এই Topic টি আগে এখানে লেখা হয়েছে কিনা জানিনা। তবে আগে লেখা হলেও এটা
আর আগেরটা এক হবে না। IMEI নম্বর কিভাবে বের করতে হয় আশা করি সবাই জানেন।
খুবই সহজ। *#06# প্রেস করলেই চলে আসবে। নম্বরটা দেখতে হবে এরকম
আমাদের
কাজ হল ৭ আর ৮ নম্বর ডিজিট নিয়ে। গুজব আছে এটা দিয়ে জানা যায় কোন
মোবাইল কোন দেশে তৈরী। কতটুকু গুজব আর কতটুকু সত্যি জানিনা। তবে কথায় আছে-
যা রটে তার কিছুটা হলেও ঘটে! 
নকিয়া অবশ্য তাদের সাইটে এটাকে অস্বীকার করেছে। কিন্তু গুজবের সাথে বাস্তবের মিল পাওয়া যায়। তাই এটি নিয়ে লিখছি।
খুবই সহজ। *#06# প্রেস করলেই চলে আসবে। নম্বরটা দেখতে হবে এরকম
3 6 9 3 9 5 0 1 2 3 5 5 6 7 8


নকিয়া অবশ্য তাদের সাইটে এটাকে অস্বীকার করেছে। কিন্তু গুজবের সাথে বাস্তবের মিল পাওয়া যায়। তাই এটি নিয়ে লিখছি।
- 00 - Original Factory (Best Quality)
- 01/10 - Finland (High Quality)
- 13 - Azerbaijan (Very bad quality, bad for health)
- 02/20 - Emirates (Very Poor Quality)
- 03/30, 04/40 - (Good Quality Chinese Phone)
- 05/50 - Brazil/ USA/ Finland
- 06/ 60 - Hon Kong/ China/ Mexico
- 08/80 - Germany (Fair Quality)
- 15 - Not Found
- 09 - Not Found
শেষের দুটি আমি তন্ন তন্ন করে খুঁজেছি।কোথাও পাওয়া যায় নি। কারো কাছে থাকলে বলে দিবেন।
এসব তথ্য নিয়ে মতভেদ আছে। অনেকে বলে সবটাই ধাপ্পা। তবে ঐযে বললাম- যা রটে তার কিছুটা হলেও ঘটে।
উদাহরণ- আপনি যদি অনেক আগের Nokia সেট গুলো দেখেন তবে দেখবেন সেগুলোর IMEI এর ৭ আর ৮ নম্বর ডিজিট 00।
তখন
চায়না বা অন্য দেশে তাদের ফ্যক্টরি তেমন একটা ছিল না। তার মানে দাড়ায়
সেগুলোর মূল ফ্যাক্টরিতে বানানো হত। নকিয়া যতই ধানাই পানাই করুক কথাটা
একেবারে উড়িয়ে দেয়া যায় না।
এর আগে লেখা হয়েছিল এখানে-
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন