ঢাকা : অ্যান্ড্রয়েড অপারেটিং
সিস্টেমনির্ভর স্মার্টফোনের জন্য এবার লিনাক্সভিত্তিক ‘উবন্টু’ অপারেটিং
সিস্টেম তৈরি করছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ক্যানোসিয়াল। শীঘ্রই উবন্টু
দিয়ে পিসির পাশাপাশি স্মার্টফোনও চালাতে পারবেন ব্যবহারকারীরা। খবর
বিবিসির। ক্যানোসিয়াল ঘোষণা দিয়েছে স্মার্টফোনের মাধ্যমে মোবাইল ফোনে
কম্পিউটারের মতো কাজ করার উপযোগী অপারেটিং সিস্টেম তৈরি করছে তারা। উবন্টুর
প্রতিষ্ঠাতা মার্ক শাটলওয়ার্থ জানিয়েছেন, এ বছরই বাজারে আসবে উবন্টুর
অপারেটিং সিস্টেমে চালিত মোবাইল ডিভাইস।

শাটলওয়ার্থ জানান, বর্তমানে বিশ্বে উবন্টু অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি। লিনাক্স কার্নেলভিত্তিক অপারেটিং সিস্টেম উবন্টু প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এইচটিএমএল ফাইভ দিয়ে চলে। সঙ্গে ভয়েস কমান্ড অপারেটিং সিস্টেম থাকায় ভয়েস কমান্ড ব্যবহার করেও চালানো যাবে অ্যাপস। শাটালওয়ার্থ আরও বলেন, আমরাই প্রথমবারের মতো কম্পিউটারের সম্পূর্ণ অপারেটিং সিস্টেম মোবাইলে ব্যবহারের উপযোগী করে তৈরি করেছি। এতে ফুল কনজিউমার পিসি প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আশা করেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন