>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



হাঁসতে থাকুন পেট ফুলিয়ে পর্বঃ- ০৮

পুরোপুরি সত্য না

কোচ বলছেন খেলোয়াড়কে, ‘তোমার রুমমেটের কাছে শুনলাম, তুমি নাকি গতকাল ঘুমের মধ্যে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলে, আর অভিশাপ দিচ্ছিলে? এ কথা কি সত্য?’
খেলোয়াড়: না স্যার, পুরোপুরি সত্য না।
কোচ: তাহলে কতটুকু সত্য?
খেলোয়াড়: আমি ঘুমাচ্ছিলাম—এটা মিথ্যা!

ফুটবল ম্যাচ

ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের দেয়াল বেয়ে ওঠার সময় দুই দর্শককে আটক করল পুলিশ।
পুলিশ: দেয়াল বেয়ে উঠছিলে কেন?
দর্শক: কী করব? আপনারা তো গেট বন্ধ করে দিয়েছেন।
পুলিশ: গেট বন্ধই থাকবে। ওপরের নির্দেশ আছে, খেলা শেষ হওয়ার আগে কোনো দর্শক যেন বের হতে না পারে! এখন যাও, গ্যালারিতে বসো আর বাকি খেলা দেখ!

ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট

স্কুলে আট বছর বয়সী ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট চলছে। খেলার মাঝখানে এক খেলোয়াড়কে ডেকে নিলেন কোচ।
কোচ: যা বলছি, মন দিয়ে শোনো। ফাউল হলেই রেফারির দিকে তেড়ে যেতে হয় না।
খেলোয়াড়: হুমম্।
কোচ: জয়-পরাজয় যা-ই হোক, সেটা খেলারই অংশ। হেরে গেলে তা নিয়ে উত্তেজিত হলে চলবে না।
খেলোয়াড়: হুমম্।
কোচ: আর কোচ যদি তোমাকে মাঠ থেকে উঠিয়ে অন্য কাউকে খেলতে নামান, সেটা আরেকজনকে সুযোগ করে দেওয়ার জন্য। এটা খেলারই নিয়ম। এ জন্য কোচকে গালিগালাজ করা চলবে না। যা বলেছি সব বুঝতে পেরেছ?
খেলোয়াড়: হুমম্।
কোচ: গুড। এখন যাও আর তোমার মাকে এ কথাগুলো বোঝাও!

বুট পরা

পোকা আর পাখিদের মধ্যে ফুটবল ম্যাচ হচ্ছে। প্রথমার্ধে পোকারা পাখিদের সঙ্গে মোটেই জুত করতে পারল না। ৩৭টা গোল খেল পোকাদের দল।
দ্বিতীয়ার্ধে ঘটল এক কাণ্ড। পোকাদের দলে কেন্নো এল খেলতে। এসেই সে হালি হালি গোল দেওয়া শুরু করল। শেষে দেখা গেল, কেন্নোর দেওয়া গোলে পোকারা জিতল ৭৭-৩৭ গোলে। পাখিদের তো মাথায় হাত। তাদের দলনেতা দোয়েল খেলা শেষ হলে পোকাদের দলনেতা গুবরেকে ডেকে বলল, ‘কেন্নো এত ভালো খেলে, তো ওকে তোমরা প্রথমার্ধে নামালে না কেন?’
গুবরে পোকা বলল, ‘আমরা তো নামাতেই চাইছিলাম, কিন্তু ব্যাটা সেই যে গত রাত থেকে বুট পরা শুরু করেছে আর আজকে খেলার অর্ধেক শেষ হওয়ার পর তার বুট পরা শেষ হয়েছে। তাই ওর আসতে দেরি হয়ে গেল।’

সরাসরি সম্প্রচার

বহু বছর ধরে টিভিতে খেলা দেখে অভ্যস্ত এক লোক জীবনে প্রথম গেল স্টেডিয়ামে। খেলা শুরুর আগে গ্যালারিতে বসে পাশের দর্শককে জিজ্ঞেস করল সে, ‘ভাই, আজকের ম্যাচটা কি সরাসরি সম্প্রচার করা হবে? নাকি রেকর্ড করা অবস্থায়?’

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার