মোবাইল ব্যবহারকারীরা বেশির ভাগ সময় চায় যেন তার মোবাইল এর ক্যমেরাটি যেন
ভালো হয়। জীবনের প্রিয় মুহূর্তগুলো বন্দি করতে একটি ক্যামেরা যখন এত
প্রয়োজনীয় ঠিক তখন ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া এবারে
‘লুমিয়া’ সিরিজে ৪১ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে বলে জানা
গিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট । এর আগে
সিমবিয়ান অপারেটিং সিস্টেমনির্ভর ‘৮০৮পিওরভিউ’ স্মার্টফোনে ৪১
মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করেছিল প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, নকিয়া সম্প্রতি সিমবিয়ান থেকে
সরে আসার ঘোষণা দিয়ে উইন্ডোজ ফোন তৈরি শুরু করেছে। উইন্ডোজনির্ভর
স্মার্টফোনের ক্ষেত্রে নকিয়ার লুমিয়া সিরিজ সবচেয়ে জনপ্রিয়। তাই লুমিয়া
সিরিজেই পিওরভিউ ক্যামেরা প্রযুক্তিটিকে যুক্ত করতে যাচ্ছে নকিয়া।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, লুমিয়া সিরিজে শক্তিশালী একটি
স্মার্টফোন আনতে পারে নকিয়া। বড় আকারের এ স্মার্টফোনে ৪১ মেগাপিক্সেলের
ক্যামেরার সঙ্গে কোয়াড কোর বা ডুয়াল কোরের প্রসেসর, উন্নত প্রযুক্তির
অ্যামোলেড ডিসপ্লেও থাকতে পারে।
বাজার বিশ্লেষকদের ধারণা, হাই অ্যান্ড লুমিয়া স্মার্টফোনের পাশাপাশি
উইন্ডোজনির্ভর ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দিতে পারে নকিয়া। অবশ্য নকিয়া
কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। বাজার
বিশ্লেষকেদের ধারণা, স্মার্টফোনের বাজারে প্রতিদ্বন্দ্বী
অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন, আইফোনের সঙ্গে পিছিয়ে পড়েছে নকিয়া। বাজারে
ঘুরে দাঁড়াতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে একসময়ে জনপ্রিয় মোবাইল ফোন
নির্মাতা প্রতিষ্ঠানটি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন