।
হ্যাঁ মোজিলাকে আমরা আমাদের মাতৃভাষা বাংলায় ব্যবহার করতে পারি।এ জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না।শুধু
নিচের লিঙ্ক থেকে মোজিলাটি ডাউনলোড করে নিন।আর উপভোগ সম্পূর্ণ বাংলায় মোজিলা ফায়ারফক্স ২০।




মোজিলাটি ডাউনলোড কারুন  এখান থকে
বিস্তারিত পড়ুন »

“ঘরে বসেই মোবাইলে টাকা রিচার্জ করুন অনলাইনে”

0 মন্তব্য(গুলি)
মোবাইল ব্যবহারকারীদের কাছে সবচেয়ে বিরক্তিকর কাজ হলো দোকানে গিয়ে মোবাইলে টাকা রিচার্জ করা।
এই বিরক্তিকর কাজ থেকে মুক্তি দিতে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব StarITSoft(dot)com e-Recharge নামক একটি সাইটের সাথে।
ফ্রি রেজিস্ট্রেশন করতে এই লিংক এ যান : http://www.staritsoft(dot)com/e-recharge/reg.php  (এখানে dot এর পরিবর্তে . লিখুন)
Recharge your mobile in your home by online. You can also buy your modem data card & Anti-Virus for your computer. This is an easy, faster and reliable service. It’s account registration fully free.


যারা অনলাইনে রিচার্জ করে থাকে। অন্যান্য সাইটের তুলনায় এখানে আপনি খুব সহজেই ফ্রি রেজিষ্ট্রেশন করে অন লাইনে মোবাইলের জন্য টাকা রিচার্জ করতে পারবেন।

এই সাইটটিতে আপনি মোবাইল রিচার্জের পাশাপাশি আপনার কম্পিটারের জন্য এন্টি ভাইরাস ও কিনতে পারবেন।
ফ্রি রেজিষ্ট্রেশন করে একবার সাইটটিতে ঘুরে আসতে পারেন।খুব সহজেই আপনি তাদের রিচার্জ পদ্ধতি বূঝতে পারবেন।
আসা করি ভালো লাগবে।

ফ্রি রেজিস্ট্রেশন করতে এই লিংক এ যান : http://www.staritsoft(dot)com/e-recharge/reg.php  (এখানে dot এর পরিবর্তে . লিখুন)
Facebook page Link: https://www.facebook.com/pages/SITS-e-Recharge/374263696002885
Mobile: 01751 690 403


বিস্তারিত পড়ুন »

আসুন ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করি।।সাথে প্রিমিয়াম একাউন্ট করার পদ্ধতি (বিস্তারিত)

0 মন্তব্য(গুলি)

আসসালামুআলাইকুম! এটি আমার প্রথম টিউন তাই ভুলত্রুটি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আসাকরি।
ও হ্যা আরেকটি কথা টিউনটি তাদের জন্য যারা বিষয়টি এখনও জানেন না।
PD Proxy হল একটি VPN(ভার্চুয়াল প্রইভেট নেটওয়ার্ক) যার মাধ্যমে আপনারা কম্পিউটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার ও ডাউনলোড করতে পারবেন। এজন্য প্রথমে আপনার যা যা দরকার।
১. Internet সহ একটি কম্পিউটার
২. একটি PD Proxy সফট্ওয়্যার
৩. একটি PD Proxy একাউন্ট
এবার নিচের পদ্ধতি গুলো অনুসরন করুন
প্রথমেই [PD-Proxy VPN Service] এই ঠিকানায় চলে যান


এবারে প্রথমেই ‍Signup For Free তে ক্লিক করুন আপনার ইমেইল, ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করুন (প্রয়োজনে নিচের চিত্র দেখুন)
এবার ইমেইল ভেরিফাই করুন
এরপর  Downlod বাটনে ক্লিক করে PD Proxy সফট্ওয়্যার
ডাউনলোড করে নিন।
এরপর ডাউনলোড করা ফাইল আনজিপ করলে নিচের চিত্রের ন্যায় ফাইল পাবেন।
 এরপর Install TAP Drivers এ ক্লিক করে TAP Drivers ইনস্টল করুন। এবার
PD-launcher টি Run As Administrator করুন নিচের চিত্রের ন্যায় ওপেন হবে।

এখানে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে কানেক্ট বাটনে ক্লিক করুন।
সব ঠিক থাকলে আপনি ফ্রিতে নেট ব্যবহার করতে পারবেন।
  • UDP সার্ভার বিজি থাকলে ICMP ব্যবহার করুন (তবে UDP সার্ভারএ স্পিড ভালো)
Notes:
1. Make sure the program has administrative privileges when using Vista/7
2. Make sure the TAP-Win32 Driver is enabled.
একাউন্ট তো হল আসুন এবার জেনেনিই কি ভাবে প্রিমিয়াম একাউন্ট পাওয়াযায়।
১. প্রথমে গুগল পেজ র‌্যংক ১ বা তার অধিক থাকা কোন ব্লগ বা ওয়েবে PD Proxy নিয়ে একটি অর্টিকেল লিখুন কমপক্ষে ১৫০ শব্দে (যে কোন ভাষায় লিখতে পারেন)।
লেখার মাঝে অবস্যই PD-Proxy এর সরাসরি লিন্ক থাকবে যার শিরোনাম হবে [PD-Proxy VPN Service]।

*P1 প্যাকেজে স্পিড কম পাবেন তাই P1 বাদে অন্য যেকোন প্যাকেজ যেমন জিপিতে  P9 ব্যবহার করতে পারেন এতে আপনি মাত্র৯.২০ টাকায় ৭ দিন আনলিমিটেড+ ফুল স্পিড নেট ব্যবহার করতে পারবেন।
কোন সমস্য হলে কমেন্টে জানান
সবাই ভালো থাকবেন।
বিস্তারিত পড়ুন »

PD PROXY তে Bandwith Limit Reach-হওয়ার পরও ইউজ করতে চান?

0 মন্তব্য(গুলি)
গ্রামীন ফোন ইন্টারনেট পিডি প্রক্সি দিয়ে ডাইভারট করে ফ্রী ইন্টারনেট ইউজ করা যায়।আপনারা জানেন, শুধু ১০০ মেগাবাইট পর্যন্ত ফ্রী ইউজ করা যায়। তবে অনেক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে বারবার ইউজ করতে পারেন। কিন্তু

সমস্যা বাধে,যদি ভুল ক্রমে ১০০ মেগাবাইট পার করে ফেলেন, তাদের শত চেষ্টা করেও আর বেবহার করা যায় না। এই ভুল টা কেন হয়, একটু বলে নেইঃ
১) আপনি যেই ইমেইল দ্বারা অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে আপনার দেশের নাম সিলেক্ট করতে হয়। এবং আপনি যে একদিন ব্যাবহার করতে পারবেন, তার টাইমিং কিন্তু যে দেশ সিলেক্ট করছেন, সেই দেশের সময় অনুযায়ী হয়। বোঝাতে পেরেছি? তাই পরের দিন ইউজ করতে চাইলে, একটু খেয়াল করতে হবে।
২) আপনার উচিত হবে, বাংলাদেশ সিলেক্ট করা। ভেজাল শেষ।
এখন ভুল বশত, ১০০ মেগাবাইট এর বেশি হয়ে গেলে যা করবেনঃ
১) সবার পেনড্রাইভ আছে আশা করি।
২) পেন ড্রাইভ ফাইল গুলো ব্যাক আপ করে ফরমেট দিন (ফরমেট না দিলেও হতে পারে, বাট প্রিকসান বলে একটা কথা আছে)।
৩) এখান থেকে পিডি প্রক্সি ডাউনলোড করে, পেন ড্রাইভ এ এক্সট্রাক্ট করে ব্যাবহার করুন।
৪) ও হ্যাঁ আরেকটা কথা, যদি দেখেন PD PROXY কানেক্ট হওয়ার পর কাজ করছে না। তাহলে http://www.pdproxy.com/download.htm  থেকে নতুন আপডেটেড সফটওয়্যার টি ডাউনলোড করুন।
আমি মাঝে মাঝে মধ্যেই ভুল করে ফেলি। তখন টেস্ট করে দেখছি কাজ হয়। আমাকে আবার ট্রাই করতে বলবেন না,যদি ট্রিক্স কাজ না করে!!
বিস্তারিত পড়ুন »

আপনার কম্পিউটারকে বানিয়ে ফেলুন রসায়ন গবেষণাগার

0 মন্তব্য(গুলি)


শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্র টিউন । এই টা শুধু যারা science এর student  তাদের জন্য । হ্যা আপনি
“Virtual chemistry laboratory” সফ্টওয়ারটি  দিয়ে
 আপনার কম্পিউটারকে বানিয়ে ফেলুন রসায়ন গবেষণাগার।

এটা খুব ভাল একটি সফটওয়্যার। এর সাহায্যে আপনি যে যে কাজ গুলো করতে পারবেন, তা হল-
১। আধুনিক পর্যায় সারণীর জনক মেন্ডেলিফ কতৃক আবিস্কৃত সকল মৌল এর ছবিসহ বর্ণনা , ইতিহাস , মৌলের সংকেত, পারমানবিক সংখা, ভর,গলনাংক,স্ফুটনাংক,আইসোটপ,পারমানবিক তেজ্সক্রিয়তা দেখতে পাবেন।
২। দ্রবণীয় ও অদ্রবণীয় মৌলের তালিকা এবং মূলকের তালিকা খুব সুন্দর ভাবে ছক আকারে দেওয়া আছে।
৩। সক্রিয়তা অনুসারে মৌল সমুহের পর্যায়ক্রমিক শ্রেণীবিন্যাস করা হয়েছে।
৪। ধাতু, অধাতু,এসিড,লবন ইত্তাদির বিভাগে অন্তর্ভুক্ত মৌলসমূহের সুদৃশ্য ছক তুলে ধরা হয়েছে।
৫। রসায়ন বিষয়ে যে কোন শব্দ সার্চ করার ব্যবস্থা করা হয়েছে।
৬।এই সফটওয়্যার দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। সফটওয়্যার আপনাকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনাকে নিদির্ষ্ট সময়ের মধ্যে জবাব দিতে হবে। তারপর আপনাকে প্রাপ্ত নাম্বার দেওয়া হবে।
৭। আপনি ভিন্ন ভিন্ন মৌলের সাথে বিভিন্ন বিক্রিয়া ঘটাতে পারবেন, এর ফলাফল আপনাকে সমীকরণ আকারে দেখিয়ে দিবে।
৮। আপনি এখানে অনুশীলন করতে পারবেন। তবে ভুল মৌলের সাথে বিক্রিয়া করালে আগুন ধরে যেতে পারে।
৯।এর সাহায্যে আপনি বিভিন্ন মান বিভিন্ন রূপে কনভার্ট করতে পারবেন।
১০।আপনি যে অনুশীলন করেছেন বা যা শিখতে পেরেছেন তার ফলাফল এবং অভিজ্ঞতা ডায়রীতে লিখে রাখতে পারবেন।
১১।এখানে একটা ক্যলকুলেটর পাবেন। যা দিয়ে হিসাব করতে পারবেন।
১২।এর ইন্টারফেসটা খুব সুন্দর, আপনি ইচ্ছা করলে বিভিন্ন কালার দিয়ে পরিবর্তন ও করতে পারবেন।
১৩। কাজ করার জন্য আপনি টেস্টটিউব,বুন্সেন বার্নার, পিপেট, কাচনল ইত্তাদি পাবেন।
  • ছবিগুলো দেখুন:




                                         


আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এতে কি কি আছে.
আর ইনস্টল করার পরে আর ও অনেককিছু দেখবেন ও বুঝে যাবেন আশা রাখি  । দেরী না করে বলবো যারা science নিয়ে আছেন   তারা সংগ্রহে রাখুন…………..ধন্যবাদ সবাইকে।
                                                                      
                              
 সাপোর্ট করবেঃ  Windows NT / 2K / XP / Vista / Win 7
সফ্টওয়ারটির size:Mb 10.6
বিস্তারিত পড়ুন »
 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার