>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



এবার রোবট দিচ্ছে মানুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা!!!

সালাম সবাইকে। কেমন দিন কাল যাচ্ছে সকলের? আসা করি ভালো। ভেবে দেখুন একবার আপনার সাথে কোন একটি রোবট যদি প্রতিদ্বন্দ্বী হয়ে কাজ করে কেমন লাগবে আপনার? নিজের গর্ব হবে নাকি লজ্জায় মাথা নিচু হয়ে যাবেন কারন একটি সাধারন যন্ত্র আপনার সাথে পাল্লা দিচ্ছে। তবে এটি ভুলে যাবেন না রোবট কিন্তু মানুশের তৈরি ই একটি যন্ত্র। বিজ্ঞানীরা এমন কিছু রোবট তৈরি করেছেন, যেগুলো ‘রক-সিজর্স-পেপার’ নামের খেলায় মানুষের প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রযুক্তি খবরভিত্তিক ওয়েবসাইট অরেঞ্জ নিউজ জানিয়েছে, এবছর ‍যুক্তরাজ্যের এডিনবরা ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে এক ঘণ্টাব্যাপী ওয়ার্কশপে তারা এই খেলায় অংশগ্রহণ করবে।
উৎসবে রোবটের অংশগ্রহণের পর্যবেক্ষক ড. রাম র‍্যামামরদি বলেন, শুধু উৎসবে দর্শকদের আনন্দ দেয়াই মূল কারণ নয়। তারা ভবিষ্যতে এমন রোবট তৈরি করতে চান, যা মানুষকে সবধরনের কাজে সাহায্য করতে পারবে। আসা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার