কম্পিউটার র্যাম যান্ত্রিক জীবনের এক অপরিহার্য হার্ডওয়্যার। আমাদের
কম্পিউটার এর গতি অনেকটাই নির্ভর করে আমাদের কম্পিউটার এ লাগানো র্যাম এর
উপরে। দিন দিন আমাদের চাহিদা বেড়েই চলছে তাই প্রযুক্তি আমাদের দিচ্ছে নিত্য
নতুন সহ পন্য। গেমস অথবা ভালো মানের ভিডিও চালাতে র্যাম এর চাহিদা আরো
বাড়তেই থাকবে সে আমরা খুব ভালো করেই জানি। আর সেজন্য যুক্তরাষ্ট্রের
কম্পিউটার যন্ত্র নির্মাতাপ্রতিষ্ঠান ‘কর্সেয়ার’ সম্প্রতি নতুন এক ধরনের
র্যাম বাজারে ছাড়ছে বলে ঘোষণা দিয়েছে। র্যামটির নাম ‘ভেনজেন্স
এক্সট্রিম’। এটি হবে ৩০০০ মেগাহার্টজ গতির। আর এতে থাকবে ৮ গিগাবাইট
ডুয়াল-চ্যানেল ডিডিআরথ্রি মেমোরি কিট। বলা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে
দ্রুতগতির র্যাম।
দুটি ৪ গিগাবাইট মেমোরি কিটযুক্ত এ র্যামটি সাধারণ ‘এয়ার কুলিং’-এ ১ দশমিক ৬৫ ভোল্টে এবং ১২-১৪-১৪-৩৬ ল্যাটেন্সি সেটিংসে ৩০০০ মেগাহার্টজ গতিতে মেমোরি আদান-প্রদান করবে। এটি তৃতীয় প্রজন্মের ইনটেল কোর আনলকড প্রসেসরের সঙ্গে সমন্বিত মেমোরি কন্ট্রোলারে ৩০০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে চলতে সক্ষম। ৩০০০ মেগাহার্টজ-সম্পন্ন দ্রুতিগতির এই ভেনজেন্স এক্সট্রিম মেমোরির কঠিন অভ্যন্তরে চারটি প্রক্রিয়া রয়েছে। কার্যক্ষমতা নির্বাচনে ইনটেল জেড৭৭-ভিত্তিক মাদারবোর্ড, আসুস পি৮জেড৭৭-আই ডিলাক্স এবং এএসরক জেড৭৭ওসি ফর্মুলা সম্পাদিত হয়েছে।কর্সেয়ারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জি এম থি লা বলেন, ‘আমাদের প্রকৌশলী দলের কঠিন পরিশ্রমের ফলে আমরা মেমোরির জন্য এ রকম একটি ভালো প্রযুক্তি পেয়েছি। আর আমরা খুশি হবো তখনই, যখন এই নতুন ভেনজেন্স এক্সট্রিম মেমোরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারব।’ নতুন এই প্রযুক্তির পন্য আমাদের মাঝে দ্রুত ছরিয়ে পড়ুক সেই কামনায় আজকের মত বিদায় ধন্যবাদ।
দুটি ৪ গিগাবাইট মেমোরি কিটযুক্ত এ র্যামটি সাধারণ ‘এয়ার কুলিং’-এ ১ দশমিক ৬৫ ভোল্টে এবং ১২-১৪-১৪-৩৬ ল্যাটেন্সি সেটিংসে ৩০০০ মেগাহার্টজ গতিতে মেমোরি আদান-প্রদান করবে। এটি তৃতীয় প্রজন্মের ইনটেল কোর আনলকড প্রসেসরের সঙ্গে সমন্বিত মেমোরি কন্ট্রোলারে ৩০০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে চলতে সক্ষম। ৩০০০ মেগাহার্টজ-সম্পন্ন দ্রুতিগতির এই ভেনজেন্স এক্সট্রিম মেমোরির কঠিন অভ্যন্তরে চারটি প্রক্রিয়া রয়েছে। কার্যক্ষমতা নির্বাচনে ইনটেল জেড৭৭-ভিত্তিক মাদারবোর্ড, আসুস পি৮জেড৭৭-আই ডিলাক্স এবং এএসরক জেড৭৭ওসি ফর্মুলা সম্পাদিত হয়েছে।কর্সেয়ারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জি এম থি লা বলেন, ‘আমাদের প্রকৌশলী দলের কঠিন পরিশ্রমের ফলে আমরা মেমোরির জন্য এ রকম একটি ভালো প্রযুক্তি পেয়েছি। আর আমরা খুশি হবো তখনই, যখন এই নতুন ভেনজেন্স এক্সট্রিম মেমোরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারব।’ নতুন এই প্রযুক্তির পন্য আমাদের মাঝে দ্রুত ছরিয়ে পড়ুক সেই কামনায় আজকের মত বিদায় ধন্যবাদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন