>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



এমন একটি পোশাক যে শরীরের যেকোনো নড়াচড়ায় রং বদলাতে সক্ষম

আজব টেকনোলজি আবারো হাজির হয়েছে নতুন সব তথ্য প্রজুক্তির গরম খবর নিয়ে। প্রতি নিয়ত বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি আমাদের আরো সামনে নিয়ে যাচ্ছে, দিন দিন আমরা নতুন সব আবিষ্কার পাচ্ছি এটাই স্বাভাবিক বর্তমান বিষের জন্য। ঠিক তেমন একটি আজব প্রজুক্তির খবর নিয়ে এসেছি আজকে সেটি হচ্ছে কানাডার গবেষকেরা বিশেষ এক ধরনের প্রযুক্তি-পোশাক তৈরি করেছেন, যা পরার পর শরীরের যেকোনো নড়াচড়ায় রং বদলাতে সক্ষম। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি। বাইরের তাপমাত্রার পার্থক্য অনুযায়ীও পোশাকটি রং বদলাতে সক্ষম।


এ পোশাকের মাধ্যমে মুঠোফোনেও চার্জ দেওয়া যাবে। গবেষকেরা পোশাকটি তৈরিতে বিশেষ এক ধরনের বৈদ্যুতিন তন্তু ব্যবহার করেছেন, যা শরীর থেকে তাপ শোষণ করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। গবেষকেরা জানান, রং পরিবর্তনশীল প্রযুক্তি-পোশাক ও মুঠোফোন চার্জ করতে সক্ষম জামার গবেষণাকাজ চলছে। এ ধরনের প্রযুক্তি-পোশাক বাজারে আসতে আরো এক দশক লাগতে পারে।
কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই বিশেষ প্রযুক্তি-পোশাক নিয়ে গবেষণা করছেন। গবেষকদের ভাষ্য, বর্তমান সময়ে বাজারে প্রচলিত পোশাকের চেয়ে প্রযুক্তি-পোশাক হবে আরও উন্নত। বাইরের তাপমাত্রার পার্থক্য অনুযায়ী এ পোশাকের রং পরিবর্তিত হবে। গবেষকেরা জানান, বিশ্বের অনেক দেশেই এখন প্রযুক্তি-পোশাক নিয়ে গবেষণা চলছে। ক্রেতাদের আগ্রহ থাকলেও এই মুহূর্তেই বাজারে আসছে না পোশাকটি। এটি বাজারে আসতে এখনো ঢের দেরি বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকেরা।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার