সালাম সবাইকে আসা করি ভালো আছেন। আজকে খুব
মজার একটি বিষয় নিয়ে এসেছি সকলের সামনে। বিষয়টি যদিও আমাদের কোন উপকারে আসে
না শুধু একটি জেনে রাখা আরকি। বিশ্বের সব মানুষই যেন জনসংখ্যায় নিজের
অবস্থান জানতে পারেন সে জন্য পরিসংখ্যানবিদ আর গবেষকেরা আবিষ্কার করেছেন
এক বিস্ময়কর অনলাইন ক্যালকুলেটর! আজ আপনাদের মাঝে শেয়ার করার জন্য এলাম
কিভাবে আপনি এই অনলাইন ক্যালকুলেটর ব্যাবহার করে আপনি পৃথিবীর কত তম মানব
তা বের করতে পারবেন।
প্রথমে এখানে, ক্লিক করুন । 
ক্লিক করার পর উপরের উল্লেখিত ছবির মত দেখতে পারবেন। উল্লেখিত ছবির একদম নিচের দিকে চোখ রাখলে দেখতে পারবেন “Enter your date of birth to find out” নামক অপশান দেখতে পারবেন। এই অপশানের নিচে নির্দেশনা মতো আপনার জন্মতারিখ অর্থাৎ তারিখ, মাস, বছরের ঘর পূরণ করে ‘গো’ অর্থাৎ সার্চে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার অবস্থান!


ফ্রেন্ডস আপনি পৃথিবীর কততম মানব বের করতে পেরেছেন তো ? আজ আর নয়, অন্য কোন দিন, অন্য কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন