>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



উইন্ডোজ ৮(Windows 8)-এ চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ!!!

এএমডি চিপ ব্যবহার করে তৈরি উইন্ডোজ ৮ ল্যাপটপ এবং পিসিতে চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এএমডির অ্যাপজোন প্লেয়ারের মাধ্যমে উইন্ডোজ ৮ ডিভাইসে ডাউনলোড করে নেয়া যাবে পাঁচ লাখেরও বেশি অ্যান্ড্রয়েড সফটওয়্যার। খবর বিবিসির।

 

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো উইন্ডোজ ৮ ডিভাইসে ব্যবহারের উপযোগী করতে একসঙ্গে কাজ করছে এএমডি এবং সফটওয়্যার ফার্ম ব্লুস্ট্যাকস। উইন্ডোজ ৮ মূলত ট্যাবলেট পিসির পোর্টেবল ডিভাইসগুলোর জন্য তৈরি হলেও নতুন অপারেটিং সিস্টেমটির জন্য মাইক্রোসফটের তৈরি অ্যাপ্লিকেশনের সংখ্যা তুলনামূলকভাবে কম। উইন্ডোজ ৮-এর জন্য মাত্র ২০০০ অ্যাপ্লিকেশন রয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ স্টোরে।
অ্যাপ্লিকেশন সংকট মোকাবেলা করতেই নিজেদের উইন্ডোজ ৮ ডিভাইসগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহারের উপযোগী করছে এএমডি।
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের উপযোগী করতে নিজেদের প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডে পরিবর্তন এনেছে এমডি। এএমডির উইন্ডোজ ৮ ডিভাইসগুলো আগে থেকেই ইনস্টল করা থাকবে অ্যাপজোন প্লেয়ার। এর ফলে ফ্রুট নিনজা এবং ফ্লিপবোর্ডের মতো নিজের স্মার্টফোনের পরিচিত অ্যাপ্লিকেশনগুলো নতুন উইন্ডোজ ৮ ডিভাইসে চালাতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যাপজোন প্লেয়ার ব্যবহার করে পিসি, ল্যাপটপ এবং স্মার্টফোনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সিনক্রোনাইজ করেও নিতে পারবেন ব্যবহারকারীরা।

বিভাগঃ Windows 8

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার