>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



অ্যাপল নতুন প্রজন্মের মোবাইল আইওএস ৭ আনছে



আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ নিয়ে কাজ করছে অ্যাপল। নতুন এই অপারেটিং সিস্টেম হবে আইওএসের সপ্তম সংস্করণ।ইনসবার্ক’ কোড নাম দিয়ে তৈরি হচ্ছে আইওএস৭। অ্যাপলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেমটিতে থাকবে ‘ফ্ল্যাট’ বা সাধারণ ইউজার ইন্টারফেস।এটি হবে অনেকটাই মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম মেট্রো বা মডার্ন ইউজার ইন্টারফেসের মতো। এই বছরের জুন মাসের ১০ তারিখে  ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে নতুন প্রজন্মের আইওএসের ঘোষণা দিতে পারেন অ্যাপলের ডিজাইন গুরু হিসেবে খ্যাত জনি আইভ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার