দেশীয় ব্র্যান্ড ‘ওয়ার্ল্ড মিশন ২১’ সম্প্রতি বাজারে এনেছে অ্যান্ড্রয়েড
৪.০.৪ আইসিএস চালিত ‘ট্যাব ২১’। প্রাপ্ত তথ্যমতে খুব দ্রুতই নাকি তাদের
প্রথম লট শেষ হয়ে গেছে।
‘ট্যাব ২১’ ট্যাবটিতে রয়েছে ৭” (৬০০*১০২৪ পিক্সেল) ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে এবং ১.৫ গিগাহার্টজ কর্টেক্স এ১০ প্রসেসর। ডিভাইসটিতে র্যাম আছে ৫১২ মেগাবাইট এবং রম ৪ গিগাবাইট। স্টোরেজ বৃদ্ধি করার জন্য আছে মাইক্রোএসডি মেমোরি কার্ড স্লট। ডুয়েল ক্যামেরা সুবিধার ডিভাইসটিতে রেয়ার ক্যামেরা আছে ৩ মেগাপিক্সেল। আর ব্যটারি আছে ৪,০০০ এমএএইচ ক্ষমতার। ডিভাইসটিতে একটি সিম কার্ড স্লটও আছে যার মাধ্যমে GSM সুবিধার সংযোগ ব্যাবহার করা যাবে। সাথে সাথে কথা বলা বা মেসেজ আদান প্রদান করার সুবিধাও পাওয়া যাবে ডিভাইসটি দিয়ে। কথা বলার জন্য এতে আছে বিল্ট ইন মাইক এবং লাউডস্পিকার। আরো আছে ওয়াইফাই এবং ব্লুটুথ। ‘ওয়ার্ল্ড মিশন ২১’ এই ট্যাবটি বিক্রি করছে মাত্র ১২,৫০০ টাকায়।
‘ট্যাব ২১’ ট্যাবটিতে রয়েছে ৭” (৬০০*১০২৪ পিক্সেল) ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে এবং ১.৫ গিগাহার্টজ কর্টেক্স এ১০ প্রসেসর। ডিভাইসটিতে র্যাম আছে ৫১২ মেগাবাইট এবং রম ৪ গিগাবাইট। স্টোরেজ বৃদ্ধি করার জন্য আছে মাইক্রোএসডি মেমোরি কার্ড স্লট। ডুয়েল ক্যামেরা সুবিধার ডিভাইসটিতে রেয়ার ক্যামেরা আছে ৩ মেগাপিক্সেল। আর ব্যটারি আছে ৪,০০০ এমএএইচ ক্ষমতার। ডিভাইসটিতে একটি সিম কার্ড স্লটও আছে যার মাধ্যমে GSM সুবিধার সংযোগ ব্যাবহার করা যাবে। সাথে সাথে কথা বলা বা মেসেজ আদান প্রদান করার সুবিধাও পাওয়া যাবে ডিভাইসটি দিয়ে। কথা বলার জন্য এতে আছে বিল্ট ইন মাইক এবং লাউডস্পিকার। আরো আছে ওয়াইফাই এবং ব্লুটুথ। ‘ওয়ার্ল্ড মিশন ২১’ এই ট্যাবটি বিক্রি করছে মাত্র ১২,৫০০ টাকায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন