>

মেতে উঠুন প্রযুক্তিবিদ্যের সুরে


*****কুইজ প্রতিযোগিতার বিজেতা লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। *****আর টিউন গুলো কতবার পাঠ করা হয়েছে তার মাধ্যমে নির্বাচন করা হবে।*****আমাদের সাইটে বিজ্ঞাপন দিন।*****



বিশ্বের প্রথম মোবাইল ফোনের সন্ধান মিলেছে!

Subtitle Text. Please Substitute for your own text
বিশ্বের প্রথম মোবাইল ফোনের সন্ধান মিলেছে! ১৯৩৮ সালে একটি ছবিতে ওয়ারলেস ডিভাইসে আলাপরত এক নারীর ফোনটিকেই বিশ্বের প্রথম মোবাইল ফোন হিসেবে চিহ্নিত করেছেন প্রযুক্তিবিদরা।  আর এই সম্বলিত একটি ভিডিও ইউটিউবে আপলোড করা হলে তার দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছেন। ভিডিওটি ইতোমধ্যেই সাড়ে তিন লক্ষাধিক মানুষ দেখেছে।  ‘টাইম ট্রাবল ইন ১৯৩৮ ফিল্ম’ নামে ভিডিও ক্লিপটি প্রথম ইউটিউবে পোস্ট হয় এক বছর আগে। সেই থেকে ওই ভিডিওটি নিয়ে বিভিন্ন সংবাদপত্র, ইন্টারনেট ও ব্লগে লেখালেখি হচ্ছে।
ক্লিপটিতে দেখা যায় এক তরুণী দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময়ে পরীক্ষামূলক একটি মোবাইল ফোনে কথা বলছেন। ওই ফোনটিই পরবর্তীতে ম্যাসাচুয়েটস লিওমিনিস্টার ফ্যাক্টরিতে গবেষণা করে আরো নতুন সংস্করণ বের করা হয়। মজার বিষয় হচ্ছে ‘প্লানেটচেক’ (ছদ্মনাম) নামে একজন ব্যক্তি ইতোমধ্যেই ফোনটির রহস্য উন্মোচনে এগিয়ে এসেছেন। তিনি বলেন, আপনারা ভিডিও ফোনে যে মেয়েকে দেখছেন তিনি আমার দাদির মা। তার নাম জারট্রুড জোনস।
তিনি আরো বলেন, তখন তার (জারট্রুড জোনস) বয়স ছিল মাত্র সতের। জীবিত থাকা তার সঙ্গে আমার কথা হয়েছে। এই সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি সব কিছুই মনে করতে পেরেছিলেন। তিনি একটি ফ্যাক্টারির টেলিফোন কমিউনিকেশন সেকশনে কাজ করতেন। তারসঙ্গে আরো পাঁচজনকে ওই ফোনটি এক সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল। ফোনে তিনি অপর প্রান্ত থেকে বিজ্ঞানীর সঙ্গে কথা বলছিলেন” যোগ করেন প্লানেটচেক।
যদিও এমন দাবির কোন ভিত্তি নেই তারপরও যদি এই দাবি সত্যি হয় তাহলে ধারণা হচ্ছে বাণিজ্যিকভাবে বিশ্বের বাজারে প্রথম ফোন আসার কমপক্ষে চল্লিশ বছর আগে এই ভিডিওটি ধারণ করা হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
© 2013 টেক মাস্টার , ডিজাইন করেছেন নুরে করিম শুভ , কপিরাইটার © ২০১২-২০১৬ শুভ কম্পিউটার