>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



তাক লাগিয়ে দিল মোবাইলদোকান ডট কমের প্রমোশনাল ভিডিও


মোবাইলদোকান ডট কমের লক্ষ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশ স্বপ্নকে শক্ত হাতে সামনে এগিয়ে নেয়া। এটি একটি মোবাইল ফোন ইনফো সাইট যেটা বাংলাদেশের মার্কেটে বিভিন্ন ধরনের মোবাইল ফোনের দাম সম্পর্কে অবগত করে থাকে। শুধু দামই নয় বরং ভিজিটররা রেটিং, কমেন্ট ইত্যাদি করার সুযোগও পাচ্ছে।  এই সাইটটিতে আছে প্রতিটি মোবাইল ফোনের পূর্ণ স্পেসিফিকেশন এবং এই সাইটটির একটি চমত্কার বৈশিষ্ট হলো যে আপনি আপনার পছন্দের ফিচার যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ৮  মেগাপিক্সেল ক্যামেরা, এফএম রেডিও ইত্যাদি অনুসারে ফিল্টার করে মোবাইল ফোন সার্চ করতে পারবেন।
সম্প্রতি এই সাইটটি একটি ক্রিয়েটিভ ১ মিনিট প্রমোশনাল ভিডিও ইউটিউবে আপলোড করেছে যা প্রশংশনীয়। এটি শুধুমাত্র বাংলাদেশে ভিডিও মার্কেটিংএ নতুন মাত্রা যোগই করেনি বরং শক্তিশালী ডিজিটাল বাংলাদেশ স্বপ্নকে সুদূরপ্রসারী করবে। ভিডিওটি মোবাইলদোকান ডট কমের হোমপেজএ গেলে দেখতে পাবেন অথবা ইউটিউবে দেখতে চাইলে যেতে পারেন এখানে – http://www.youtube.com/watch?v=2Ok6nCyY-5I

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার