>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



ব্লগ প্লাটফর্মগুলোর হয়রানির প্রতিবাদে ব্ল্যাক আউটে গেল প্রযুক্তিবার্তা.কম

ব্ল্যাক আউটে গেল প্রযুক্তিবার্তা.কম। সরকারের মৌলবাদ তোষণ, ব্লগার গ্রেপ্তার ও নির্যাতন এবং ব্লগ প্লাটফর্মগুলোর প্রতি হয়রানির প্রতিবাদে এবং মুক্ত মত প্রকাশের স্বাধীনতার সপক্ষে ব্ল্যাক আউটে গেল তথ্য প্রযুক্তি ভিত্তিক বাংলা ব্লগ প্রযুক্তিবার্তা.কম (http://www.ProjuktiBarta.Com)। এই প্রতিবাদে একাত্মতা জানিয়েছে আদিবাসী বাংলা ব্লগ, আমারব্লগ, আমরাবন্ধু, ইস্টিশন, উম্মোচন, ক্যাডেট কলেজ ব্লগ, চতূর্মাত্রিক, নাগরিকব্লগ, বিজ্ঞানস্কুলব্লগ, মুক্তমনা, মুক্তাঙ্গন, মুক্তচিন্তাব্লগ, সচলায়তন, সরব এবং স্বাধীনবাংলাস্টেশন এই প্রতিবাদী ব্ল্যাক-আউটে যোগ দিয়ে ব্লগ-সাইট অফ করে প্রতিবাদী ব্যানার ঝুলিয়েছে।
মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক গোষ্ঠী যখন ব্লগে এবং অনলাইনে মিথ্যাচারের মাধ্যমে তরুণ এবং আগামী প্রজন্মের কাছে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের মিথ্যে ইতিহাস এবং সাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে সর্বাত্মক চেষ্টা করছিলো, ব্লগারদের প্রতিবাদ ও প্রতিরোধের শুরু তখন থেকে। বছরের পর বছর ধরে ব্লগাররা নিরলস পরিশ্রমে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে অনলাইনে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির চেতনা সমুন্নত রেখেছেন। এখনো রাখছেন, ভবিষ্যতেও রাখবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার