>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



আসুন ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করি।।সাথে প্রিমিয়াম একাউন্ট করার পদ্ধতি (বিস্তারিত)


আসসালামুআলাইকুম! এটি আমার প্রথম টিউন তাই ভুলত্রুটি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আসাকরি।
ও হ্যা আরেকটি কথা টিউনটি তাদের জন্য যারা বিষয়টি এখনও জানেন না।
PD Proxy হল একটি VPN(ভার্চুয়াল প্রইভেট নেটওয়ার্ক) যার মাধ্যমে আপনারা কম্পিউটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার ও ডাউনলোড করতে পারবেন। এজন্য প্রথমে আপনার যা যা দরকার।
১. Internet সহ একটি কম্পিউটার
২. একটি PD Proxy সফট্ওয়্যার
৩. একটি PD Proxy একাউন্ট
এবার নিচের পদ্ধতি গুলো অনুসরন করুন
প্রথমেই [PD-Proxy VPN Service] এই ঠিকানায় চলে যান


এবারে প্রথমেই ‍Signup For Free তে ক্লিক করুন আপনার ইমেইল, ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করুন (প্রয়োজনে নিচের চিত্র দেখুন)
এবার ইমেইল ভেরিফাই করুন
এরপর  Downlod বাটনে ক্লিক করে PD Proxy সফট্ওয়্যার
ডাউনলোড করে নিন।
এরপর ডাউনলোড করা ফাইল আনজিপ করলে নিচের চিত্রের ন্যায় ফাইল পাবেন।
 এরপর Install TAP Drivers এ ক্লিক করে TAP Drivers ইনস্টল করুন। এবার
PD-launcher টি Run As Administrator করুন নিচের চিত্রের ন্যায় ওপেন হবে।

এখানে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে কানেক্ট বাটনে ক্লিক করুন।
সব ঠিক থাকলে আপনি ফ্রিতে নেট ব্যবহার করতে পারবেন।
  • UDP সার্ভার বিজি থাকলে ICMP ব্যবহার করুন (তবে UDP সার্ভারএ স্পিড ভালো)
Notes:
1. Make sure the program has administrative privileges when using Vista/7
2. Make sure the TAP-Win32 Driver is enabled.
একাউন্ট তো হল আসুন এবার জেনেনিই কি ভাবে প্রিমিয়াম একাউন্ট পাওয়াযায়।
১. প্রথমে গুগল পেজ র‌্যংক ১ বা তার অধিক থাকা কোন ব্লগ বা ওয়েবে PD Proxy নিয়ে একটি অর্টিকেল লিখুন কমপক্ষে ১৫০ শব্দে (যে কোন ভাষায় লিখতে পারেন)।
লেখার মাঝে অবস্যই PD-Proxy এর সরাসরি লিন্ক থাকবে যার শিরোনাম হবে [PD-Proxy VPN Service]।

*P1 প্যাকেজে স্পিড কম পাবেন তাই P1 বাদে অন্য যেকোন প্যাকেজ যেমন জিপিতে  P9 ব্যবহার করতে পারেন এতে আপনি মাত্র৯.২০ টাকায় ৭ দিন আনলিমিটেড+ ফুল স্পিড নেট ব্যবহার করতে পারবেন।
কোন সমস্য হলে কমেন্টে জানান
সবাই ভালো থাকবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার