মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



নতুন দুইটি tablet নিয়ে আসার ঘোষনা দিল Symphony

0 মন্তব্য(গুলি)
কিছুখন আগে Symphony তাদের facebook page a নতুন দুইটি tablet নিয়ে আসার ঘোষনা দিল
tabtel দুইটি হল Symphony Tab T8i এবং Symphony T7i tab
যদি price এখনো ঠিক হয় নাই
Symphony Xplorer Tab T8i Specification

1. Operating System: Android 4.0 Ice Cream Sandwich
2. 8” IPS XGA Capacitive Touch
3. XGA Display
4. Camera:5MP+2MP
5. 1 GHz Processor (Duad Core)
6. RAM 1 GB & ROM 4 GB
7. Battery 4700 mAh
8. 3G Network,EDGE,WiFi,GPS
9. Audio Video & call recorder
10.Bluetooth: v3.0
9. Angry Birds, Highway rider, Facebook, Youtube, Android Market(Play Store),
Temple Run, Nimbuzz, Gmail, Skype, Office suite, Dictionary
10. GPS, G-Sensor
11. 2G Network: GSM 900/1800/1900MHz
12. 3G Network: WCDMA 850/2100MHz
Symphony Xplorer Tab T7i Specification

1. Operating System: Android 4.0 Ice Cream Sandwich
2. 7” TFT WVGA Capacitive Touch
3. WVGA Display
4. Camera:2 MP+0.3 MP
5. 1 GHz Processor (Duad Core)
6. RAM 512 MB & ROM 4 GB
7. Battery 3000 mAh
8. 3G Network,EDGE,WiFi,GPS
9. Audio Video & call recorder
10.Bluetooth: v3.0
9. Angry Birds, Highway rider, Facebook, Youtube, Android Market(Play Store)
Temple Run, Nimbuzz, Gmail, Skype, Office suite, Dictionary
10. GPS, G-Sensor
11. 2G Network: GSM 900/1800/1900MHz
12. 3G Network: WCDMA 850/2100MHz
বিস্তারিত পড়ুন »

উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ | ভর্তি পদ্ধতি

0 মন্তব্য(গুলি)
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আসলে নিয়মিত পোস্ট লেখা হয় না কিন্তু নিয়মিত ভিজিট করা হয় টিউনারপেজে। আজকে আপনাদের জন্য একটি ভিন্ন রকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। কেউ করেছে কিনা ইতিমধ্যে আমি আসলে জানি না। তবুও আপনাদের জন্য লিখতে বসলাম।
২০১২-২০১৩ইং সেশানের শিক্ষার্থীদের জন্য গত বারের মতো এবারও অনলাইন মানে টেলিটকের মাধ্যমে ইন্টারমিডিয়েট / উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে। আর এই ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৮ই মে, ২০১৩ইং তারিখ থেকে। আর এটা সম্পূর্ণ রূপে চলবে SMS পক্রিয়ার মাধ্যমে। ১৮ই মে, ২০১৩ইং থেকে শুরু হয়ে আগামী ৬ই জুন, ২০১৩ইং তারিখ পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলতে থাকবে। এই তারিখের মধ্যে সকল ছাত্র-ছাত্রীকে টেলিটকের মাধ্যমে SMS করে ভর্তির জন্য আবেদন করে হবে।

নিয়মিত স্কুলে যাই icon biggrin উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ | ভর্তি পদ্ধতি
ভর্তির ফলাফল প্রকাশিত হবে আগামী ১৬ই জুন, ২০১৩ইং তারিখে এবং একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১লা জুলাই, ২০১৩ইং তারিখ থেকে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ৯০% সিট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর জেলা শহর গুলোর ছাত্র-ছাত্রীদের জন্য। ৩% সিট রাখা হয়েছে জেলা শহর গুলোর বাহিরে থেকে আসা ছাত্র-ছাত্রীদের জন্য। এছাড়াও ৫% সিট মুক্তিযোদ্ধা কৌটা এবং ২% কর্মকর্তা, কর্মচারী, গর্ভনিং বডির সন্তানদের জন্য।

এবার আসুন কীভাবে আপনি টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন করবেন


  • প্রথমে আপনার টেলিটক সিম মোবাইলে লাগিয়ে Massage অপশনে যান।
  • এবার লিখুনঃ CAD <স্পেস> EIIN <স্পেস> গ্রুপের প্রথম অক্ষর (বিজ্ঞান S, মানবিক H, ব্যবসায় শিক্ষা B) <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা DHA, কুমিল্লা COM) <স্পেস> রোল নং <স্পেস> পাশের সাল <স্পেস> শিফটের নাম (প্রভাতি হলে M, দিবা হলে D, কোন কিছু না হলে N) <স্পেস> ভার্সন <বাংলা ভার্সনের B, ইংরেজি ভার্সনের E) <স্পেস> কোটার নাম (মুক্তিযোদ্ধা FQ, কর্মকর্তা, কর্মচারী, গর্ভনিং বডির সন্তান হলে EQ, অন্যকিছু হলে লেখা দরকার নাই)।
  • এবার SMS করুন 16222.
  • উদাহরণ দেখুনঃ CAD 108573 S COM 123456 2012 M B FQ
ভর্তি পদ্ধতি | অনির্বাচিত টিউনার

 EIIN কোথায় পাবেন


আপনি যে জেলায় থাকেন বা যে জেলার কলেজের EIIN প্রয়োজন সেই জেলার নামের উপর ক্লিক করুন ও ডাউনলোড করে নিন আপনার EIIN টি।
BAGERHAT
BANDARBAN
BARGUNA
BARISAL
BHOLA
BOGRA
BRAHAMANBARIA
CHANDPUR
CHITTAGONG
CHUADANGA
COMILLA
COX’S BAZAR
DHAKA
DINAJPUR
FARIDPUR
FENI
GAIBANDHA
GAZIPUR
GOPALGANJ
HABIGANJ
JAMALPUR
JESSORE
JHALOKATI
JHENAIDAH
JOYPURHAT
KHAGRACHHARI
KHULNA
KISHOREGANJ
KURIGRAM
KUSHTIA
LAKSHMIPUR
LALMONIRHAT
MADARIPUR
MAGURA
MANIKGANJ
MAULVIBAZAR
MEHERPUR
MUNSHIGANJ
MYMENSINGH
NAOGAON
NARAYANGANJ
NARSINGDI
NATORE
NAWABGANJ
NETRAKONA
NILPHAMARI
NOAKHALI
NORAIL
PABNA
PANCHAGARH
PATUAKHALI
PIROJPUR
RAJBARI
RAJSHAHI
RANGAMATI
RANGPUR
SATKHIRA
SHARIATPUR
SHERPUR
SIRAJGANJ
SUNAMGANJ
SYLHET
TANGAIL
THAKURGAON
আশা করি আর কারও সমস্যা হবে না ভর্তির আবেদন করা নিয়ে। সবাইকে ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আ্পনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ। icon biggrin উচ্চ মাধ্যমিক (ইন্টারমিডিয়েট) কলেজ ভর্তি ২০১৩ | ভর্তি পদ্ধতি
বিস্তারিত পড়ুন »

আপনার ৫০০০+ ফ্যান এর পেজ এর ফ্যান এখনি ৪ গুন করে নিন

0 মন্তব্য(গুলি)

আমরা অনেকেই নতুন ফ্যান পেজ খুলে লাইক বাড়াতে পারিনা… কিংবা অনেক কষ্ট হয় ফ্যান গুলো যোগাড় করতে… তারপরেও কিছুদিন পোস্ট না দিলে ফ্যান কমে যায়.. সব দিক দিয়ে কষ্ট.. আমাদের অনেকেই আবার অন্য পেজ এর সাথে এক্সচেঞ্জ করে ফ্যান বাড়ায়.কিন্তু এইভাবে খুব কম সময়ে বেশি লাইক পাওয়া যায়না… আমি আজ আপনাদের এমন একটি ওয়েবসাইট উপহার দিব যেই সাইট এ গিয়ে কোনো রেজিস্টার করা লাগবেনা.. আপনার ফেইসবুক এর লগ ইন ইনফরমেশন দিয়ে ই লগ ইন করতে পারবেন.. লগ ইন করার পর যেই পেজ আসবে ঐখানে আপনার ৫০০০+ ফ্যান এর পেজ এর লিংক সাবমিট করতে হবে.. ঠিক ২৪ ঘন্টার মধ্যে আপনার পেজ এ ৪ গুন লাইক পাবেন… ভয় পাওয়ার কিছু নেই.. এই ওয়েবসাইট এর সিস্টেম হচ্ছে আপনি আপনার একাউন্ট দিয়ে আপনার আইডি সাবমিট করবেন.. অন্যরাও তাদের পেজ সাবমিট করবে.. এইভাবে একজন এর পেজ এর ফ্যান অন্যদের পেজ এ এক্সচেঞ্জ করা হবে… আপনি উপকৃত হলে অন্যদের সাথেও শেয়ার করতে ভুলবেন না…. ওয়েবসাইট এ যেতে এইখানে ক্লিক করুন
বিস্তারিত পড়ুন »

মোবাইল ফোনের ক্যামেরা কোনো খাদ্যের উপর ধরলেই তার গুণাগুণ বলে দিতে পারবে

0 মন্তব্য(গুলি)
মোবাইল ফোনের ক্যামেরা কোনো খাদ্যের উপর ধরলেই হলো।অ্যাপ তার গুণাগুণ, খাদ্য কতটা তর-তাজা তা বলে দিতে পারবে।
খাদ্যের বিশ্বায়ন
বিশ্বায়নের এ যুগে চাইলে পাওয়া যায় না এমন জিনিস বোধ হয় নেই৷ রকমারি শাক-সবজি, ফল থেকে শুরু করে বাঘের দুধ – হালের সুপারমার্কেটগুলিতে স্থানীয় খাবার-দাবারের পাশে খুব হেলার ছলেই জায়গা করে নিচ্ছে দেশ-বিদেশের খাদ্য সামগ্রী। হল্যান্ডের টোমেটো, স্পেনের সসেজ, ফ্রান্সের চিজ, ভারতীয় আম অথবা বাংলাদেশি ইলিশ মাছ – চাইলেই এগুলো সুদূর ইউরোপে বসেও হাতের মুঠোয় উঠে আসতে পারে৷ কিন্তু জিনিসগুলোর মান? সেটা কি নিশ্চিত করা সম্ভব? হ্যাঁ, সম্ভব৷ তাও আবার সাধারণ মুঠোফোনের মাধ্যমেই।
খাদ্যের মান
জার্মানির ড্রেসডেন শহরে ফ্রাউনহোফার-ইনস্টিটিউট এবার এমন একটা অ্যাপ বা মোবাইল-অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যা দিয়ে খুব সহজেই খাদ্যের পচন সনাক্ত করা সম্ভব৷ সম্ভব তার গুণাগুণ বিচার করাও। মুঠোফোনের মধ্যে যে জিনিস এই কাজটা করে থাকে, সেটা আর কিছুই নয়, একটা ‘স্পেক্ট্রোমিটার’ । এটা অনেকটা ‘ডিজিটাল ক্যামেরা’-র মতো৷ ক্যামেরা যেমন আলোর প্রতিফলনকে তিনভাগে ভাগ করে একটা অবয়ব তৈরি করে, তেমনই স্পেক্ট্রোমিটারও নিমেষের মধ্যে তুলে ফেলে সামনে রাখা জিনিসের ছবি।
বিশ্লেষণের পদ্ধতি
অবশ্য ফ্রাউনহোফার-ইনস্টিটিউটের তৈরি করা এই স্পেক্ট্রোমিটার-অ্যাপ আরো অনেক কাজ করে থাকে৷ বিজ্ঞানী ড. মিশায়েল শলেস এ প্রসঙ্গে বললেন, ‘‘সাধারণ ক্যামেরার মতো আমরা তিনটি মাত্র চ্যানেল দিয়ে আলোকরশ্মিকে বিভক্ত করি না। আমরা আরো স্পষ্ট ছবি তোলার জন্য সূক্ষ্মতর প্রতিফলন সৃষ্টি করে থাকি৷ এটা অনেকটা ডিজিটাল প্রক্রিয়ায় আঙুলের ছাপ নেয়ার মতো। এতে করে খাদ্যের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে তাৎক্ষণিক একটা আন্দাজ পাওয়া যায়৷”
অবশ্য শুধু কাঁচা শাক-সবজি বা ফলই নয়, যে কোনো শুকনো খাবারের ক্ষেত্রেও এই পরীক্ষা করা যায়। মজার বিষয় হলো, আর চার-পাঁচটা অ্যাপের মতো এটার ব্যবহারও খুব সহজ। কোনো খাদ্য সামগ্রির গুণাগুণ জানতে চান? জানতে চান কোনো একটি বিশেষ খাবারে কতটা পানি, কতটা লবণ বা কতটা চর্বি আছে? অথবা ওষুধে কোনো বিশেষ কেমিক্যালের পরিমাণ কতটা? সমস্যা নেই৷ হাতের মুঠোফোনটিতে স্পেক্ট্রোমিটার-অ্যাপ ‘ইন্সটল’ করুন৷ তারপর খাদ্য সামগ্রির তুলে নিন একটা ছবি৷ ব্যাস্!
সেই তোলা ছবির মধ্যে দু’ধরণের আলোকরশ্মি শনাক্ত করে জিনিসটা টেকসই কিনা, তাজা কিনা অথবা তাতে কোন উপাদান কতটা পরিমাণ আছে – সেটাই ২০০৩ সাল থেকে নির্ধারণ করার চেষ্টা করছেন ড. হাইনরিশ গ্র্যুগার এবং তাঁর দল৷ ড. গ্র্যুগার বললেন, ‘‘ভবিষ্যতে স্পেক্ট্রোমিটার-অ্যাপ সরাসরি খাদ্য সামগ্রীর ওপর ধরে ছবি তোলা যাবে৷ খুব সহজেই যে কোনো খাবারের গুণাগুণ বিশ্লেষণ করে ফেলতে পারবে এটি৷ এই ধরুন এই আপেলটা…এই অ্যাপের সাহায্যে আপেলটার ছবি তুললেই মোবাইলে বসানো স্পেক্ট্রোমিটারটি বলে দেবে এটা মিষ্টি বা টক কিনা৷ অথবা জানিয়ে দেবে এটা আদৌ এখনও খাওয়ার যোগ্য কিনা…৷”
ড. গ্র্যুগার আরও বললেন, ‘‘এবার একটা ক্রিমটা নেয়া যাক৷ ধরুন ক্রিমটার ‘এক্সপায়েরি ডেট’ পার হয়ে গেছে৷ এরপরেও স্পেক্ট্রোমিটার-অ্যাপের মাধ্যমে তোলা ছবিতে হয়ত দেখা যাবে যে, এটা আরো কিছুদিন ব্যবহার করা যাবে৷”  ড. গ্র্যুগার জানান, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যেই মুঠোফোনে এই স্পেক্ট্রোমিটার-অ্যাপ ‘ইন্সটল’ করে রোজকার বাজার করা সম্ভব হবে৷ ওষুধ দিয়ে নয়, শুধুমাত্র এই অ্যাপের কল্যাণেই তখন পচন থেকে বাঁচবে জীবন, সহজ হবে টাটকা শাক-সবজি আর ফল কেনা৷
বিস্তারিত পড়ুন »

ফেসবুক লাইক বা ওয়েবপেজ/ব্লগ ভিজিটর নিন দ্রুত !!!

0 মন্তব্য(গুলি)
আশা করি সবাই ভাল আছেন । আজকের এই পোস্টটি তাদের জন্য যারা ফেসবুকে লাইক পাচ্ছেন না ।
আপনাদের অনেকেরই ফেসবুকে  ফ্যন পেইজ আছে কিন্তু লাইকের সংখ্যা খুবই কম বা ফেসবুকে পোস্ট করেছেন কিন্তু লাইক পাছেন না তারা এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর Earn Coin এ গিয়ে Coin Earn করুন তারপর Add Websiteআ গিয়ে আপনার ফ্যন পেইজ এর Link দিন । দেখবেন ১ - ২ ঘন্টার মধ্যে লাইক পেয়ে গেছেন ।
এখানে আপনি পাবেন ফ্রি ফেসবুক লাইক , গুগল+, টুইটার follower, ইউটিউব views , ওয়েবসাইট ভিজিট ।
আর এই ওয়েবসাইট টা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য । যার ফলে আপনি পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশি ফ্যান বা follower। আপনার ওয়েবপেজ বা ব্লগ ও পপুলার হয়ে যাচ্ছে বাংলাদেশিদের কাছে । আর সাইট টি ব্যবহার করা সহজ ।
আমরা যারা facebook পেজ বা কোনো সাইট এর admin তাদের জন্য খুবই প্রয়োজনীয় ও ১০০% কার্যকর এই সাইটটি।

ধন্যবাদ ।
বিস্তারিত পড়ুন »

অবশেষে এলো কাঙ্খিত Walton Primo X1, মূল্য ধরা হয়েছে ১৮৬৯০ টাকা

0 মন্তব্য(গুলি)

Walton Primo X1


Basic information
Operating System: Android 4.1.2 (jelly bean)
Processor: 28nm Quad-Core 1.2GHz
GPU: PowerVR SGX 544
Memory: 1GB
Storage space: 4GB
Call mode: Dual card dual mode dual standby
Network parameters
Network type: UMTS + GSM
Network band: GSM850/900/1800/1900MHz, UMTS 900/2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSDPA / HSPA+
Screen
Screen size: 4.65-inch HD
Resolution: 1280 × 720
Screen type: Capacitive touch screen with 2nd generation gorilla glass
Screen material: HD Super AMOLED screen
External Memory: Support Micro SD card, up to 32GB
Camera
Sensor: CMOS
Rear camera: BSI 8.0 Mega pixels
Front camera: BSI 2.0 Mega pixels
Video recording: Full HD (1080p) (1920x1080)
Flash: Support
Multimedia
Radio: Support with recorder
Battery Capacity: 2100mAh
Type: Lithium battery
Connectivity
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2
Sensor: Gyro/Accelerometer (3D), Light sensor, Gravity sensor, Proximity sensor, Compass
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function
Color: Noble black
Dimensions: 135.5 × 70 × 8.6mm
Weight: 132g
Price: 18,690 BDT
Specifications are subject to change without any prior notice.
বিস্তারিত দেখুন- http://waltonbd.com/products/mobile/walton-primo-x1
বিস্তারিত পড়ুন »

আপনাদের জন্য একটা চরম Portabe Dictionary(Eng~Ban & Ban~Eng) {Mediafire Link}

0 মন্তব্য(গুলি)


আসসালামু-আলাইকুম,
আজ আপনাদের জন্য কোন টিপস বা ট্রিক্স নিয়ে নয়, হাজির হলাম চমৎকার একটি English~Bangla এবং Bangla~English ডিকশনারি নিয়ে।
আপনার ইংলিশ skill-কে আরও একধাপ এগিয়ে দিতেই আমার এই টিউন।
এর নাম- Shadhin Ovidhan
এই ডিকশনারি_
*No need to Install (আমার নিজের তৈরি Portable)
*Unicode Based
*একই সাথে বাংলা ও এংলিয়াহ সার্চের সুবিধা
*সাথে আরও অনেক ফিচার যা আপনাকে মুগ্ধ করবে, ইংলিশ skill-বাড়িয়ে দিবে।
তো কথা না বাড়িয়ে ডাউনলোড করে নিন_(Only 15 Mb)
PC-তে dot net না থাকলে নিয়ে নিন>
ডিকশনারিটা ভাল লাগলে একটা অন্তঃত কমেন্ট করবেন। বিদায়......

বিস্তারিত পড়ুন »

জিপি ফ্রি নেট বন্ধ করে দিয়েছে । এখন কয়েকটা বিকল্প পদ্ধতি দেখে নেয়া যাক । ১০০% কাজ করবেই করবে । ৷

0 মন্তব্য(গুলি)
জিপি ফ্রি নেট বন্ধ করে দিয়েছে । এখন কয়েকটা বিকল্প পদ্ধতি দেখে নেয়া যাক
-----------
1 » আপাতত ব্রাউজ এর জন্য প্রথমে p1 একটিভ করুন ।
তারপর T567321 লিখে 9999 এ SMS দেন ।
তাহলে আপনি ৫ টাকায় 15MB পাবেন যার মেয়াদ ১৫ দিন ।
*অবশ্যই P1 একটিভ করার পর ম্যাসেজটা পাঠাবেন ।
2» GP-Internet এবং Opera mini দিয়ে ফেসবুক ফ্রী চালান ।
মনে রাখবেন মোড করা ওপেরাতে নয় ।
Opera এর Adress এ http://0. facebook.com/ লিখে ফ্রী ফেসবুক ব্যবহার করুন ।
আপনি চাইলে ছবিসহ ব্যবহার করতে পারবেন ।
শুধু Photo link copy করে 0 এর আগে WWW বসান ।
এভাবে , http:// www. 0.facebook.com/­home.php যাদের টাকা বা মেগাবাইট কাটছে তারা অপেরার সেটিংস এ যান ।
(opera mini 5.0 to 7.1) Menu>settings>>­advanced settings. উপরে 'connection type'/­'protocol' নামে একটা মেনু আছে ।
ওখান 'HTTP' এবং 'SOCKET' Or 'SOCKET/HTTP' নামের অপশন আছে ।
আপনারা 'HTTP' সিলেক্ট করে 0. facebook.com চালান , তাহলে Tk বা Mb কাটবে না ।
আর কাটলেও মাঝে মাঝে 2/1KB or, 2/1 paisa কেটে নিতে পারে ।
ওপেরা 4.0 to 4.4 এ Menu>setting>pr­otocol type এ যেতে হবে ।
3 » P1 একটিভ করুন ।
তারপর প্রতিদিন রাত ১১.৩০ খেকে ১২.১৫ পর্যন্ত continue একটা File download করুন ।
23tk যাবে প্রথমদিন , তারপর থেকে ফ্রি ব্রাউজ করতে থাকুন প্রতিদিন ।
4 »আনলিমিটেড ফাইল ডাউনলোডের জন্য P 4(150MB@60tk pack) নিন রাত 12.05am এ , 130 মেগাবাইট ডাটা শেষ হবার পর 30 Megabyte এর একটা বড় ফাইল একটানা একবারে ডাউনলোড দিন ।
এরপর প্যাকটা আনলিমিটেড হয়ে যাবে । আপনি ওইদিন 1.7GB+ ডাটা ডাউনলোড দিতে পারবেন ।
আর ওইদিন 11.30pm থেকে 12.45am পর্যন্ত ডাটা ইউজ টানা করলে কথনো কথনো পরের দিনেও আনলিমিটেড ডাউনলোড দিতে পারবেন ।
আর নতুন কার্যকর ট্রিক পেলে জানানো হবে ।
বিস্তারিত পড়ুন »

আপনার ওয়াইম্যাক্স মডেমটিতে ফ্রী নেট চালান

0 মন্তব্য(গুলি)
আসসালামুয়ালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করলাম।
পোস্ট দেখে নিশ্চয় বুজে গেছেন এটি BANGLALION QUBEE WIMAX HACK TRICKS. আপনি সকল WIMAX MODEM দিয়ে এই নিয়মে ফ্রী নেট ব্রাউজ করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করা যাক।
বুজতে না পারলে নিছের স্ক্রীনশট গুলা ভাল করে দেখুন।
*১ম আপনার ওয়িমাক্স মডেম তা কানেক্ট করে নিন।
* এখানে ক্লিক করে ফ্রী রেজিস্ট্রেশন করেন এবং User Name And Password টি সংরক্ষন করে রেখে দিন।
* এরপর এখানে ক্লিক করে এখানে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
* এরপর সফটওয়্যার টি ইন্সটল করে ওপেন করেন। নিচের স্ক্রীনশট দেখুন একটি উইন্ডো আসবে।
*এবার NEXT বাটনে ক্লিক করেন নিচের স্ক্রীনশটএর মত দেখতে পাবেন।
* এবার Arab Emmirate IT সিলেক্ট করে Next করুন নিচের স্ক্রীনশটএর মত দেখতে পাবেন।
*কোনকিছু পরিবর্তন করবেন না। Next ক্লিক করুন নিচের স্ক্রীনশটএর মত দেখতে পাবেন। এখানে ১০ মিনিট অপেক্ষা করুন নতুন server খুজে পাওয়ার জন্য।
* এবার নিচের স্ক্রীনশটএর মত Found Fredom Server উইন্ডো আসবে, Next করুন ।
*তাহলে নিচের স্ক্রীনশটটি দেখুন, এখানে USER NAME AND PASSWORD দিয়ে Next করুন।
* এবার নিচের স্ক্রীনশটএর মত Congratulation উইন্ডো আসবে, Save and exit বাটনে ক্লিক করুন ।
* এবার নিচের স্ক্রীনশটএর মত Configuration উইন্ডো দেখতে পারবেন।
* এখন STAR CONNECTION বাটনে ক্লিক করেন একটু পর আপনার ওয়িমাক্স মডেম অ্যান্ড সফটওয়্যার টি কানেক্ট হয়ে যাবে, নিচের স্ক্রীনশটএর মত
STEP2:
*এবার এই লিঙ্ক থেকে ব্রাউজার টি downlaod করে ইন্সটল করে ওপেন করুন।
* Tools>Porxy>Configuration ক্লিক করুন, নিচের স্ক্রীনশটএর মত ।
[fimg=1021]

এবার proxy setting এ
New configuration tap: ITtrickBD.Com
Name: 127.0.0.1
HTTP: 127.0.0.1 PORT: 8080
এবার Save এ ক্লিক করুন


তারপর Apply এ ক্লিক করুন ।

* এবার নিচের স্ক্রীনশট টি ভাল করে দেখুন, লাল দাগ দেয়া অপশন গুলতে থিক চিহ্ন দিন। ছবির মত করে করুন।

*NOW ENJOY WIMAX FREE NET
বিস্তারিত পড়ুন »
 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার