>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



এবার প্ল্যাস্টিকের তৈরি আই-ফোন আসছে বাজারে……

iPhone-with-Plastic-Bodyএবার প্ল্যাস্টিকের তৈরি আই-ফোন আসছে বাজারে……

প্রযুক্তি আরো কত কিছু আমাদের দেখাতে পারে সেটি দিনের পরে দিন পারি না দিলেও হয়ত আমাদের কল্পনাতেও আসবে না। এবার বাজারে আসতে চলেছে `প্লাস্টিক বডি` আইফোন। চলতি আইফোনের প্রায় আর্ধ্বেক দামে পাওয়া যাবে এই ফোন। বিশেষজ্ঞদের মত, চলতি বছরের জুন 




Plastic-Body




জেফরি অ্যান্ড কোম্পানির বিশেষজ্ঞ পিটার মাইজেক জানান জুন থেকেই তৈরি হবে এই মডেলটি। আরবিসি ক্যাপিটাল মার্কেটের অমিত দরিয়ানানির জানিয়েছেন, তাঁর ধারণা, জুন, জুলাইতে `প্লাস্টিক বডি`র বিশেষ সংস্করণ ছাড়াও আইফোন ফাইভ এসও বাজারে আনতে পারে অ্যাপেল। আইলাউঞ্জের জেরেমি হরউইৎস জানান তিনি `বিশ্বস্ত সূত্রে` খবর পেয়েছেন এই নতুন মডেলটিতেও রেটিনা ডিসপ্লে সহ আইফোনের সব ক`টি নতুন বৈশিষ্ট থাকবে। তবে উন্নতমানের ক্যামেরা সহ আরও আপগ্রেডেশন নিয়ে জুলাইতেই আসবে আইফোন ফাইভ এস।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার