>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



চলুন দেখে নিই নকিয়ার কনসেপ্ট মোবাইল ফোন ডিজাইন

কনসেপ্ট ফোন আসলে ভবিষ্যত ফোনেরই নামান্তর। আমরা চাই এমন অনেক কিছুই নিয়েই থাকে এই কনসেপ্ট ডিজাইনগুলো। যে কোন নতুন প্রযুক্তির জন্যই প্রথমে প্রয়োজন পড়ে কনসেপ্ট বা ধারণার। পরে আস্তে আস্তে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় এক সময় বাস্তব হয়ে ধরা দেয় এই ডিজাইনগুলো।
যাই হোক। নকিয়ার জন্য নতুন একটি কনসেপ্ট ফোনের নাম হল মর্প (Morph).
দেখতে অসাধারণ। স্পর্শকাতর পর্দা, স্বচ্ছ সবকিছুই এটাতে এনে দিতে পারে নতুন অনেক চমক। ছবিগুলো দেখলেই কিছুটা বুঝতে পারবেন।
অসাধারণ তাইনা?
এই ফোনটা হবে ফেলেক্সিবল। এখানে ব্যাবহার করা হবে ন্যানোপ্রযুক্তি। এছাড়াও থাকছে আধুনিক মোবাইলের অন্য সব সুবিধাও।

অপেক্ষায় আছি কবে এমন পন্যগুলো দেখতে পাবো। মাঝে মাঝে ভাবতে অবাক লাগেযে, যুক্তরাষ্ট্রে গুগলের চালকবিহীন গাড়ি ঘুরে বেড়াচ্ছে। সত্যিই কত এগিয়ে যাচ্ছে বিজ্ঞান!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার