যাই হোক। নকিয়ার জন্য নতুন একটি কনসেপ্ট ফোনের নাম হল মর্প (Morph).
দেখতে অসাধারণ। স্পর্শকাতর পর্দা, স্বচ্ছ সবকিছুই এটাতে এনে দিতে পারে নতুন অনেক চমক। ছবিগুলো দেখলেই কিছুটা বুঝতে পারবেন।
এই ফোনটা হবে ফেলেক্সিবল। এখানে ব্যাবহার করা হবে ন্যানোপ্রযুক্তি। এছাড়াও থাকছে আধুনিক মোবাইলের অন্য সব সুবিধাও।
অপেক্ষায় আছি কবে এমন পন্যগুলো দেখতে পাবো।
মাঝে মাঝে ভাবতে অবাক লাগেযে, যুক্তরাষ্ট্রে গুগলের চালকবিহীন গাড়ি ঘুরে
বেড়াচ্ছে। সত্যিই কত এগিয়ে যাচ্ছে বিজ্ঞান!
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন