>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



Nokia Free Net লাগবে নাকি !



সুপ্রিয় ভাই ও বোনেরা, সালাম নিবেন ।আশাকরি সবাই ভাল আছেন । আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার মোবাইলে জিপি সিম ব্যাবহার করে শুধুমাত্র মোবাইলের configuration পরিবর্তন করে ফ্রী আনলিমিটেড ইন্টারনেট চালান যায় । পদ্ধতি-(নকিয়ার জন্য): প্রথমে আপনার মোবাইলের Menu তে যান । তারপর ® Menu ® Settings ® Configurations ® Personal Configurations ® Option থেকে Add New ® Web সিলেক্ট করুন। ® Web এর ভেতর যা যা পাবেন তা নিম্নরূপে পরিবর্তন করুনঃ ®Account Name: gp free ®Home: wap.gpgamestore.com ®Use Preffered Access Point: No Use Preffered Access Point No করলে Access Point Setting পাবেন। ®Access Point Setting এ প্রবেশের পর Ø Proxy : Enable Ø Proxy Address: 173.208.197.229 203.177.42.214 31.193.139.10 173.000.049.038 Ø Proxy Port: 80 Ø Bearer Setting এ যান। এখানে পাবেন Pocket Data Account Access Point যেটাতে internet লেখা থকে এটাকে gpinternet লিখে দিন। এবার Back চেপে চেপে বের হয়ে আসুন। এখন আবার নতুন করে Menu> Settings> Configaration> Personal Configurations যান এবং Option থেকে Free Internet কে Active করুন। এখন ০(জিরো) চেপে ধরে রেখে Home এ প্রবেশ করুন। দেখুন Enter URL লেখাআছে। এখানে যে ঠিকানার যেতে চান তা লিখে go তে ক্লিক করুন। এভাবে যত খুশি ব্রাউজ/ডাউনলোড করুন । বি.দ্রঃ সিমে কোন টাকা রাখবেন না । টাকা থাকলে টাকা কাটবে।কোন ভুল হলে ক্ষমা করবেন |

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার