অ্যাপল পণ্যের একটি বৃহৎ অংশ নির্মাণ করে থাকে চীনা প্রতিষ্ঠান
ফক্সকোন। তবে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ফক্সকোন নির্মিত ৮০ লাখ আইফোন
বাজার থেকে তুলে নিতে বাধ্য হচ্ছে অ্যাপল।চীনা ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে আইফোন প্রত্যাহার করা হচ্ছে বলে জানা গেছে।
চীনের সংবাদ মাধ্যম ‘চায়না বিজনেস’-এর বরাত দিয়ে ম্যাশেবল
জানিয়েছে, আইফোন নির্মাণে ত্রুটি থাকায় এ ক্ষতির দায়ভার ফক্সকোনকে বহন
করতে হবে। বিপুল সংখ্যক আইফোন পুনরায় উৎপাদন অথবা মেরামতেরর জন্য
ফক্সকোনের আনুমানিক ১৬০ কোটি ডলার ক্ষতির মুখে পড়তে হবে।
এতে দীর্ঘ মেয়াদে আর্থিক সংকটে পড়বে প্রতিষ্ঠানটি। তবে কী ধরনের
ত্রুটির কারণে বাজার থেকে আইফোন তুলে নেওয়া হচ্ছে তা এখনও অস্পষ্ট।
পাশাপাশি আইফোনের কোন সংস্করণটিতে ত্রুটি পাওয়া গেছে সে ব্যাপার
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন