আজব টেকনোলজির খবর নিয়ে আবারো হাজির হয়ে
গেলাম। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা তৈরি করলেন রোবট পিঁপড়া,
যাদের আচরণ আসল পিঁপড়ার মতোই! এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে,
সত্যিকার পিঁপড়া দলের মতো এরাও দলবদ্ধভাবে কাজ করে এবং সারিবদ্ধভাবে
চলাফেরা করে।
রোবটগুলোকে খুবই সাধারণভাবে প্রোগ্রাম করা হয়েছে। এদের স্মৃতিশক্তিও
অনেক কম। এদের এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে, যেন এরা প্রতিবন্ধকতা এড়িয়ে
সবচেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছুতে পারে। রোবটগুলো দেখতে ছোট কিউব-এর মতো এবং
এদের চাকা সচল রাখার জন্য ঘড়িতে ব্যবহৃত হয় এমন দু’টি মোটর লাগানো আছে।
কিন্তু এদের দলবদ্ধ থাকার প্রবণতা পুরোপুরি আসল পিঁপড়ার মতো।গবেষকরা ক্যামেরা দিয়ে রোবটগুলোর গতিবিধি অনুসরণ করেন। আসল পিঁপড়ারা চলার সময় একধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যা অনুসরণ করে দলের অন্য পিঁপড়ারা একই পথ ধরে চলে। রোবট পিঁপড়ারা এই কাজটা করে আলোর সাহায্যে। এদের মাথার অংশে দু’টি এন্টেনা রয়েছে, যা দিয়ে এরা এই আলো অনুসরণ করে। যখন একটার পর আরেকটা রোবট ওই পথ ধরে চলে, তখন আলোর উজ্জলতা বাড়ে। ফলে অন্যান্য রোবটরাও ওই আলো অনুভব করে এবং একই পথ অনুসরণ করে। বাঁদিকের এন্টেনায় বেশি আলো পড়লে এরা বাঁদিকে যায়, আবার ডান দিকের এন্টেনায় বেশি আলো পড়লে এরা ডানদিকে যায়।
কোনো কারণে এরা বিচ্ছিন্ন হয়ে পড়লে, সবচেয়ে গ্রহণযোগ্য পথ বেছে নিয়ে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে। বিজ্ঞানীরা বলেন, দলগতভাবে এরা বেশ কার্যকর হলেও আলাদাভাবে রোবটগুলোর তেমন কোন বিশেষত্ব নেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন