>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



অনলাইন জগত বা ফ্রিল্যান্সিং কি আমাদের ফিউচার হতে পারে?

ওডেস্ক সম্পর্কে আমার ধারনা সীমিত, যদিও আমি ২০১০ থেকে ওডেস্ক সম্পর্কে একটু আদটু জানি। ওডেস্ক বিশস্ত, এটা কারর যানা বাকি নাই। আপনি কি কখন ওডেস্ক নিয়ে ভেবেছেন এর ফিউচার কি? কি অবাক হয়ে গেলেন আমার কথায়। আমি পাগল হয়েছিকিনা? আমার পরিচিত অনেক আছে ওডেস্ক এ কাজ করে। আমিও যে একদম করিনা তা না। মাঝে মাঝে দেখি, যে কাজটা ১০ ডলার এর ওই কাজ এ একজন হায়ার হয়েছে মাত্র ৩ ডলার এ। যেমনঃ একটা কাজ ব্যানার ডিজাইন এর, যে কাজটা ২০ ডলার এর তা ৫ ডলার এ করিয়ে নিচ্ছে বায়ার। আবার কেউ কেউ ওডেস্ক আওয়ার মাত্র ০.২ সেন্ট এ এসইও এর কাজ করছে, শুধু নিজের সার্থের জন্য, ““১০০ আওয়ার‍ হলেই, ভাল কাজ পাব তাই একটু কম রেটে করছি আরকি””। তাহলে ওই বায়ার কি এসইও এর মুল্য দিবে ভবিস্যত এ? সে চাইবে সেন্ট এ কাজ করাতে পারছি পার-আওয়ার, কেন ডলার এ করাব? তাহলে ক্ষতি কার হচ্ছে? প্রশ্ন রইল আপনাদের কাছে।
অন্য দিকে আপনি নিজেকে অনেক এক্সপার্ট মনে করছেন, এসইও বা ওয়েব ডিজাইনে। আমি মনে করি ওয়ার্ল্ড এ এখন অনেক এক্সপার্ট আছে, এসইও আর ওয়েব ডিজাইন এর। একই কাজে বিড করেছে মনে করলাম ১৫০ জন যার মধ্যে ২০ জন কি এক্সপার্ট না। তাহলে বাকি ১৯ জন কি ফেইলুর? এমনও হচ্ছে, যে কাজটা পেল সে অনেক কম রেট এ বিড করেছে একজন এক্সপার্ট হিসেবে, কারন কাজ ১৯ জন হারাবে একজন পাবে বলে। শুধু ওডেস্ক এ যে এমন অবস্থা তা কিন্তু নয়। অন্য সাইটগুলো যেমনঃ ফ্রিল্যান্সার, স্ক্রিপ্টল্যান্সার, ইল্যান্স এও এমন হচ্ছে। আমি মনে করি ভাল পড়াশুনা আর ফ্রিল্যান্সিং কখন এক হতে পারে না। স্টুডেন্ট লাইফ এ ফ্রীল্যান্সিং মানে পড়াশুনা হারান। কখন অনলাইন ইনকাম আর পড়াশুনা একসাথে হতে পারে না। ১০০ জনের মধ্যে ৯৫ জন এ খারাপ রেজাল্ট করছে ফ্রিল্যান্সিং করে। তাহলে বাকি ৫ জন কি শুধু ভাগ্যবান। আর ৯৫ জন পড়াশুনা নস্ট করল নিজের ইচ্ছায়। নাকি তাদের ভাগ্য খারাপ। আমি মনে করি, ভার্চুয়াল জগত ইনকাম লাইফ না এটা মানুষকে এক ঘেয়েমি করে রাখছে আর রোগের জন্ম দিচ্ছে। মানুষের আয়ুস্কাল কমছে এই ভার্চুয়াল জগত এর জন্য, যারা খারাপভাবে নিচ্ছে অনলাইনকে। তাছারাও অনলাইন জগত কার ভবিষ্যত হতে পারে আমি মানছি। কিন্তু অনেকের কাছে মনে হচ্ছে সে পারলে, আমি কেন আমার ফিউচার অনলাইন এর মাধ্যমে করতে পারবনা। “ও মনে পরছে ক্লাসে ফার্স্ট এক জন-ই হয়, আর লিখলাম না”।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার