>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



সম্পূর্ণ জ্বালানিবিহীন এবং সৌরশক্তি চালিত উড়োজাহাজ

আজন টেকনোলজি এর দুনিয়াতে আপনাকে স্বাগতম জানাই। ভেবে দেখুন একবার জ্বালানির বোঝা নয়, এবার বিমান উড়বে সৌরশক্তির সাহায্যে। আগামী ১ মে যুক্তরাষ্ট্রের এপাশ-ওপাশ উড়বে অতি হালকা ওজনের সম্পূর্ণ জ্বালানিবিহীন এবং সৌরশক্তি চালিত উড়োজাহাজ। তবে আপাতত যাত্রী বহনের আশা করতে পারছেন না বিমানটির প্রস্তুতকারকরা। এটিই হচ্ছে বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত বিমান। খবর : দি ইন্ডিয়ান এক্সপ্রেসের।প্রথম সৌর বিমান সম্পূর্ণ সৌরশক্তিচালিত বিমানটির বডি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে। ৭৪৭ জেটলাইনারের মতো পাখা, এর ওজন একটি স্টেশন ওয়াগনের সমান।
এটি চলতে লাগবে স্কুটারের চাহিদার সমপরিমাণ শক্তি। বিমানটির পাখার সঙ্গে সোলার প্যানেল যুক্ত থাকবে। ভেতরে থাকবে লিথিয়াম পলিমার ব্যাটারি। বিমানটি দিনে সূর্য থেকে শক্তি নেবে আর রাতের জন্য শক্তি সঞ্চয় থাকবে ব্যাটারিতে। বিমাটিতে ব্যবহৃত হয়েছে এমন সৃষ্টিশীল প্রকৌশল, যা সূর্য ডুবে গেলেও সৌরশক্তি গ্রহণের ক্ষমতা রাখে।



উদ্বোধনী দিনে ক্যালিফোর্নিয়ার সিভিল-সামরিক বিমানবন্দর মফেট ফিল্ড থেকে উড়ে বিমানটি নিউইয়র্ক সিটি পর্যন্ত যাবে। মাঝে যাত্রাবিরতি নেবে টেক্সাসের ডালাস শহরে। তবে জুলাই নাগাদ অ্যারিজোনার ফিনিক্স, ওয়াশিংটন ডিসি, টেনেসির ন্যাশভিল ও জর্জিয়ার আটলান্টা পর্যন্ত রুট হবে বিমানটির। ১০ বছরের প্রচেষ্টার ফসল এ বিমানের আপাতত দায়িত্ব দুই সুইস পাইলট বার্ট্রান্ড পিকার্ড ও আন্ড্রি বরশবার্গের হাতে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার