>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



অবশেষে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমলো। – ১ মে থেকে কার্যকর।

প্রতি মেগা বিট ব্যান্ডউইথের দাম আট হাজার টাকা থেকে কমিয়ে
চার হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে বিটিসিএল।

বাংলাদেশে টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের(বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এসওএম কলিম উল্লাহ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ (আইএসপি)অন্যান্য উচ্চ ব্যান্ডউইথ গ্রাহকদের জন্য প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম ৪৮০০ টাকা এবং উচ্চহারে ব্যবহারের পরিমানের উপর শতকরা ১৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ হারে ছাড় (ডিসকাউন্ট) দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে শতকরা ২৫ শতাংশ,  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং ও রিসার্চ সেনটার ও সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শতকরা ৫ শতাংশ এবং সরকারি অফিস এবং আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানে শতকরা ৫ শতাংশ হারে বেসিক মাসিক চার্জ (৪৮০০) এর উপর ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া বিটিসিএলের অন্যান্য লিজড লাইন ও  ইন্টারনেট সংযোগ চার্জ পুনঃনির্ধারণ হয়েছে বলেও জানান বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার