>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



চলতি বছরের জুন মাসেই আসছে পঞ্চম প্রজন্মের আইপ্যাড

চলতি বছর জুন মাসের ১৮ তারিখটি ক্যালেন্ডারের পাতায় চিহ্নিত করে রাখতে পারেন কারন এ দিনটিতেই পঞ্চম প্রজন্মের আইপ্যাডের ঘোষণা দিতে পারে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ। সম্প্রতি আইপ্যাডের নতুন সংস্করণ নিয়ে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নানা খবর প্রকাশিত হয়। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বর্তমানে বাজারে থাকা আইপ্যাড মিনির মত হালকা-পাতলা ও চকচকে হবে আইপ্যাডের পঞ্চম সংস্করণটি।

জুন মাসের ১৮ তারিখ এ পণ্যটির বাজারে আনার ঘোষণা আসতে পারে। তবে ২৭ জুন থেকে আইপ্যাড ৫ বাজারে পাওয়া যেতে পারে বলেই ধারণা করছেন বাজার গবেষকেরা। এদিকে আইপ্যাড ৫ ঘোষণা দেওয়ার আগেই ১০ জুন থেকে ১৪ জুন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স নামের বার্ষিক অনুষ্ঠানটির আয়োজন করতে পারে অ্যাপল। এ অনুষ্ঠানে আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের ঘোষণা আসতে পারে। এর পরপরই হয়তো আবারও একঝাঁক অ্যাপল পণ্য বাজারে আনার ঘোষণা দিতে পারেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
অবশ্য বাজার গবেষকেরা ধারণা করলেও অ্যাপল আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপ্যাড ও আইফোনের পরবর্তী সংস্করণ তৈরির কাজে হাত দিয়েছে অ্যাপল। অ্যাপলের নতুন সংস্করণের ট্যাবলেট কম্পিউটারের নাম হতে পারে আইপ্যাড ৫ ও স্মার্টফোনের ক্ষেত্রে ‘আইফোন ৫ এস’। এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তিপণ্যের বাজারে অ্যান্ড্রয়েডনির্ভর পণ্যের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে অ্যাপলকে। বাজারের চাহিদা অনুসারে এবারের পণ্যগুলোতে নতুনত্ব রাখতে পারে অ্যাপল কর্তৃপক্ষ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার