>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



ছোট ট্যাবলেট বাজারে আনবে মাইক্রোসফট……………

শিগগিরই নতুন সংস্করণের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর সাড়ে সাত ইঞ্চি মাপের ট্যাবলেট বাজারে আনবে মাইক্রোসফট।২০১৪ সালের প্রথম দিকে এই  ট্যাবটী বাজারে আনবে মাইক্রোসফট।  বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এই চিন্তা করতেচে এবং তা সাস্রই মুল্লে বাজারে আনার চিন্তা করতেচে মাইক্রোসফট।৭ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি মাপের ট্যাবগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাইক্রোসফট নতুন ট্যাবলেট বাজারে আনবে। সাত ইঞ্চি মাপের ট্যাবলেট তৈরির কাজ শুরু তরেছে মাইক্রোসফট। আগামী বছরের প্রথম দিকে  আসবে এই ট্যাবলেট।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার