তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রিজি) তরঙ্গ নিলামের সময় পেছালো বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আগামী ২৪ জুন থ্রিজি নিলামের কথা থাকলেও এক মাসের বেশি সময় পিছিয়ে নতুন সময় আগামী ৩১ জুলাই করা হয়েছে। বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।নতুন এ সিদ্ধান্তে নিলামের অন্যান্য প্রক্রিয়ার সময়ও এক মাস করে পিছিয়ে যাচ্ছে।থ্রিজি নিলামের আগেই লাইসেন্সের উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট কমানো, টু-জি লাইসেন্স ভ্যাট ইস্যু নিয়ে আদালতের সমস্যা সমাধানে মোবাইল ফোন অপারেটরা বেশ কিছু দিন ধরেই দাবি জানিয়ে আসছিল।থ্রিজি নিলামের আগে অপারেটরদের এসব দাবি পুরণে বিটিআরসির আশ্বাসের পরপরই নিলামের সময় পেছানো হলো।নতুন সময়সূচি অনুযায়ী আগ্রহী অপারেটরদের আগামী ১২ জুনের মধ্যে আবেদন করতে হবে। আবেদন বাছাই এর শেষে যোগ্য অপারেটরদের নাম ঘোষণা করা হবে ২০ জুন। ২৪ জুন অপারেটরদের সাথে আলোচনা হবে। ৪ জুলাইয়ের মধ্যে নিলামের 'আর্নেস্ট মানি' জমা নেয়া হবে এবং ১১ জুলাই যোগ্য অপারেটরদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।গত ১২ ফেব্রুয়ারি প্রতি মেগাহার্টজ তরঙ্গমূল্য ২ কোটি ডলার নির্ধারণ করে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার (থ্রিজি) লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়।চূড়ান্ত নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটিকে এবং নতুন একটি অপারেটরকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশে ৬টি মোবাইল অপারেটরের মধ্যে টেলিটক পরীক্ষামুলক থ্রিজি সেবা দিচ্ছে। খসড়া নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।
নীতিমালা অনুযায়ী ১৫ বছরের জন্য থ্রিজি লাইসেন্স পাবে অপারেটররা।
সুত্রঃ বিডি নিউজ ২৪
আগামী ২৪ জুন থ্রিজি নিলামের কথা থাকলেও এক মাসের বেশি সময় পিছিয়ে নতুন সময় আগামী ৩১ জুলাই করা হয়েছে। বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।নতুন এ সিদ্ধান্তে নিলামের অন্যান্য প্রক্রিয়ার সময়ও এক মাস করে পিছিয়ে যাচ্ছে।থ্রিজি নিলামের আগেই লাইসেন্সের উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট কমানো, টু-জি লাইসেন্স ভ্যাট ইস্যু নিয়ে আদালতের সমস্যা সমাধানে মোবাইল ফোন অপারেটরা বেশ কিছু দিন ধরেই দাবি জানিয়ে আসছিল।থ্রিজি নিলামের আগে অপারেটরদের এসব দাবি পুরণে বিটিআরসির আশ্বাসের পরপরই নিলামের সময় পেছানো হলো।নতুন সময়সূচি অনুযায়ী আগ্রহী অপারেটরদের আগামী ১২ জুনের মধ্যে আবেদন করতে হবে। আবেদন বাছাই এর শেষে যোগ্য অপারেটরদের নাম ঘোষণা করা হবে ২০ জুন। ২৪ জুন অপারেটরদের সাথে আলোচনা হবে। ৪ জুলাইয়ের মধ্যে নিলামের 'আর্নেস্ট মানি' জমা নেয়া হবে এবং ১১ জুলাই যোগ্য অপারেটরদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।গত ১২ ফেব্রুয়ারি প্রতি মেগাহার্টজ তরঙ্গমূল্য ২ কোটি ডলার নির্ধারণ করে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার (থ্রিজি) লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়।চূড়ান্ত নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটিকে এবং নতুন একটি অপারেটরকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশে ৬টি মোবাইল অপারেটরের মধ্যে টেলিটক পরীক্ষামুলক থ্রিজি সেবা দিচ্ছে। খসড়া নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।
নীতিমালা অনুযায়ী ১৫ বছরের জন্য থ্রিজি লাইসেন্স পাবে অপারেটররা।
সুত্রঃ বিডি নিউজ ২৪
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন