>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের সাবধান বানী – নতুন একটি ম্যালওয়্যারের আক্রমণ বাড়ছে

কম্পিউটার বা মোবাইল অনলাইনের সর্বত্র ছরিয়ে আছে ভাইরাস। অনলাইন ব্যবহারকারীদের মাঝে সারাক্ষণ একটি আতংক জেন কাজ করেই যায়। তবে অনলাইন এই আতঙ্ক আজীবন থাকবে এতাই স্বাভাবিক। সেই সাথে নতুন নতুন সমাধান ও বেড় হয়ে আসবে এটাও সাভাবিক। সাম্প্রতি ব্যাডনিউজ নামের একটি ম্যালওয়্যার  অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের অস্থির করে রেখেছিল। গবেষকেরা জানিয়েছে, অ্যান্ড্রয়েডে ‘ব্যাডনিউজ’ এর মতন নতুন নতুন ম্যালওয়্যারের আক্রমণ বাড়ছে। গুগলের অ্যাপ্লিকেশন স্টোর ‘গুগল প্লে’তে ছড়িয়ে পড়েছিল ‘ব্যাডনিউজ’। ছদ্মবেশি এ ম্যালওয়্যারটি স্মার্টফোন থেকে এসএমএস পাঠানোর ভনিতায় অর্থ হাতিয়ে নিতে সক্ষম ছিল। এছাড়াও এ ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েডে ইনস্টল করা হলে ভূয়া সংবাদ, বিজ্ঞাপন দেখিয়ে প্রতারণা করছিল।


এই তথ্যটি জানিয়েছে এনডিটিভি। অবশ্য গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ব্যাডনিউজ’ ম্যালওয়্যারটি এর মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। এদিকে মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান লুকআউটের গবেষকেরা দাবি করেছেন, গুগল প্লে স্টোরে তাঁরাই প্রথম ‘ব্যাডনিউজ’ নামের ম্যালওয়্যারটির সন্ধান পেয়েছিলেন। এটি নতুন ধরনের একটি ম্যালওয়্যার। এ ম্যালওয়্যারটি গুগল প্লে স্টোরের ৩২ টি অ্যাপ্লিকেশনে আক্রমণ করেছিল এবং এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপ্লিকেশন ৯০ লাখবারেরও বেশিবার ডাউনলোড করেছেন ব্যবহারকারীরা।
বিদেশী একটি ব্লগ পোস্টে মাইক্রোসফট লুকআউটের গবেষকেরা জানিয়েছেন, ‘ব্যাডনিউজ’ বুঝতে পেরে গুগল এ ম্যালওয়্যারটি সরিয়ে ফেলেছে এবং যথাযথ ব্যবস্থা নিয়েছে। এবং এ নিয়ে বেশ কিছুদিন তারা কাজ করে স্থায়ী ভাবে এর একটি সন্ধি করবে। তারা জানিয়েছে অদূর ভবিষ্যতে জেনো এমন আর না হয় সেদিকেও তারা যথাযথ ততপর থাকবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার