>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



মানি এক্সচেঞ্জের নামে প্রতারণা। সবাই সাবধান থাকুন| ভেবে-চিন্তে লেনদেন করুন।

আমরা যারা অনলাইনে কাজ করি তাদের বিভিন্ন কাজের জন্য প্রায়ই ডলার এক্সচেঞ্জের দরকার হয়। কিন্তু দেখা যায় অধিকাংশ এক্সচেঞ্জারই ভূয়া। আজকে আমি আপনাদের এমন একজন প্রতারকের সাথে পরিচয় করিয়ে দিবো। আপনারা আর কেউ যাতে আমার মতো প্রতারিত না হন এবং অপরিচিত কারো সাথে লেনদেন করার আগে ভেবে চিন্তে লেনদেন করেন তার জন্ন্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস কারণ প্রতারক একজনকে ঠকিয়ে ক্ষান্ত হয়না, নতুন শিকারের আশায় থাকে ।
এবার চলে যাই আমার ঘটনায়-
বিশেষ কারনে আমার payza account এ $50 দরকার ছিলো কিন্তু আমার moneybookers এ ডলার ছিলো। Google এ সার্চ দিয়ে বেশ কয়েকটা  এক্সচেঞ্জার এর খোজ পেলেও ভরসা করতে পারছিলাম না। শেষে একটা ফেসবুক পেজে একজন বাংলাদেশীর সন্ধান পাই। ভাবলাম একই দেশের মানুষ হয়তো ঠকাবেন না। আসলে ফ্রীলান্সীং করতাম বলে মানুষের উপর খুব ভরশা হয়ে গিয়েছিলো। এই বিশ্বাস করাটাই ছিলো ভুল। যাই হোক আমি প্রতারকের সাথে আমার ফেসবুক কথোপকথন তুলে ধরলাম-
প্রতারক 5-10 মিনিটে এক্সচেঞ্জের ওয়াদা করে-

ডলার সেন্ড করার পর প্রতারক আর কোনো উত্তর দেয়নি।
পরের দিন সকালে প্রতারক আবার তার ফেসবুক পেজে বিজ্ঞাপন দেয়া শুরূ করে নতুন শিকারের আশায়-

প্রতারকের ফেসবুক পেইজ-
http://www.facebook.com/LRMBPayzaExangeServicehome
প্রতারক চক্রের আরো কিছু পেইজ-
http://www.facebook.com/STPtoLRMBpayzawmznetelleregopaypmpaypalexchange
http://www.facebook.com/netellerLRMBwmzstpperfectmoneypayzaegopayexchange
http://www.facebook.com/payzamoneybookersWMZLibertyreserveexchangeservice
প্রতারকের contact info -
email:jibonkhanab12@gmail.com
skype:jibon2056
gtalk:jibonkhanab12@gmail.com
yahoo:jibonkhan482@yahoo.com
alias:jibonkhan482
সবাই ভালো থাকবেন এবং নিজের কষ্টার্জিত টাকা কোন চোরের হাতে তুলে দিবেন না।
ধন্যবাদ।
আমার মানিবুকারস account থেকে ডলার প্রেরণের প্রমান-

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার