>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



PD PROXY তে Bandwith Limit Reach-হওয়ার পরও ইউজ করতে চান?

গ্রামীন ফোন ইন্টারনেট পিডি প্রক্সি দিয়ে ডাইভারট করে ফ্রী ইন্টারনেট ইউজ করা যায়।আপনারা জানেন, শুধু ১০০ মেগাবাইট পর্যন্ত ফ্রী ইউজ করা যায়। তবে অনেক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে বারবার ইউজ করতে পারেন। কিন্তু

সমস্যা বাধে,যদি ভুল ক্রমে ১০০ মেগাবাইট পার করে ফেলেন, তাদের শত চেষ্টা করেও আর বেবহার করা যায় না। এই ভুল টা কেন হয়, একটু বলে নেইঃ
১) আপনি যেই ইমেইল দ্বারা অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে আপনার দেশের নাম সিলেক্ট করতে হয়। এবং আপনি যে একদিন ব্যাবহার করতে পারবেন, তার টাইমিং কিন্তু যে দেশ সিলেক্ট করছেন, সেই দেশের সময় অনুযায়ী হয়। বোঝাতে পেরেছি? তাই পরের দিন ইউজ করতে চাইলে, একটু খেয়াল করতে হবে।
২) আপনার উচিত হবে, বাংলাদেশ সিলেক্ট করা। ভেজাল শেষ।
এখন ভুল বশত, ১০০ মেগাবাইট এর বেশি হয়ে গেলে যা করবেনঃ
১) সবার পেনড্রাইভ আছে আশা করি।
২) পেন ড্রাইভ ফাইল গুলো ব্যাক আপ করে ফরমেট দিন (ফরমেট না দিলেও হতে পারে, বাট প্রিকসান বলে একটা কথা আছে)।
৩) এখান থেকে পিডি প্রক্সি ডাউনলোড করে, পেন ড্রাইভ এ এক্সট্রাক্ট করে ব্যাবহার করুন।
৪) ও হ্যাঁ আরেকটা কথা, যদি দেখেন PD PROXY কানেক্ট হওয়ার পর কাজ করছে না। তাহলে http://www.pdproxy.com/download.htm  থেকে নতুন আপডেটেড সফটওয়্যার টি ডাউনলোড করুন।
আমি মাঝে মাঝে মধ্যেই ভুল করে ফেলি। তখন টেস্ট করে দেখছি কাজ হয়। আমাকে আবার ট্রাই করতে বলবেন না,যদি ট্রিক্স কাজ না করে!!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার